রিলেশনাল ডাটাবেজে কোন ধরণের সম্পর্কের ফলে একটি প্যারেন্ট রেকর্ডের সাথে একাধিক চাইল্ড রেকর্ড যুক্ত থাকতে পারে?
A
One-to-one
B
Many-to-many
C
Self-referencing
D
One-to-many
উত্তরের বিবরণ
রিলেশনাল ডাটাবেজে One-to-many সম্পর্কের মাধ্যমে একটি প্যারেন্ট রেকর্ড একাধিক চাইল্ড রেকর্ডকে রেফার করতে পারে, যা ডাটার সংযোগ ও ব্যবস্থাপনাকে সহজ করে। ডাটাবেজ রিলেশন, রিলেশনের প্রকারভেদ এবং প্রতিটি রিলেশনের উদাহরণ নিচে দেওয়া হলো:
-
ডাটাবেজ রিলেশন:
-
বিভিন্ন ডাটা ফাইল থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য যে সংযোগ স্থাপন করা হয় তাকে ডাটাবেজ রিলেশন বলা হয়।
-
-
রিলেশনের প্রকারভেদ:
-
একাধিক ডাটা ফাইলের মধ্যে উপাত্ত প্রক্রিয়াকরণের প্রয়োজনে প্রাইমারি কী ফিল্ডের ভিত্তিতে রিলেশন স্থাপন করা যায়।
-
ডাটাবেজের অন্তর্গত ডাটা ফাইলের মধ্যকার রিলেশনকে চার ভাগে ভাগ করা যায়।
-
-
Many to One রিলেশন:
-
যদি কোন একটি ফাইলের একাধিক রেকর্ড অপর এক বা একাধিক ফাইলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হয়, তখন তাদের মধ্যকার রিলেশনকে Many to One রিলেশন বলা হয়।
-
উদাহরণ: Home ডাটাবেজে Child ফাইলের একাধিক রেকর্ড Parent ফাইলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
-
-
One to One রিলেশন:
-
যদি কোন ডাটাবেজের একটি ফাইলের একটি রেকর্ড অপর এক বা একাধিক ফাইলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত থাকে, তখন তাদের মধ্যে স্থাপিত রিলেশনকে One to One রিলেশন বলা হয়।
-
উদাহরণ: কলেজ ডাটাবেজের Exam ফাইলের একটি রেকর্ড Personal ফাইলের কেবল একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে।
-
-
One to Many রিলেশন:
-
যদি কোন ডাটাবেজের একটি ফাইলের একটি রেকর্ড অন্য এক বা একাধিক ফাইলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত থাকে, তখন One to Many রিলেশন তৈরি করা সম্ভব।
-
উদাহরণ: Business Center ডাটাবেজে Sales ফাইলের একটি রেকর্ড বিক্রেতাদের তথ্যের জন্য এবং Customer ফাইলের একাধিক রেকর্ড ক্রেতাদের তথ্যের জন্য ব্যবহৃত হতে পারে।
-
-
Many to Many রিলেশন:
-
যদি কোন ডাটাবেজের একাধিক ডাটা ফাইলের প্রত্যেকটির একটি রেকর্ড অপর ফাইলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হয়, তখন Many to Many রিলেশন সৃষ্টি হয়।
-
Many to Many রিলেশন তৈরি করতে হলে তৃতীয় একটি টেবিল তৈরি করতে হয়, যাকে জাংশন টেবিল বলা হয়।
-
জাংশন টেবিলটি One to Many রিলেশনের মতো কাজ করে।
-
উৎস:
0
Updated: 1 month ago
মাদারবোর্ডকে শক্তি সরবরাহ করে:
Created: 3 weeks ago
A
SSD
B
RAM
C
PSU
D
HDD
মাদারবোর্ডের শক্তি সরবরাহ:
-
মূল উৎস: PSU (Power Supply Unit)
-
PSU কম্পিউটারের AC ভোল্টেজকে মাদারবোর্ড এবং অন্যান্য হার্ডওয়্যার উপাদানের জন্য উপযুক্ত DC ভোল্টেজে রূপান্তর করে।
-
মাদারবোর্ড নিজে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে না; এটি PSU থেকে প্রাপ্ত শক্তি বিতরণ করে।
-
-
মাদারবোর্ডের কাজ:
-
কম্পিউটারের বিভিন্ন উপাদান যেমন CPU, RAM, SSD, HDD ইত্যাদিকে সংযুক্ত ও নিয়ন্ত্রণ করা।
-
PSU থেকে পাওয়া বিদ্যুৎ বিভিন্ন অংশে সরবরাহ করা।
-
মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটারের “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়।
-
-
অবস্থান ও আকার:
-
মাদারবোর্ড কম্পিউটারের কেসের ভিতরে সবচেয়ে বড় সার্কিট বোর্ড।
-
টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
-
বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ।
-
0
Updated: 3 weeks ago
নেটওয়ার্কের মধ্যে ডিভাইস সংযোগের ধরনকে কী বলে?
Created: 1 month ago
A
প্রোটোকল
B
নোড
C
টপোলজি
D
প্যাকেজ
নেটওয়ার্ক টপোলজি (Network Topology) হলো একটি নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার, রাউটার, সুইচ ইত্যাদি কীভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকবে তা বর্ণনা করার পদ্ধতি। সহজভাবে বলতে গেলে, এটি নেটওয়ার্কের গঠন বা কাঠামো নির্দেশ করে।
-
নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস বা উপাদানগুলো যেভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে, তাকেই নেটওয়ার্ক টপোলজি বলা হয়।
-
সাধারণত নেটওয়ার্ক টপোলজি বলতে নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল অবস্থার বা ডিজাইনের বর্ণনাই বোঝানো হয়।
নেটওয়ার্ক টপোলজির প্রধান ধরনগুলো হলো:
১। বাস টপোলজি
২। রিং টপোলজি
৩। স্টার টপোলজি
৪। ট্রি টপোলজি
৫। হাইব্রিড টপোলজি
৬। মেশ টপোলজি
উৎস:
0
Updated: 1 month ago
What is the shortcut to undo the previous action?
Created: 1 month ago
A
Ctrl + Z
B
Ctrl + Y
C
Ctrl + X
D
Ctrl + V
Ctrl + Z হলো পূর্ববর্তী ক্রিয়া পূর্বাবস্থায় ফেরানোর (Undo) শর্টকাট।
গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
-
Ctrl + O: ডকুমেন্ট খুলুন
-
Ctrl + N: নতুন ডকুমেন্ট তৈরি করুন
-
Ctrl + S: ডকুমেন্ট সংরক্ষণ করুন
-
Ctrl + W: ডকুমেন্ট বন্ধ করুন
-
Ctrl + C: নির্বাচিত বিষয়বস্তু কপি করুন
-
Ctrl + V: কপিকৃত বিষয়বস্তু পেস্ট করুন
-
Ctrl + B: লেখা বোল্ড করুন
-
Ctrl + I: লেখা ইটালিক করুন
-
Ctrl + U: লেখা আন্ডারলাইন করুন
-
Ctrl + [ (Left bracket): ফন্ট সাইজ ১ পয়েন্ট হ্রাস
-
Ctrl + ] (Right bracket): ফন্ট সাইজ ১ পয়েন্ট বৃদ্ধি
-
Ctrl + E: লেখা সেন্টার করুন
-
Ctrl + L: লেখা বামদিকে সারিবদ্ধ করুন
-
Ctrl + R: লেখা ডানদিকে সারিবদ্ধ করুন
-
Esc: কমান্ড বাতিল করুন
-
Ctrl + Z: পূর্ববর্তী ক্রিয়া Undo
-
Ctrl + Y: পূর্ববর্তী Undo পুনরায় করুন (Redo)
-
Alt + W: জুম মাপ সমন্বয় করুন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago