A : B = ৫ : ৭, B : C= ৮ : ৯ এবং C : D = ৩ : ৫ হলে A : D = কত?
A
৪ : ৭
B
৩ : ৫
C
৪ : ৯
D
৮ : ২১
উত্তরের বিবরণ
প্রশ্ন: A : B = ৫ : ৭, B : C = ৮ : ৯ এবং C : D = ৩ : ৫ হলে A : D = কত?
সমাধান:
A : B = ৫ : ৭ = (৫ × ৮) : (৭ × ৮) = ৪০ : ৫৬
B : C = ৮ : ৯ = (৮ × ৭) : (৯ × ৭) = ৫৬ : ৬৩
C : D = (৩ × ২১) : (৫ × ২১) = ৬৩ : ১০৫
আবার, A : C = ৪০ : ৬৩
∴ A : D = ৪০ : ১০৫ = ৮ : ২১
0
Updated: 1 month ago
a2 - 3a, a2 - 9, a2 - 4a + 3 -এর গ.সা.গু. হবে-
Created: 1 month ago
A
(a - 3)
B
a (a - 3) (a - 1)
C
(a - 3) (a + 3)
D
a (a - 1) (a - 3) (a + 3)
প্রশ্ন: a2 - 3a, a2 - 9, a2 - 4a + 3 -এর গ.সা.গু. হবে-
সমাধান:
১ম রাশি = a2 - 3a
= a (a - 3)
২য় রাশি = a2 - 9
= (a)2 - (3)2
= (a + 3) (a - 3)
এবং ৩য় রাশি = a2 - 4a +3
= a2 - 3a - a + 3
= a (a - 3) - 1 (a - 3)
= (a - 3) (a - 1)
∴ নির্ণেয় গ.সা.গু. = (a - 3) ।
0
Updated: 1 month ago
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২০৯, ২৯৯ ও ৪০৯ কে ভাগ করলে যথাক্রমে ৫, ১১ ও ১৩ ভাগশেষ থাকবে?
Created: 2 weeks ago
A
১০
B
১২
C
২৪
D
৯৬
প্রশ্নে লজিক্যাল ত্রুটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
---------------------
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২০৯, ২৯৯ ও ৪০৯ কে ভাগ করলে যথাক্রমে ৫, ১১ ও ১৩ ভাগশেষ থাকবে?
সমাধান:
যেহেতু ২০৯, ২৯৯ ও ৪০৯ কে ভাগ করলে যথাক্রমে ৫, ১১ ও ১৩ ভাগশেষ থাকে, তাই প্রতিটি সংখ্যার থেকে তাদের ভাগশেষ বিয়োগ করে নিতে হবে।
২০৯ - ৫ = ২০৪
২৯৯ - ১১ = ২৮৮
৪০৯ - ১৩ = ৩৯৬
এখন নির্ণীত বৃহত্তম সংখ্যাটি হবে ২০৪, ২৮৮ ও ৩৯৬ এর গ.সা.গু.।
২০৪ = ২ × ২ × ৩ × ১৭ = ২২ × ৩১ × ১৭১
২৮৮ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ = ২৫ × ৩২
৩৯৬ = ২ × ২ × ৩ × ৩ × ১১ = ২২ × ৩২ × ১১১
গ.সা.গু. হলো কমন উৎপাদকগুলোর সর্বনিম্ন ঘাত।
∴ গ.সা.গু. = ২২ × ৩১ = ১২
অতএব, নির্ণীত বৃহত্তম সংখ্যা = ১২।
0
Updated: 2 weeks ago
০.০০০১ এর বর্গমূল কত?
Created: 1 month ago
A
১.০
B
০.০০১
C
০.১
D
০.০১
প্রশ্ন: ০.০০০১ এর বর্গমূল কত?
সমাধান:
০.০০০১ এর বর্গমূল = √(০.০০০১)
= √(১/১০০০০)
= ১/১০০
= ০.০১
0
Updated: 1 month ago