GPRS-এর পূর্ণরূপ কী?
A
General Private Radio Service
B
General Public Radio System
C
Global Packet Radio Service
D
General Packet Radio Service
উত্তরের বিবরণ
GPRS (General Packet Radio Service) হলো 2G এবং 3G সেলুলার মোবাইল নেটওয়ার্কের একটি ডেটা সার্ভিস, যা GSM নেটওয়ার্কের আপগ্রেড সংস্করণ। এটি মোবাইল ফোন ব্যবহারকারীদের ইন্টারনেটের সঙ্গে সবসময় যুক্ত থাকার সুবিধা প্রদান করে এবং ই-মেইল, MMS (Multimedia Messaging Service) এবং সীমিত ইন্টারনেট ব্রাউজিং-এর মতো পরিষেবা ব্যবহার করতে সক্ষম করে।
-
মোবাইল ফোন প্রযুক্তি:
বর্তমানের মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়:১. GSM (Global System for Mobile Communication):
-
GSM হলো TDMA এবং FDMA-এর সম্মিলিত চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
-
এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের জন্য উচ্চগতির প্রযুক্তি যেমন GPRS এবং EDGE (Enhanced Data Rate for GSM Evolution) ব্যবহার করা হয়।
-
সেল কভারেজ এরিয়া প্রায় ৩৫ কিলোমিটার।
-
আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে।
২. CDMA (Code Division Multiple Access):
-
এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে।
-
ডেটা আদান-প্রদানের পদ্ধতিকে স্প্রেড স্পেকট্রাম বলা হয়।
-
মোবাইল অপারেটর সিটিসেল এই প্রযুক্তি ব্যবহার করে।
-
সেল কভারেজ এরিয়া প্রায় ১১০ কিলোমিটার।
-
আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই।
-
উৎস:

0
Updated: 19 hours ago
HTTP প্রটোকলের পূর্ণরূপ কী?
Created: 19 hours ago
A
Hyper Text Test Protocol
B
HyperText Transfer Protocol
C
High-level Text Transfer Protocol
D
HyperText Translation Protocol
HTTP (HyperText Transfer Protocol) হলো World Wide Web-এ ডেটা আদান-প্রদানের একটি মৌলিক প্রটোকল, যা ক্লায়েন্ট (ওয়েব ব্রাউজার) এবং সার্ভারের মধ্যে ডেটা স্থানান্তরের নিয়মাবলী নির্ধারণ করে। এটি ওয়েবের কার্যকারিতার মূল ভিত্তি।
-
HTTP:
-
HyperText Transfer Protocol এর সংক্ষিপ্ত নাম হলো HTTP।
-
এটি একটি অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল, যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে।
-
১৯৮৯ সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি CERN-এ কর্মরত অবস্থায় "Information Management: A Proposal" শিরোনামে একটি প্রস্তাবনা তৈরি করেন।
-
প্রস্তাবনায় তিনি HTTP ব্যবহার করে একটি নতুন ধরনের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির ধারণা দেন, যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হিসেবে বাস্তবায়িত হয়।
-
টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং HTTP-এর জনক হিসেবে পরিচিত।
-
নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে ইন্টারনেট বিশ্বের নানান দেশে বিস্তৃত হয়।
-
ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিকশিত হয়।
-
প্রতিটি ওয়েব অ্যাড্রেস (URL) সাধারণত http:// বা https:// দিয়ে শুরু হয়, যা HTTP প্রটোকলের ব্যবহার নির্দেশ করে।
-
-
HTTP-এর কাজ:
-
সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ নিশ্চিত করা।
-
ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়া।
-
সার্ভার থেকে প্রয়োজনীয় ডেটা, ছবি বা অন্যান্য তথ্য ব্রাউজারে নিয়ে আসা।
-
উৎস:

0
Updated: 19 hours ago
মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজির নাম কী?
Created: 19 hours ago
A
রিং টপোলজি
B
মেশ টপোলজি
C
স্টার টপোলজি
D
কোনোটিই নয়
তথ্য প্রযুক্তি
তথ্য (Information)
তথ্য প্রযুক্তি
নেটওয়ার্ক ডিভাইস (Network Device)
No subjects available.
মোবাইল নেটওয়ার্কের কাঠামো মূলত স্টার টপোলজি-এর উপর ভিত্তি করে তৈরি, যেখানে কেন্দ্রীয় হাবের সঙ্গে প্রতিটি মোবাইল ডিভাইস সরাসরি সংযুক্ত থাকে।
-
মোবাইল ফোন:
-
মোবাইল ফোনের জনক হলেন মার্টিন কুপার।
-
যুক্তরাষ্ট্রে Motorola DynaTAC (Total Access Communication System) নামে প্রথম হ্যান্ড-মোবাইল সেট চালু করা হয়।
-
১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করে, যা 1G-এর সূচনা।
-
মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচ ভাগে ভাগ করা হয়: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম।
-
-
স্টার টপোলজি:
-
একটি কেন্দ্রীয় নোড বা হাব থাকে এবং প্রতিটি ডিভাইস সেই কেন্দ্রীয় নোডের সঙ্গে সরাসরি যুক্ত থাকে।
-
মোবাইল নেটওয়ার্কে প্রতিটি বেস স্টেশন বা সেল টাওয়ার কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করে।
-
বেস স্টেশনের আওতাধীন প্রতিটি মোবাইল ফোন সেই কেন্দ্রীয় হাবের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে।
-
সেলুলার নেটওয়ার্কের মৌলিক কাঠামো স্টার টপোলজির মতো, যেখানে বেস স্টেশন কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
-
উৎস:

0
Updated: 19 hours ago
WiMAX কী ধরনের প্রযুক্তি?
Created: 14 hours ago
A
তারযুক্ত ব্রডব্যান্ড ইন্টারনেট
B
তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট
C
অপটিক্যাল ফাইবার ইন্টারনেট
D
স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর হলো খ) তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট।
WiMAX (Worldwide Interoperability for Microwave Access)
-
এটি একটি আধুনিক তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি, যা DSL বা তারযুক্ত ইন্টারনেটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
-
উচ্চগতির ইন্টারনেট সুবিধা প্রদান করে ১০–৫০ কিলোমিটার পর্যন্ত।
-
ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়।
-
IEEE স্ট্যান্ডার্ড: 802.16
-
ডেটা স্থানান্তরের গতি: ৮০–১০০০ Mbps
-
ব্যান্ডউইথ: ৩০–৭৫ Mbps
-
কভারেজ এরিয়া: ১০–৫০ কিলোমিটার
-
WiMAX-এর প্রধান অংশ দুটি:
১. বেস স্টেশন
২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার

0
Updated: 14 hours ago