কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
A
হাতি
B
কুমির
C
তিমি
D
বাদুর
উত্তরের বিবরণ
স্তন্যপায়ী প্রাণী
স্তন্যপায়ী প্রাণীরা এমন একটি বিশেষ শ্রেণির প্রাণী, যাদের শরীর লোমে আবৃত থাকে এবং যারা সাধারণত সন্তান প্রসব করে। জন্মের পর নবজাতক সন্তান মাতৃদুগ্ধ পান করে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। স্তন্যপায়ীদের এই দুধ উৎপাদনের ক্ষমতা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এদের হৃদযন্ত্র চার কক্ষে বিভক্ত, যা রক্ত সঞ্চালনে কার্যকর ভূমিকা রাখে।
উদাহরণ:
তিমি, বাদুড়, শুশুক, গরু, হাতি, মানুষ, কুকুর, বানর, ঘোড়া, ইঁদুর, জিরাফ ইত্যাদি প্রাণী স্তন্যপায়ী শ্রেণির অন্তর্গত।
সরীসৃপ শ্রেণির প্রাণী
সরীসৃপরা মূলত ভূমিতে বুকে ভর দিয়ে চলাফেরা করে থাকে। এরা ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা জন্ম নেয়। অধিকাংশ সরীসৃপের ত্বক খসখসে ও আঁশযুক্ত। শরীর সাধারণত ঠান্ডা রক্তবিশিষ্ট হওয়ায় এরা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভরশীল।
উদাহরণ:
সাপ, কুমির, ঘড়িয়াল, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি এবং বিলুপ্ত ডাইনোসরসহ আরও অনেক প্রাণী সরীসৃপ শ্রেণির অন্তর্ভুক্ত।
উৎস:
উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান (একাদশ-দ্বাদশ শ্রেণি)

0
Updated: 2 months ago