"In Memorium" was composed over a remarkably long period of...
A
Six months
B
Two years
C
Seventeen years
D
Forty-two years
উত্তরের বিবরণ
রচনার শুরু: কবিতার প্রথম ছন্দগুলি ১৮৩৩ সালে রচিত হয়, যখন তার ঘনিষ্ঠ বন্ধু আর্থার হেনরি হলামের হঠাৎ মৃত্যু ঘটে।
রচনার সমাপ্তি: কবিতাটি ১৮৫০ সালে প্রকাশিত হয়, হলামের মৃত্যুর সতেরো বছর পর।
শোকের প্রক্রিয়া: দীর্ঘ রচনার সময়কাল টেনিসনের শোক, সংশয় এবং faith-এ চূড়ান্ত পুনর্মিলনের জটিল প্রক্রিয়ার প্রতিফলন।
-
তিনি কবিতাটি রৈখিকভাবে লিখেননি, বরং ১৩৩টি পৃথক ক্যান্টো (অথবা অংশ) ধাপে ধাপে রচনা করেছেন, যখন তার স্মৃতি ও অনুভূতি উদ্ভূত হয়।
0
Updated: 1 month ago
The poem "Ulysses" can be interpreted as an allegory for:
Created: 1 month ago
A
The dangers of unchecked ambition
B
The importance of familial duty
C
The Victorian spirit of exploration, progress, and facing the unknown
D
The futility of human endeavor
The poem reflects the Victorian era's emphasis on pushing boundaries, seeking new knowledge, and continuing to strive despite age or past achievements. Ulysses's desire to "strive, to seek, to find, and not to yield" perfectly encapsulates this spirit.
0
Updated: 1 month ago
Which constellation is mentioned in the poem?
Created: 1 month ago
A
Orion
B
Hyades
C
Pleiades
D
Ursa Major
কবিতায় ইউলিসিস “the rainy Hyades” উল্লেখ করেন। Hyades একটি নক্ষত্রমণ্ডল যা প্রাচীন জ্যোতির্বিদ্যায় বর্ষার সাথে সম্পর্কিত। ইউলিসিস এই নক্ষত্রকে ব্যবহার করে তাঁর সমুদ্রযাত্রার কঠিন সময়ের কথা স্মরণ করেন, যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি তাঁকে কষ্ট দিয়েছে। এটি তাঁর দুঃসাহসী জীবনের একটি অংশ, যা শুধু আনন্দ নয়, কষ্ট ও বিপদেও পূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউলিসিস প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছেন এবং অভিজ্ঞতাকে গ্রহণ করেছেন, সেটা আনন্দ হোক বা দুঃখ।
3
Updated: 1 month ago
Which three mountain-tops are mentioned in the poem?
Created: 1 month ago
A
Covered with ash
B
Covered with gold
C
Covered with aged snow
D
Covered with flowers
নাবিকরা দূর থেকে যে তিনটি পাহাড় দেখে, সেগুলো “aged snow” দ্বারা আবৃত। এটি প্রাচীনতা, স্থায়িত্ব এবং সময়ের প্রবাহের প্রতীক। বরফ পাহাড়কে অপরিবর্তিত রাখে, আবার ঠান্ডা ও নিস্তব্ধ পরিবেশ তৈরি করে। টেনিসন এই চিত্র ব্যবহার করে নাবিকদের মনে স্থবিরতা ও স্থায়ী বিশ্রামের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন।
1
Updated: 1 month ago