The poem is not one long story but a collection of_____ cantos.
A
144
B
135
C
133
D
132
উত্তরের বিবরণ
কবিতাটি ১৩৩টি পৃথক ক্যান্টো (অথবা অংশ) নিয়ে গঠিত, যার সাথে একটি প্রস্তাবনা ও উপসংহারও রয়েছে।
-
ক্যান্টোগুলো ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে রচিত হয়, যখন টেনিসন তার বন্ধু আর্থার হেনরি হলামের মৃত্যু নিয়ে শোক প্রক্রিয়ায় ছিলেন।
-
প্রতিটি ক্যান্টো শোক, সংশয় এবং চূড়ান্ত স্বীকৃতির বিভিন্ন দিক অন্বেষণ করে।
-
এগুলো একটি সরল, রৈখিক ন্যারেটিভ হিসেবে উপস্থাপিত নয়, বরং বিচ্ছিন্ন প্রতিফলনগুলোর একটি ধারাবাহিক সিরিজ, যা মিলিতভাবে বক্তার আবেগমূলক যাত্রাকে ট্রেস করে।
0
Updated: 1 month ago
Who does Ulysses wish to meet in the Happy Isles?
Created: 1 month ago
A
Hector
B
Achilles
C
Agamemnon
D
Ajax
ইউলিসিস আশা করেন মৃত্যুর পর “Happy Isles”-এ গিয়ে তিনি মহান বীর অ্যাকিলিসকে দেখবেন। এটি গ্রীক পুরাণের বীরোচিত ঐতিহ্যকে বোঝায়। তাঁর অভিযাত্রী মন মৃত্যুর পরও বীরদের সঙ্গ কামনা করে।
1
Updated: 1 month ago
Why does Ulysses call himself “an idle king”?
Created: 1 month ago
A
Because he is powerless
B
Because he dislikes passive rule
C
Because he has lost his throne
D
Because he is too old to rule
কবিতার শুরুতেই ইউলিসিস নিজেকে “an idle king” বলে উল্লেখ করেন। এর মানে, তিনি রাজা হলেও শুধু ঘরে বসে আইন তৈরি করা এবং শাসন করা তার কাছে নিষ্ক্রিয়তা। তাঁর প্রজারা তাকে বোঝে না; তারা শুধু খায়, ঘুমায় আর সম্পদ জমায়।
ইউলিসিসের মন চায় অভিযান, ভ্রমণ, যুদ্ধ এবং জ্ঞানান্বেষণ। তাই তিনি রাজত্বকে অকর্মণ্যতা হিসেবে দেখেন। এই অভিব্যক্তির মাধ্যমে টেনিসন ইউলিসিসকে এমন এক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন, যিনি সাধারণ কর্তব্যের বাইরে গিয়ে জীবনকে পূর্ণতা দিতে চান।
0
Updated: 1 month ago
How does Ulysses view the idea of retirement in the poem?
Created: 4 weeks ago
A
He accepts it as a natural part of life
B
He finds it comforting and ideal for peace
C
He rejects it, believing that life should remain active and adventurous
D
He considers it as a way to spend time with his family
Ulysses কবিতায়, উলিসিস অবসর গ্রহণের ধারণাটিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বিশ্বাস করেন যে, জীবনের সার্থকতা শুধুমাত্র স্থির অবস্থায় এবং অবসর গ্রহণে নয়, বরং সেই জীবনে যেখানে চ্যালেঞ্জ, পরীক্ষা এবং নতুন অভিজ্ঞতার সন্ধান থাকে।
সে মনে করে, একজন মানুষ যতটা সম্ভব সক্রিয় থাকতে এবং নতুন কিছু অনুসন্ধান করতে পারে, ততই তার জীবনের মান বাড়ে। অবসর গ্রহণ তার কাছে এক ধরনের আত্মতৃপ্তি নয়, বরং জীবনের শেষ হওয়ার শুরু। সে বরং আরও বেশি অভিযান এবং অভিযানপ্রবণতার মাঝে তার জীবনের পূর্ণতা খুঁজে পেতে চায়।
0
Updated: 4 weeks ago