"In Memoriam" is a seminal work in English literature not only for its emotional depth but also for its contribution to:
A
The development of the novel.
B
The philosophical poem, engaging directly with contemporary intellectual debates.
C
Popular light verse.
D
Dramatic theatre.
উত্তরের বিবরণ
ভিক্টোরিয়ান বিশ্বাসের সংকট মোকাবিলা: In Memoriam রচনা করা হয়েছিল একটি সময়ে যখন বৈজ্ঞানিক আবিষ্কার প্রচলিত ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করছিল, বিশেষ করে ভূতত্ত্ব এবং প্রাথমিক বিবর্তন তত্ত্বে। টেনিসনের বক্তা খ্রিস্টীয় বিশ্বাসকে উদীয়মান বৈজ্ঞানিক ধারণার সঙ্গে কীভাবে মিলিয়ে নেয়া যায় তা নিয়ে সংগ্রাম করেন। এটি কবিতাকে সময়ের বৌদ্ধিক ও আধ্যাত্মিক উদ্বেগের সঙ্গে গভীর সংলাপ হিসেবে দাঁড় করায়।
-
ব্যক্তিগত শোকের বাইরে: যদিও কবিতাটি মূলত টেনিসনের বন্ধু আর্থার হেনরি হলামের মৃত্যু থেকে উদ্ভূত ব্যক্তিগত শোকের ভিত্তিতে লেখা, তিনি এটি জীবন, মৃত্যু ও বিশ্বাসের বিস্তৃত দার্শনিক প্রশ্নে প্রসারিত করেন।
-
তিনি অনুসন্ধান করেন যে, প্রকৃতির উদাসীন প্রক্রিয়ার অধীনে মানবজীবন কি কোনো বৃহত্তর উদ্দেশ্য রাখে কি না।
-
“একটি যুগের মাইক্রোকসম”: ব্যক্তিগত শোক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জনসাধারণের প্রতিফলনে রূপান্তর কবিতার গুরুত্বকে প্রতিষ্ঠিত করেছে।
-
এটি ১৯শ শতকের ভিক্টোরিয়ানদের জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে কাজ করে, যারা একই বৌদ্ধিক ও আধ্যাত্মিক দ্বিধার সঙ্গে সংগ্রাম করছিলেন, এবং কবিতাটি ছিল সেই সময়ের মানুষের শোক ও সংকটের ছোট প্রতিলিপি।
0
Updated: 1 month ago
"The Lotos-Eaters" serves as a thematic opposite to which other famous Tennyson poem?
Created: 1 month ago
A
The Charge of the Light Brigade
B
In Memoriam A.H.H.
C
The Lady of Shalott
D
Ulysses
“The Lotos-Eaters” কবিতার মূল বিষয় হলো কষ্টসাধ্য যাত্রা ত্যাগ করার প্রলুব্ধি এবং নিষ্ক্রিয় ও বাস্তবতা থেকে পালানোর জীবনকে স্বীকার করা।
-
নাবিকেরা লোটাস ফলের প্রভাবে তাদের যাত্রা স্থগিত করার এবং অলসতা গ্রহণের প্রলোভনে পড়ে।
এর বিপরীতে, “Ulysses” কবিতার মূল থিম হলো অদম্য মানবিক মনোভাব এবং বৃদ্ধ বয়সেও অভিযানের ও জ্ঞানার্জনের অবিরাম অনুসন্ধান।
-
উলিসিস তার বয়স ও ক্লান্তি সত্ত্বেও অজানা ও চ্যালেঞ্জের দিকে অগ্রসর হতে চায়।
এই দুই কবিতা জীবনের চ্যালেঞ্জের প্রতি বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করে: পিছপা হওয়া বনাম এগিয়ে যাওয়া।
0
Updated: 1 month ago
What literary device is in “Death closes all”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Personification
D
Hyperbole
“Death closes all” লাইনে মৃত্যু এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন সে মানুষ, যে দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ মৃত্যুকে মানবীয় বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এখানে মৃত্যু অনিবার্য, যা জীবনের সব সুযোগ-সম্ভাবনার ইতি টানে। এই ব্যক্তিকরণ (Personification) ইউলিসিসের দর্শনকে আরও শক্তিশালী করে তোলে—যে মৃত্যু অবধারিত হলেও তার আগে মহৎ কিছু করা উচিত।
0
Updated: 1 month ago
"Morte d'Arthur", is a poem by -
Created: 2 months ago
A
Charles Dickens
B
P. B. Shelley
C
Alfred Tennyson
D
John Milton
• Answer: Alfred Tennyson
• Morte d'Arthur
-
A poem based on the legend of King Arthur.
-
The central theme is loyalty and its expression through chivalry.
-
The poem emphasizes that loyalty to the king is the core purpose of a knight’s life.
-
It begins after Arthur's final battle, with the mortally wounded king accompanied by Sir Bedivere.
• Famous quotation:
-
"The old order changeth, yielding place to new."
• Lord Alfred Tennyson (1809–1892)
-
A leading poet of the Victorian period and its chief representative.
-
Appointed Poet Laureate of England in 1850.
-
Known for his melodious language and considered a lyric poet.
-
His elegy In Memoriam was written in memory of his close friend Arthur Henry Hallam.
• Other notable works:
-
Oenone, Ulysses, The Lotos-Eaters, Locksley Hall, In Memoriam, Morte d’Arthur, The Princess, The Two Voices, The Lady of Shalott.
Source: Britannica
0
Updated: 2 months ago