A central conflict in the poem "In Memoriam A.H.H", is Tennyson's struggle between his Christian faith and...
A
His desire to be a painter.
B
The rise of socialism.
C
New, disturbing scientific discoveries like geology and evolution.
D
The bad reviews from literary critics.
উত্তরের বিবরণ
টেনিসন নতুন বৈজ্ঞানিক তত্ত্বের প্রভাব নিয়ে চিন্তিত ছিলেন, বিশেষ করে ভূতত্ত্ব এবং বিবর্তন সম্পর্কিত তত্ত্ব, যা প্রচলিত ধর্মীয় বিশ্বাস এবং পৃথিবীর পূর্বনির্ধারিত বোঝাপড়াকে চ্যালেঞ্জ করছিল।
-
এই ধর্মীয় বিশ্বাস বনাম উদীয়মান বৈজ্ঞানিক জ্ঞান সংঘাতই “In Memoriam A.H.H.” কবিতার মূল থিমের একটি।
-
কবিতায় তিনি মানব জীবনের অর্থ, মৃত্যু এবং ঈশ্বরের ভূমিকা নিয়ে অন্তর্দৃষ্টি ও প্রশ্ন উত্থাপন করেন।
-
এটি টেনিসনের দর্শন এবং সৃজনশীল সংকটের প্রতিফলন, যেখানে সে বিশ্বাস ও যুক্তি, অনুভূতি ও বিজ্ঞানকে একত্রিত করার চেষ্টা করেন।
0
Updated: 1 month ago
"The Lotus-Eaters" serves as a powerful exploration of the temptation to...
Created: 1 month ago
A
Start a new business.
B
Escape from responsibility and duty.
C
Learn a new language.
D
Run a marathon.
“The Lotos-Eaters” কবিতার মূল থিম হলো অলসতা ও নিষ্ক্রিয়তার প্রলোভন এবং জীবনের কঠোর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার আকাঙ্ক্ষা।
-
দীর্ঘ যাত্রার ক্লান্ত নাবিকেরা লোটাসের প্রভাবে সৃষ্টি হওয়া বিস্মৃতি ও বিশ্রামের অবস্থাতে আকৃষ্ট হয়।
-
তারা এতটাই প্রলুব্ধ হয় যে নিজেদের দায়িত্ব ও কর্তব্য ত্যাগ করার চিন্তায় ফেলে।
-
কবিতাটি মূলত পরিশ্রমী জীবনের চাপ বনাম অলসতার প্রলোভনকে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago
What happens when the mariners taste the Lotos?
Created: 1 month ago
A
They become stronger
B
They forget home and toil
C
They dream of battles
D
They return to Ithaca
লোটাস খাওয়ার পর নাবিকরা তাদের মাতৃভূমি, পরিবার ও কর্তব্য ভুলে যায়। তাদের কাছে সমুদ্রের গর্জন দূরের বিলাপের মতো শোনায়, সঙ্গীদের কণ্ঠস্বরও সমাধির আওয়াজের মতো লাগে। তারা যেন আধো ঘুমে জেগে থাকে। এটি প্রতীকীভাবে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া ও বিশ্রামে ডুবে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করে।
0
Updated: 1 month ago
Who wrote In Memoriam?
Created: 2 months ago
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
William Wordsworth
0
Updated: 2 months ago