"In Memoriam" is a seminal work in English literature not only for its emotional depth but also for its contribution to:
A
The development of the novel.
B
The philosophical poem, engaging directly with contemporary intellectual debates.
C
Popular light verse.
D
Dramatic theatre.
উত্তরের বিবরণ
ভিক্টোরিয়ান বিশ্বাসের সংকট মোকাবিলা: In Memoriam রচনা করা হয়েছিল একটি সময়ে যখন বৈজ্ঞানিক আবিষ্কার প্রচলিত ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করছিল, বিশেষ করে ভূতত্ত্ব এবং প্রাথমিক বিবর্তন তত্ত্বে। টেনিসনের বক্তা খ্রিস্টীয় বিশ্বাসকে উদীয়মান বৈজ্ঞানিক ধারণার সঙ্গে কীভাবে মিলিয়ে নেয়া যায় তা নিয়ে সংগ্রাম করেন। এটি কবিতাকে সময়ের বৌদ্ধিক ও আধ্যাত্মিক উদ্বেগের সঙ্গে গভীর সংলাপ হিসেবে দাঁড় করায়।
-
ব্যক্তিগত শোকের বাইরে: যদিও কবিতাটি মূলত টেনিসনের বন্ধু আর্থার হেনরি হলামের মৃত্যু থেকে উদ্ভূত ব্যক্তিগত শোকের ভিত্তিতে লেখা, তিনি এটি জীবন, মৃত্যু ও বিশ্বাসের বিস্তৃত দার্শনিক প্রশ্নে প্রসারিত করেন।
-
তিনি অনুসন্ধান করেন যে, প্রকৃতির উদাসীন প্রক্রিয়ার অধীনে মানবজীবন কি কোনো বৃহত্তর উদ্দেশ্য রাখে কি না।
-
“একটি যুগের মাইক্রোকসম”: ব্যক্তিগত শোক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জনসাধারণের প্রতিফলনে রূপান্তর কবিতার গুরুত্বকে প্রতিষ্ঠিত করেছে।
-
এটি ১৯শ শতকের ভিক্টোরিয়ানদের জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে কাজ করে, যারা একই বৌদ্ধিক ও আধ্যাত্মিক দ্বিধার সঙ্গে সংগ্রাম করছিলেন, এবং কবিতাটি ছিল সেই সময়ের মানুষের শোক ও সংকটের ছোট প্রতিলিপি।

0
Updated: 20 hours ago
Who is Telemachus?
Created: 1 week ago
A
Ulysses’ comrade
B
Ulysses’ son
C
A Trojan warrior
D
A Greek god
কবিতায় টেলেম্যাকাসকে ইউলিসিসের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউলিসিস মনে করেন, রাজত্ব করার জন্য টেলেম্যাকাস উপযুক্ত। সে ধৈর্যশীল, বিচক্ষণ এবং ধর্মনিষ্ঠ। ইউলিসিস রাজকীয় দায়িত্ব তাকে অর্পণ করতে চান, যাতে তিনি নিজে আবার যাত্রায় বের হতে পারেন।

0
Updated: 1 week ago
What literary device is in “Death closes all”?
Created: 1 week ago
A
Simile
B
Metaphor
C
Personification
D
Hyperbole
“Death closes all” লাইনে মৃত্যু এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন সে মানুষ, যে দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ মৃত্যুকে মানবীয় বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এখানে মৃত্যু অনিবার্য, যা জীবনের সব সুযোগ-সম্ভাবনার ইতি টানে। এই ব্যক্তিকরণ (Personification) ইউলিসিসের দর্শনকে আরও শক্তিশালী করে তোলে—যে মৃত্যু অবধারিত হলেও তার আগে মহৎ কিছু করা উচিত।

0
Updated: 1 week ago
What is the major theme in Tennyson’s Ulysses?
Created: 1 month ago
A
Adventure and restlessness
B
Love and loss
C
War
D
Peace

0
Updated: 1 month ago