"In Memorium", The poet fears that his grief makes him like...
A
"An infant crying in the night."
B
A "king without a crown."
C
A "ship without a sail."
D
A "soldier in a forgotten war."
উত্তরের বিবরণ
“An infant crying in the night”-এ “night” আত্মিক সংশয় ও জীবন-মৃত্যুর বিষয়ক অস্পষ্টতার প্রতীক।
-
রাত্রে কাঁদা শিশু কবির নিজস্ব অনুভূতিকে প্রতিফলিত করে—ছোট, ভঙ্গুর এবং অত্যধিক শোকের মধ্যে হারিয়ে যাওয়া।
-
“An infant crying for the light” অংশটি শিশুর আলো খোঁজা-এর মাধ্যমে কবির দৈব সত্য, আধ্যাত্মিক জ্ঞান বা বন্ধুর মৃত্যুর উদ্দেশ্য বোঝার আকাঙ্ক্ষা প্রকাশ করে।
-
“And with no language but a cry” লাইনটি কবির গভীর শোক ও ব্যথাকে ফুটিয়ে তোলে।
-
কবি অনুভব করেন যে তার কবিতার শব্দও শেষ পর্যন্ত কেবল একটি আকস্মিক কান্না, যা পরিপূর্ণভাবে ব্যাখ্যা বা সান্ত্বনার উৎস নয়।
-
এই শক্তিশালী উপমা টেনিসনের বিশ্বাসের সংকট এবং শোকের কেন্দ্রকে তুলে ধরে, তার অভিভূত ও বিভ্রান্ত অনুভূতিকে দৃশ্যমান করে।

0
Updated: 20 hours ago
What is described as hateful in Choric Song IV?
Created: 1 week ago
A
Dark-blue sky and sea
B
Sunshine
C
Mountains
D
Islands
নাবিকরা বলে “Hateful is the dark-blue sky, vaulted o’er the dark-blue sea”। আকাশ ও সাগর তাদের কাছে ঘৃণার প্রতীক, কারণ এগুলো যাত্রা, শ্রম ও সংগ্রামের প্রতীক। আকাশ ও সমুদ্র সীমাহীন কষ্ট ও যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। তাদের কাছে প্রকৃত আনন্দ শান্তি, না যে এই অন্তহীন যাত্রা।

1
Updated: 1 week ago
Who wrote Tithonus?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
William Wordsworth

0
Updated: 1 month ago
Tithonus contrasts his own fate with that of the swan, which...
Created: 20 hours ago
A
Sings a beautiful song before it dies.
B
Lives for a thousand years.
C
Can be reborn from its own ashes.
D
Mates for life.
কবিতায় টিথোনাস তার “নিষ্ঠুর অমরত্ব” নিয়ে বিলাপ করেন এবং এটিকে প্রাকৃতিক মৃত্যুর চক্র ও ক্ষয়ের সঙ্গে তুলনা করেন।
-
তিনি লক্ষ্য করেন যে এমনকি সুইন, যা দীর্ঘায়ু এবং সৌন্দর্যের প্রতীক, শেষ পর্যন্ত মারা যায়।
-
“after many a summer dies the swan” লাইনটি মানুষের মৃত্যুময় জীবনের সঙ্গে আসে শান্তি এবং প্রাকৃতিক সমাপ্তিকে তুলে ধরে।
-
এর মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন যে মৃত্যু ও ক্ষয় মানবজীবনের অবশ্যম্ভাবী এবং প্রশান্তিদায়ক অংশ, যা টিথোনাসের অমরত্বের দুঃখের বিপরীতে অবস্থান করে।

0
Updated: 20 hours ago