একটি সেনা ছাউনিতে ২০০ জন সৈন্যের ৪০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ৫০ জন সৈন্য ছাউনি ত্যাগ করে চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে?
A
২০ দিন
B
৩০ দিন
C
৩৫ দিন
D
৪০ দিন
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সেনা ছাউনিতে ২০০ জন সৈন্যের ৪০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ৫০ জন সৈন্য ছাউনি ত্যাগ করে চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে?
সমাধান:
১০ দিন পর ৫০ জন সৈন্য চলে গেলে,
অবশিষ্ট দিন = ৪০ - ১০ = ৩০ দিন
অবশিষ্ট সৈন্য = ২০০ - ৫০ = ১৫০ জন
অবশিষ্ট খাদ্যে,
২০০ জন সৈন্যের চলবে = ৩০ দিন
∴ ১ জন সৈন্যের চলবে = (৩০ × ২০০) দিন
∴ ১৫০ জন সৈন্যের চলবে = (৩০ × ২০০)/১৫০ = ৪০ দিন
সুতরাং অবশিষ্ট খাদ্যে ৪০ দিন চলবে।
0
Updated: 1 month ago
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৬৯ হলে সংখ্যা দুইটি কত?
Created: 1 month ago
A
(৩৩, ৩৪)
B
(৩৪, ৩৫)
C
(৩৯, ৪০)
D
(৪৪, ৪৫)
প্রশ্ন: দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৬৯ হলে সংখ্যা দুইটি কত?
সমাধান:
ধরি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুইটি হলো ক এবং (ক + ১)
প্রশ্নমতে,
(ক + ১)২ - ক২ = ৬৯
⇒ ক২ + ২ক + ১ - ক২ = ৬৯
⇒ ২ক + ১ = ৬৯
⇒ ২ক = ৬৯ - ১
⇒ ২ক = ৬৮
⇒ ক = ৩৪
∴ সংখ্যা দুইটি হলো ৩৪ এবং (৩৪ + ১) বা ৩৫।
0
Updated: 1 month ago
একটি সংখ্যা ১১৫ থেকে যত বড়, ২০৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
১৬৫
B
১৫৫
C
১৬০
D
১৮০
প্রশ্ন: একটি সংখ্যা ১১৫ থেকে যত বড়, ২০৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি, সংখ্যাটি ক।
প্রশ্নমতে,
ক - ১১৫ = ২০৫ - ক
বা, ক + ক = ২০৫ + ১১৫
বা, ২ক = ৩২০
বা, ক = ৩২০ / ২
∴ ক = ১৬০
অতএব, সংখ্যাটি হলো ১৬০।
0
Updated: 1 month ago
একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭ জন। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
Created: 1 month ago
A
৪০ জন
B
৪২ জন
C
৩৬ জন
D
৩৮ জন
প্রশ্ন: একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
সমাধান:
ধরি, ডেকের যাত্রী ক জন
কেবিনের যাত্রী সংখ্যা ৪৭ - ক জন
ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা
কেবিনের ভাড়া = ৩০ × ২ টাকা
= ৬০ টাকা
প্রশ্নমতে,
৩০ক + ৬০ (৪৭ - ক) = ১৬৮০ টাকা
⇒ ৩০ক + ২৮২০ - ৬০ক = ১৬৮০
⇒ ২৮২০ - ৩০ক = ১৬৮০
⇒ ৩০ক = ২৮২০ - ১৬৮০
⇒ ৩০ক = ১১৪০
∴ ক = ৩৮
ডেকের যাত্রী ৩৮ জন
0
Updated: 1 month ago