A central conflict in the poem "In Memoriam A.H.H", is Tennyson's struggle between his Christian faith and...
A
His desire to be a painter.
B
The rise of socialism.
C
New, disturbing scientific discoveries like geology and evolution.
D
The bad reviews from literary critics.
উত্তরের বিবরণ
টেনিসন নতুন বৈজ্ঞানিক তত্ত্বের প্রভাব নিয়ে চিন্তিত ছিলেন, বিশেষ করে ভূতত্ত্ব এবং বিবর্তন সম্পর্কিত তত্ত্ব, যা প্রচলিত ধর্মীয় বিশ্বাস এবং পৃথিবীর পূর্বনির্ধারিত বোঝাপড়াকে চ্যালেঞ্জ করছিল।
-
এই ধর্মীয় বিশ্বাস বনাম উদীয়মান বৈজ্ঞানিক জ্ঞান সংঘাতই “In Memoriam A.H.H.” কবিতার মূল থিমের একটি।
-
কবিতায় তিনি মানব জীবনের অর্থ, মৃত্যু এবং ঈশ্বরের ভূমিকা নিয়ে অন্তর্দৃষ্টি ও প্রশ্ন উত্থাপন করেন।
-
এটি টেনিসনের দর্শন এবং সৃজনশীল সংকটের প্রতিফলন, যেখানে সে বিশ্বাস ও যুক্তি, অনুভূতি ও বিজ্ঞানকে একত্রিত করার চেষ্টা করেন।

0
Updated: 20 hours ago
What philosophical question is raised in Choric Song IV?
Created: 1 week ago
A
Why must life be labour?
B
Why must gods exist?
C
Why must man seek glory?
D
Why must stars fade?
নাবিকরা প্রশ্ন করে—“Death is the end of life; ah, why / Should life all labour be?” অর্থাৎ, যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন কেন জীবন কেবল পরিশ্রম ও কষ্টে ভরা হবে? এই প্রশ্ন মানবজীবনের মৌলিক দর্শনকে স্পর্শ করে। এটি মূল দ্বন্দ্ব—দায়িত্ব বনাম বিশ্রামের প্রতিফলন।

0
Updated: 1 week ago
Which phrase describes the land where the mariners arrive?
Created: 1 week ago
A
“Always morning”
B
“Always afternoon”
C
“Always twilight”
D
“Always night”
নাবিকরা যে দেশে পৌঁছায় সেটিকে বর্ণনা করা হয়েছে “Always afternoon” হিসেবে। বিকেলের সময় মানে ক্লান্তি, স্থবিরতা ও নিস্তেজতার প্রতীক। সকাল যেমন কর্মশক্তির প্রতীক, বিকেল হলো সেই শক্তির ক্ষয়। টেনিসন এখানে প্রতীকীভাবে এমন একটি ভূমি এঁকেছেন, যেখানে সময় থেমে আছে। এখানে শ্রম নেই, কেবল বিশ্রাম ও অবসাদ। এটি মূলত নাবিকদের মানসিক অবস্থার প্রতিফলন, যারা ক্লান্ত জীবনের দায়িত্ব ভুলে বিশ্রামে মিশে যেতে চায়।

1
Updated: 1 week ago
The poem "Ulysses" can be interpreted as an allegory for:
Created: 21 hours ago
A
The dangers of unchecked ambition
B
The importance of familial duty
C
The Victorian spirit of exploration, progress, and facing the unknown
D
The futility of human endeavor
The poem reflects the Victorian era's emphasis on pushing boundaries, seeking new knowledge, and continuing to strive despite age or past achievements. Ulysses's desire to "strive, to seek, to find, and not to yield" perfectly encapsulates this spirit.

0
Updated: 21 hours ago