Which of the following poetic forms does "In Memoriam" predominantly employ?
A
Sonnet
B
Spenserian Stanza
C
Rhyming quatrains (ABAB)
D
Blank verse
উত্তরের বিবরণ
“In Memoriam A.H.H.” কবিতাটি তার অদ্বিতীয় “In Memoriam Stanza” এর জন্য পরিচিত, যা একটি চতুর্ভুজ (quatrain) চার লাইনের ছন্দ এবং ABBA রাইম স্কিম ও iambic tetrameter ব্যবহার করে তৈরি।
-
এটি রাইমিং চতুর্ভুজ, তবে ABAB নয়, বরং ABBA রাইম স্কিমে লেখা।
-
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে Rhyming quatrains (ABAB) সবচেয়ে কাছাকাছি হলেও, সঠিকভাবে বলা যায় এটি ABBA রাইম স্টানজা।
-
এই স্টানজা কবিতার সংগঠন ও ছন্দের বৈশিষ্ট্যকে বিশেষভাবে চিহ্নিত করে।

0
Updated: 20 hours ago
What is the main idea of The Lotos-Eaters?
Created: 1 month ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 1 month ago
"In Memorium", The poet fears that his grief makes him like...
Created: 20 hours ago
A
"An infant crying in the night."
B
A "king without a crown."
C
A "ship without a sail."
D
A "soldier in a forgotten war."
“An infant crying in the night”-এ “night” আত্মিক সংশয় ও জীবন-মৃত্যুর বিষয়ক অস্পষ্টতার প্রতীক।
-
রাত্রে কাঁদা শিশু কবির নিজস্ব অনুভূতিকে প্রতিফলিত করে—ছোট, ভঙ্গুর এবং অত্যধিক শোকের মধ্যে হারিয়ে যাওয়া।
-
“An infant crying for the light” অংশটি শিশুর আলো খোঁজা-এর মাধ্যমে কবির দৈব সত্য, আধ্যাত্মিক জ্ঞান বা বন্ধুর মৃত্যুর উদ্দেশ্য বোঝার আকাঙ্ক্ষা প্রকাশ করে।
-
“And with no language but a cry” লাইনটি কবির গভীর শোক ও ব্যথাকে ফুটিয়ে তোলে।
-
কবি অনুভব করেন যে তার কবিতার শব্দও শেষ পর্যন্ত কেবল একটি আকস্মিক কান্না, যা পরিপূর্ণভাবে ব্যাখ্যা বা সান্ত্বনার উৎস নয়।
-
এই শক্তিশালী উপমা টেনিসনের বিশ্বাসের সংকট এবং শোকের কেন্দ্রকে তুলে ধরে, তার অভিভূত ও বিভ্রান্ত অনুভূতিকে দৃশ্যমান করে।

0
Updated: 20 hours ago
Ulysses dismisses his "savage race" and the "unequal laws unto a savage race" primarily because he perceives them as:
Created: 21 hours ago
A
Rebellious and disloyal
B
Uninterested in his grand adventures and intellectual pursuits
C
Too demanding of his time and attention
D
Incapable of understanding complex governance
চরিত্রটির অবহেলাপূর্ণ ভঙ্গি মূলত এসেছে তার দৃষ্টিভঙ্গি থেকে। সে মনে করে তার জনগণ তার মতো বুদ্ধিবৃত্তিক বা সাহসী স্তরে পৌঁছাতে সক্ষম নয়। তাদের জীবনযাত্রা তার কাছে নিছক সাধারণ ও তুচ্ছ বলে মনে হয়।
-
সে মনে করে জনগণ কেবল “hoard, and sleep, and feed”—এই ধরনের দৈনন্দিন কাজে সীমাবদ্ধ।
-
তাদের মধ্যে সেই মহৎ অভিজ্ঞতা ও জ্ঞান উপলব্ধি করার ক্ষমতা নেই, যা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
জনগণের দৈনন্দিন জীবন ও চিন্তার সঙ্গে তার কোনো মানসিক সংযোগ তৈরি হয় না।
-
তাদের উদ্বেগ ও সাধারণ বিষয়গুলোকে সে তুচ্ছ মনে করে।
-
তার নিজস্ব লক্ষ্য সবসময় অজানাকে আবিষ্কার করা এবং গভীরতর জ্ঞান অর্জন করা।

0
Updated: 21 hours ago