একটি সেনা ছাউনিতে ২০০ জন সৈন্যের ৪০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ৫০ জন সৈন্য ছাউনি ত্যাগ করে চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে?
A
২০ দিন
B
৩০ দিন
C
৩৫ দিন
D
৪০ দিন
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সেনা ছাউনিতে ২০০ জন সৈন্যের ৪০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ৫০ জন সৈন্য ছাউনি ত্যাগ করে চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে?
সমাধান:
১০ দিন পর ৫০ জন সৈন্য চলে গেলে,
অবশিষ্ট দিন = ৪০ - ১০ = ৩০ দিন
অবশিষ্ট সৈন্য = ২০০ - ৫০ = ১৫০ জন
অবশিষ্ট খাদ্যে,
২০০ জন সৈন্যের চলবে = ৩০ দিন
∴ ১ জন সৈন্যের চলবে = (৩০ × ২০০) দিন
∴ ১৫০ জন সৈন্যের চলবে = (৩০ × ২০০)/১৫০ = ৪০ দিন
সুতরাং অবশিষ্ট খাদ্যে ৪০ দিন চলবে।

0
Updated: 20 hours ago
একটি লোকাল বাস কোনো পথের অর্ধেক দূরত্ব ঘণ্টায় ১৫ কি.মি. বেগে এবং বাকি অর্ধেক পথ ঘণ্টায় ২০ কি.মি. বেগে চললে ঐ পথ অতিক্রম করতে বাসটির মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের মোট দূরত্ব কত?
Created: 20 hours ago
A
৬০ কি.মি.
B
১০০ কি.মি.
C
১২০ কি.মি.
D
২৪০ কি.মি.
প্রশ্ন: একটি লোকাল বাস কোনো পথের অর্ধেক দূরত্ব ঘণ্টায় ১৫ কি.মি. বেগে এবং বাকি অর্ধেক পথ ঘণ্টায় ২০ কি.মি. বেগে চললে ঐ পথ অতিক্রম করতে বাসটির মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের মোট দূরত্ব কত?
সমাধান:
ধরি,
পথের মোট দূরত্ব = ২ক কি.মি.
বাসটি প্রথম অর্ধেক পথ অতিক্রম করতে সময় লাগে = ক/১৫ ঘণ্টা
দ্বিতীয় অর্ধেক পথ অতিক্রম করতে সময় লাগে = ক/২০ ঘণ্টা
প্রশ্নমতে,
(ক/১৫) + (ক/২০) = ৭
⇒ (৪ক + ৩ক)/৬০ = ৭
⇒ ৭ক = ৪২০
⇒ ক = ৪২০/৭
⇒ ক = ৬০
∴ পথের মোট দূরত্ব = (২ × ৬০) কি.মি. = ১২০ কি.মি.

0
Updated: 20 hours ago
১২ টি চেয়ার ও ৮ টি টেবিলের মূল্য সমান। ৫ টি চেয়ার ও ২ টি টেবিলের মূল্য ২০০০ টাকা হলে ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মূল্য কত?
Created: 20 hours ago
A
৩৪০০ টাকা
B
৩৬২৫ টাকা
C
৩৬৫০ টাকা
D
৩৭৫০ টাকা
প্রশ্ন: ১২ টি চেয়ার ও ৮ টি টেবিলের মূল্য সমান। ৫ টি চেয়ার ও ২ টি টেবিলের মূল্য ২০০০ টাকা হলে ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মূল্য কত?
সমাধান:
ধরি,
১ টি চেয়ারের মূল্য = ক টাকা
১ টি টেবিলের মূল্য = খ টাকা
প্রশ্নমতে,
৮খ = ১২ক
⇒ খ = (১২ক/৮)
⇒ খ = (৩ক/২)
দেওয়া আছে,
৫ক + ২খ = ২০০০
⇒ ৫ক + ২(৩ক/২) = ২০০০
⇒ ৫ক + ৩ক = ২০০০
⇒ ৮ক = ২০০০
⇒ ক = ২০০০/৮
⇒ ক = ২৫০
সুতরাং ১ টি চেয়ারের মূল্য = ২৫০ টাকা
∴ ১ টি টেবিলের মূল্য = (৩ক/২) = (৩× ২৫০)/২ = ৩৭৫ টাকা
এখন, ৬ টি চেয়ারের মূল্য = (৬ × ২৫০) টাকা = ১৫০০ টাকা
এবং
৬ টি টেবিলের মূল্য = (৬ × ৩৭৫) টাকা = ২২৫০ টাকা
অতএব, ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মোট মূল্য = ( ১৫০০ + ২২৫০ ) = ৩৭৫০ টাকা

0
Updated: 20 hours ago
দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুণফল ১২ হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 week ago
A
১/১৮
B
২/৩
C
১/৬
D
১/৯
প্রশ্ন: দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুণফল ১২ হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
দুটি ছক্কা একসাথে নিক্ষেপে মোট ঘটনা = ৬২ = ৩৬ টি
দুটির সংখ্যার গুণফল ১২ হওয়ার অনুকূল ঘটনা = (২,৬) ও (৬,২), (৩, ৪), (৪, ৩) = ৪ টি
∴ সম্ভাবনা = ৪/৩৬= ১/৯

0
Updated: 1 week ago