To whom is Tithonus speaking throughout the poem?
A
His son, Memnon
B
Zeus, king of the gods
C
Aurora, goddess of the dawn
D
The Muses of poetry
উত্তরের বিবরণ
“Tithonus” একটি নাট্যক মনোলগ, যেখানে টিথোনাস সরাসরি তার অমর প্রেমিকা অরোরা-কে সম্বোধন করেন।
-
তিনি তার পশ্চাতাপ ও যন্ত্রণার কথা বলেন এবং তার অবিরাম বৃদ্ধিকে তার চিরন্তন যুবতীর সঙ্গে তুলনা করেন।
-
অরোরা-এর নীরব ও কান্নাভরা উপস্থিতি তার ভাগ্যের স্থায়ী স্মরণ হিসেবে কাজ করে।
-
কবিতাটি মূলত অমরত্বের করুণতা এবং মানবিক দুর্বলতার প্রতিফলন তুলে ধরে।
0
Updated: 1 month ago
What happens when the mariners taste the Lotos?
Created: 1 month ago
A
They become stronger
B
They forget home and toil
C
They dream of battles
D
They return to Ithaca
লোটাস খাওয়ার পর নাবিকরা তাদের মাতৃভূমি, পরিবার ও কর্তব্য ভুলে যায়। তাদের কাছে সমুদ্রের গর্জন দূরের বিলাপের মতো শোনায়, সঙ্গীদের কণ্ঠস্বরও সমাধির আওয়াজের মতো লাগে। তারা যেন আধো ঘুমে জেগে থাকে। এটি প্রতীকীভাবে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া ও বিশ্রামে ডুবে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করে।
0
Updated: 1 month ago
What is the theme of The Lotos-Eaters?
Created: 2 months ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power
0
Updated: 2 months ago
"Tithonus"s central theme explores the ironic tragedy of a gift that, without a crucial accompanying element, becomes a curse. This theme is primarily about the nature of:
Created: 1 month ago
A
Love and loss.
B
Ambition and its unforeseen consequences.
C
Power and corruption.
D
Beauty and ugliness.
টিথোনাসের অমরত্বের আকাঙ্ক্ষা, যদিও অরোরা-এর প্রতি ভালোবাসা দ্বারা প্রণোদিত, একটি মৃত্যুমানের সীমা অতিক্রম করা উচ্চাকাঙ্ক্ষা হিসেবে দেখা যায়।
-
তিনি জীবন ও মৃত্যুর প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করতে চেয়েছিলেন, তবে এর দুর্ঘটনাপূর্ণ পরিণতি পূর্বানুমান করতে পারেননি।
-
তার ইচ্ছা, যা অসম্পূর্ণভাবে পূর্ণ হয়েছিল, তাকে চিরস্থায়ী ক্ষয়ের অবস্থায় বন্দি করে।
-
এটি তার উচ্চাকাঙ্ক্ষার দুঃখজনক ও ব্যঙ্গাত্মক ফলাফলকে স্পষ্টভাবে তুলে ধরে।
0
Updated: 1 month ago