"I am a part of all that I have met"- who said this?
A
Tithonus
B
Ulysses
C
Lotus Eaters
D
Dante
উত্তরের বিবরণ
উলিসিসের উক্তিটি তার বিস্তীর্ণ অভিযানের মধ্য দিয়ে অর্জিত জ্ঞান এবং স্ব-পরিচয়ের প্রতিফলন প্রকাশ করে। “I am a part of all that I have met; Yet all experience is an arch where thro' Gleams that untravell'd world” লাইনটি দেখায় যে তার অভিজ্ঞতাগুলি তাকে গড়ে তুলেছে এবং একই সঙ্গে নতুন অনুসন্ধানের তৃষ্ণাও জাগিয়েছে।
-
“I am a part of all that I have met” অংশটি দেখায় যে প্রত্যেকটি সাক্ষাৎ এবং যাত্রা তার পরিচয় গঠনে অবদান রেখেছে।
-
উলিসিসের চরিত্র কেবল তার জন্ম বা স্বাভাবিক বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত নয়, বরং মানুষ, স্থান এবং ঘটনা যা সে দেখেছে, সেগুলির প্রতিফলনও তার অংশ।
-
তার ভ্রমণ এবং অভিজ্ঞতা তার স্ব-উদ্ভাবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
-
“Yet all experience is an arch where thro' Gleams that untravell'd world” অংশটি আরও ব্যাখ্যা করে যে, বিস্তীর্ণ যাত্রার পরও অজানার অন্বেষণ অব্যাহত।
-
অভিজ্ঞতা এখানে শেষ লক্ষ্য নয়, বরং নতুন সম্ভাবনা এবং আত্ম-উদ্ভাবনের পথ।
-
“Untravell'd world” অজানা ও চিরস্থায়ী বৃদ্ধি এবং আত্ম-অন্বেষণের সম্ভাবনাকে প্রতীকী করে।

0
Updated: 20 hours ago
What is the main idea of The Lotos-Eaters?
Created: 1 month ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 1 month ago
What is compared to “a sinking star” in the poem?
Created: 1 week ago
A
Death
B
Knowledge
C
Fame
D
Love
ইউলিসিস বলেন—“To follow knowledge like a sinking star”। এখানে জ্ঞানকে তুলনা করা হয়েছে অস্তগামী নক্ষত্রের সাথে। নক্ষত্রের মতো জ্ঞানও দূরের, অজানার প্রতীক। মানুষ যতই জ্ঞান অনুসরণ করে, তা ততই সরে যায়, কিন্তু এই অনুসন্ধান কখনো থামে না। ইউলিসিস বার্ধক্যেও মনে করেন, মৃত্যুর আগ পর্যন্ত নতুন কিছু জানার চেষ্টা চালিয়ে যেতে হবে।

1
Updated: 1 week ago
Which poet wrote In Memoriam?
Created: 1 month ago
A
Matthew Arnold
B
Robert Browning
C
Alfred Tennyson
D
William Wordsworth

0
Updated: 1 month ago