The opening line of "Tithonus", "the woods decay, the woods decay and fall," establishes what theme?
A
The beauty of autumn
B
The natural cycle of life and death
C
Tithonus's skill as a woodsman
D
The power of the gods over nature
উত্তরের বিবরণ
কবিতার প্রথম লাইনেই বিশ্বের প্রাকৃতিক ক্ষয় ও পুনর্নবীকরণের ধারাবাহিক প্রক্রিয়া এবং টিথোনাসের অপ্রাকৃতিক, অনন্ত অস্তিত্বের মধ্যে একটি বিরোধ তৈরি হয়।
-
এটি তার বিলাপের পরিপ্রেক্ষিত স্থাপন করে, যেখানে সে zaz দেখে অভিমান করে যে বন এবং অন্যান্য মৃত্যুমানবীয় জিনিসগুলো তাদের প্রাকৃতিক চক্র সম্পূর্ণ করে এবং মৃত্যুর মধ্যে বিশ্রাম পায়।
-
লাইনটি টিথোনাসের অমরত্বের দুঃখ ও প্রাকৃতিক মৃত্যুর শান্তির প্রতি আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
Why does Ulysses call himself “an idle king”?
Created: 1 month ago
A
Because he is powerless
B
Because he dislikes passive rule
C
Because he has lost his throne
D
Because he is too old to rule
কবিতার শুরুতেই ইউলিসিস নিজেকে “an idle king” বলে উল্লেখ করেন। এর মানে, তিনি রাজা হলেও শুধু ঘরে বসে আইন তৈরি করা এবং শাসন করা তার কাছে নিষ্ক্রিয়তা। তাঁর প্রজারা তাকে বোঝে না; তারা শুধু খায়, ঘুমায় আর সম্পদ জমায়।
ইউলিসিসের মন চায় অভিযান, ভ্রমণ, যুদ্ধ এবং জ্ঞানান্বেষণ। তাই তিনি রাজত্বকে অকর্মণ্যতা হিসেবে দেখেন। এই অভিব্যক্তির মাধ্যমে টেনিসন ইউলিসিসকে এমন এক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন, যিনি সাধারণ কর্তব্যের বাইরে গিয়ে জীবনকে পূর্ণতা দিতে চান।
0
Updated: 1 month ago
What phrase shows Ulysses’ bond with his sailors?
Created: 1 month ago
A
“Free hearts, free foreheads”
B
“An aged wife”
C
“Savage race”
D
“Eternal silence”
ইউলিসিস তাঁর নাবিকদের বর্ণনা করতে বলেন—“Free hearts, free foreheads”। এটি নাবিকদের সাহসী, স্বাধীনচেতা ও দৃঢ় মনোভাবকে প্রকাশ করে। তারা ঝড়-বৃষ্টি, যুদ্ধ ও কষ্টকে আনন্দের সাথে গ্রহণ করেছে। এই বাক্যবন্ধ ইউলিসিসের সহযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ও একাত্মতাকে দেখায়।
0
Updated: 1 month ago
Who wrote In Memoriam?
Created: 2 months ago
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
William Wordsworth
0
Updated: 2 months ago