"In Memoriam A.H.H.", the entire, massive poem is an elegy mourning the death of Tennyson's...
A
Beloved dog
B
Close friend, Arthur Henry Hallam
C
First publisher
D
Fictional character
উত্তরের বিবরণ
কবিতার পূর্ণ শিরোনাম হলো “In Memoriam A.H.H.”, যেখানে A.H.H. হলো আরথার হেনরি হলম।
-
হলম ছিলেন টেনিসনের ক্যামব্রিজের ঘনিষ্ঠ বন্ধু।
-
১৮৩৩ সালে তার হঠাৎ মৃত্যু টেনিসনের জন্য একটি ব্যক্তিগত এবং সৃজনশীল সংকট সৃষ্টি করে।
-
কবিতাটি মূলত তার বন্ধুর প্রতি শোক এবং স্মরণকে কেন্দ্র করে লেখা হয়েছে।

0
Updated: 20 hours ago
Tithonus contrasts his own fate with that of the swan, which...
Created: 21 hours ago
A
Sings a beautiful song before it dies.
B
Lives for a thousand years.
C
Can be reborn from its own ashes.
D
Mates for life.
কবিতায় টিথোনাস তার “নিষ্ঠুর অমরত্ব” নিয়ে বিলাপ করেন এবং এটিকে প্রাকৃতিক মৃত্যুর চক্র ও ক্ষয়ের সঙ্গে তুলনা করেন।
-
তিনি লক্ষ্য করেন যে এমনকি সুইন, যা দীর্ঘায়ু এবং সৌন্দর্যের প্রতীক, শেষ পর্যন্ত মারা যায়।
-
“after many a summer dies the swan” লাইনটি মানুষের মৃত্যুময় জীবনের সঙ্গে আসে শান্তি এবং প্রাকৃতিক সমাপ্তিকে তুলে ধরে।
-
এর মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন যে মৃত্যু ও ক্ষয় মানবজীবনের অবশ্যম্ভাবী এবং প্রশান্তিদায়ক অংশ, যা টিথোনাসের অমরত্বের দুঃখের বিপরীতে অবস্থান করে।

0
Updated: 21 hours ago
While Ulysses is a novel by James Joyce, the poem titled Ulysses was written by -
Created: 3 weeks ago
A
T. S. Eliot
B
J. M. Synge
C
W. B. Yeats
D
Lord Alfred Tennyson
• While Ulysses is a novel by James Joyce, the poem titled Ulysses was written by – Alfred Lord Tennyson.
• Ulysses (poem)
-
কবিতাটি blank-verse এ লেখা।
-
লেখা হয় ১৮৩৩ সালে এবং প্রকাশিত হয় Poems (1842) দুই খণ্ডের সংকলনে।
-
হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রাণিত।
-
এটি মূলত একটি Dramatic Monologue।
-
বিখ্যাত উক্তি:
-
“Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield.”
-
“I will never rest from travels; I will drink life to the lees.”
-
• Lord Alfred Tennyson (1809–1892)
-
Victorian Period-এর অন্যতম প্রধান কবি।
-
1850 সালে Poet Laureate নিযুক্ত হন।
-
তাঁর Melodious language এর জন্য প্রসিদ্ধ; তাকে Lyric Poet বলা হয়।
-
In Memoriam – এক elegy, তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর শোকে রচিত।
• His Famous Poems
-
Oenone, Ulysses, The Lotos-Eaters, Locksley Hall, In Memoriam, Morte D'Arthur, The Princess, The Two Voices, The Lady of the Shalott ইত্যাদি।
• Famous Comedies
-
Queen Mary, The Falcon।
• Ulysses (novel)
-
James Joyce রচিত, প্রকাশিত ১৯২২ সালে।
-
Stylistically dense and exhilarating, English Literature-এ একটি masterpiece।
-
Homer's Odyssey এর আধুনিক ভার্সন হিসেবে বিবেচিত।
-
কাহিনী: ডাবলিনে একদিনের (১৬ জুন, ১৯০৪) ঘটনা বর্ণনা, কিন্তু ঘটনাবলি বিস্তৃত।
-
পৃষ্ঠা সংখ্যা: ৭৮৩।
-
Three central characters:
-
Stephen Dedalus → Telemachus-এর আধুনিক রূপ
-
Leopold Bloom → Ulysses/Odysseus-এর আধুনিক রূপ
-
Molly Bloom → Penelope-এর আধুনিক রূপ
-
• James Joyce
-
জন্ম: ১৮৮২।
-
একজন আইরিশ Novelist, Poet, এবং Short Story Writer।
-
Modern Period-এর বিখ্যাত Novelist।
-
Ulysses হলো বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
-
পরিচিত Stream-of-consciousness Narrative Technique-এর জন্য।
-
Dubliners (1914) – ১৫টি ছোট গল্পের সংকলন।
• Notable Works
Short Stories:
-
After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case ইত্যাদি।
Plays:
-
Exiles
Poems:
-
Chamber Music, I Hear an Army, Penyeach
Source: Britannica, An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 3 weeks ago
Which of the following poetic forms does "In Memoriam" predominantly employ?
Created: 20 hours ago
A
Sonnet
B
Spenserian Stanza
C
Rhyming quatrains (ABAB)
D
Blank verse
“In Memoriam A.H.H.” কবিতাটি তার অদ্বিতীয় “In Memoriam Stanza” এর জন্য পরিচিত, যা একটি চতুর্ভুজ (quatrain) চার লাইনের ছন্দ এবং ABBA রাইম স্কিম ও iambic tetrameter ব্যবহার করে তৈরি।
-
এটি রাইমিং চতুর্ভুজ, তবে ABAB নয়, বরং ABBA রাইম স্কিমে লেখা।
-
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে Rhyming quatrains (ABAB) সবচেয়ে কাছাকাছি হলেও, সঠিকভাবে বলা যায় এটি ABBA রাইম স্টানজা।
-
এই স্টানজা কবিতার সংগঠন ও ছন্দের বৈশিষ্ট্যকে বিশেষভাবে চিহ্নিত করে।

0
Updated: 20 hours ago