"Tithonus"s central theme explores the ironic tragedy of a gift that, without a crucial accompanying element, becomes a curse. This theme is primarily about the nature of:
A
Love and loss.
B
Ambition and its unforeseen consequences.
C
Power and corruption.
D
Beauty and ugliness.
উত্তরের বিবরণ
টিথোনাসের অমরত্বের আকাঙ্ক্ষা, যদিও অরোরা-এর প্রতি ভালোবাসা দ্বারা প্রণোদিত, একটি মৃত্যুমানের সীমা অতিক্রম করা উচ্চাকাঙ্ক্ষা হিসেবে দেখা যায়।
-
তিনি জীবন ও মৃত্যুর প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করতে চেয়েছিলেন, তবে এর দুর্ঘটনাপূর্ণ পরিণতি পূর্বানুমান করতে পারেননি।
-
তার ইচ্ছা, যা অসম্পূর্ণভাবে পূর্ণ হয়েছিল, তাকে চিরস্থায়ী ক্ষয়ের অবস্থায় বন্দি করে।
-
এটি তার উচ্চাকাঙ্ক্ষার দুঃখজনক ও ব্যঙ্গাত্মক ফলাফলকে স্পষ্টভাবে তুলে ধরে।
0
Updated: 1 month ago
The poem In Memoriam A.H.H. was written to mourn the death of—
Created: 3 weeks ago
A
Lord Byron
B
Arthur Henry Hallam
C
John Keats
D
Abraham Lincoln
In Memoriam A.H.H. হলো Alfred Tennyson রচিত একটি বিখ্যাত elegy বা শোকগাথা, যা তিনি তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুশোকে লিখেছিলেন। এই কবিতাটি ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে রচিত হয় এবং ১৮৫০ সালে এটি anonymously প্রকাশিত হয়। পুরো কবিতাটি ১৩১টি section, একটি prologue এবং একটি epilogue নিয়ে গঠিত। এতে কবি জীবনের অনিত্যতা, মৃত্যুর বেদনা এবং মৃত্যুর পর আত্মার অমরত্ব সম্পর্কে গভীর দার্শনিক চিন্তা প্রকাশ করেছেন। কবিতাটি প্রকাশের পর Tennyson-কে অসীম জনপ্রিয়তা এবং সাহিত্যিক স্বীকৃতি এনে দেয়।
Lord Alfred Tennyson (১৮০৯–১৮৯২) ছিলেন Victorian যুগের প্রধান কবি, যাকে এই সময়ের Chief Representative বলা হয়। তিনি ১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate হিসেবে নিযুক্ত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর কবিতার ভাষা ছিল অত্যন্ত সুরেলা ও কাব্যময় (Melodious language), যার জন্য তাঁকে প্রায়ই Lyric Poet হিসেবে অভিহিত করা হয়। “In Memoriam A.H.H.” তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা, যা বন্ধুত্ব, মৃত্যু ও বিশ্বাসের এক মর্মস্পর্শী প্রতিফলন।
Tennyson-এর বিখ্যাত কবিতাসমূহ:
-
Oenone
-
Ulysses
-
The Lotos-Eaters
-
Locksley Hall
-
In Memoriam A.H.H.
-
Morte D’Arthur
-
The Princess
-
The Two Voices
-
The Lady of Shalott
0
Updated: 3 weeks ago
What does Ulysses say about death?
Created: 1 month ago
A
It is far away
B
It closes all
C
It brings glory
D
It is an illusion
ইউলিসিস বলেন—“Death closes all”। অর্থাৎ মৃত্যু সবকিছুর ইতি টানে। তবে তিনি মনে করেন, মৃত্যুর আগে কিছু মহৎ কাজ করা সম্ভব। মৃত্যু অনিবার্য হলেও মানুষকে শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে।
1
Updated: 1 month ago
What phrase shows Ulysses’ bond with his sailors?
Created: 1 month ago
A
“Free hearts, free foreheads”
B
“An aged wife”
C
“Savage race”
D
“Eternal silence”
ইউলিসিস তাঁর নাবিকদের বর্ণনা করতে বলেন—“Free hearts, free foreheads”। এটি নাবিকদের সাহসী, স্বাধীনচেতা ও দৃঢ় মনোভাবকে প্রকাশ করে। তারা ঝড়-বৃষ্টি, যুদ্ধ ও কষ্টকে আনন্দের সাথে গ্রহণ করেছে। এই বাক্যবন্ধ ইউলিসিসের সহযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ও একাত্মতাকে দেখায়।
0
Updated: 1 month ago