To whom is Tithonus speaking throughout the poem?
A
His son, Memnon
B
Zeus, king of the gods
C
Aurora, goddess of the dawn
D
The Muses of poetry
উত্তরের বিবরণ
“Tithonus” একটি নাট্যক মনোলগ, যেখানে টিথোনাস সরাসরি তার অমর প্রেমিকা অরোরা-কে সম্বোধন করেন।
-
তিনি তার পশ্চাতাপ ও যন্ত্রণার কথা বলেন এবং তার অবিরাম বৃদ্ধিকে তার চিরন্তন যুবতীর সঙ্গে তুলনা করেন।
-
অরোরা-এর নীরব ও কান্নাভরা উপস্থিতি তার ভাগ্যের স্থায়ী স্মরণ হিসেবে কাজ করে।
-
কবিতাটি মূলত অমরত্বের করুণতা এবং মানবিক দুর্বলতার প্রতিফলন তুলে ধরে।

0
Updated: 20 hours ago
What is denied to the sailors, as mentioned in Choric Song II?
Created: 1 week ago
A
Gold and wealth
B
Slumber’s holy balm
C
Power and fame
D
Return to Ithaca
নাবিকরা অভিযোগ করে যে তারা কখনো “steep our brows in slumber’s holy balm” করতে পারে না। অর্থাৎ তারা ঘুমের পবিত্র আরামের স্বাদ পায় না। ঘুম এখানে প্রশান্তি ও মুক্তির প্রতীক। অন্য প্রাণীরা বিশ্রাম পায়, কিন্তু তারা, যারা মানুষের প্রতিনিধি, কেবল দুঃখ ও শ্রমে আবদ্ধ। এই ধারণাটি তাদের মানসিক ক্লান্তি প্রকাশ করে। ঘুম মানে সাময়িক মৃত্যু, তাই তাদের আকাঙ্ক্ষা আসলে মৃত্যুর কাছেই বিশ্রাম খোঁজা।

1
Updated: 1 week ago
What does “One equal temper of heroic hearts” mean?
Created: 1 week ago
A
All sailors are alike
B
They share the same heroic spirit
C
They are weak
D
They are hopeless
এই লাইনে ইউলিসিস তার নাবিকদের সাথে নিজের সম্পর্ক বোঝান। তারা সবাই একসাথে যুদ্ধ করেছে, ঝড়-বৃষ্টি মোকাবিলা করেছে, এবং গৌরব ভাগ করেছে। বার্ধক্যে তারা দুর্বল হলেও তাদের মনোবল এখনো অটুট। তাদের হৃদয় বীরোচিত মনোভাব নিয়ে সমান। এই ঐক্যই ইউলিসিসকে নতুন যাত্রার জন্য অনুপ্রাণিত করে।

0
Updated: 1 week ago
What natural element is described as “like a downward smoke”?
Created: 1 week ago
A
River
B
Stream
C
Wind
D
Cloud
কবিতায় পাহাড়চূড়া থেকে নেমে আসা সরু ঝর্ণাকে বর্ণনা করা হয়েছে “like a downward smoke” হিসেবে। এখানে উপমা ব্যবহার করে টেনিসন ঝর্ণার পতনকে ধোঁয়ার মতো মসৃণ ও ধীরভাবে পতিত হওয়ার সাথে তুলনা করেছেন। এটি কবিতার চিত্রকল্পকে জীবন্ত করে তোলে। ঝর্ণা হলো বিশ্রামের প্রতীক, যা অনবরত বয়ে গেলেও কষ্টহীন ও শান্ত।

1
Updated: 1 week ago