এক ব্যক্তির ৪ বছর অন্তর অন্তর জন্ম নেওয়া ৫ সন্তানের মোট বয়স ৬০ বছর। তৃতীয় সন্তানের বয়স কত?
A
৮ বছর
B
১০ বছর
C
১২ বছর
D
১৪ বছর
উত্তরের বিবরণ
প্রশ্ন: এক ব্যক্তির ৪ বছর অন্তর অন্তর জন্ম নেওয়া ৫ সন্তানের মোট বয়স ৬০ বছর। তৃতীয় সন্তানের বয়স কত?
সমাধান:ধরি,
তৃতীয় সন্তানের বয়স = ক বছর
প্রশ্নমতে,
(ক - ৮) + (ক - ৪) + ক + (ক + ৪) + (ক + ৮) = ৬০
⇒ ৫ক - ১২ + ১২ = ৬০
⇒ ৫ক = ৬০
⇒ ক = ৬০/৫
⇒ ক = ১২
∴ তৃতীয় সন্তানের বয়স = ১২ বছর
তৃতীয় সন্তানের বয়স = ক বছর
প্রশ্নমতে,
(ক - ৮) + (ক - ৪) + ক + (ক + ৪) + (ক + ৮) = ৬০
⇒ ৫ক - ১২ + ১২ = ৬০
⇒ ৫ক = ৬০
⇒ ক = ৬০/৫
⇒ ক = ১২
∴ তৃতীয় সন্তানের বয়স = ১২ বছর
0
Updated: 1 month ago
৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন পরে ৩ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?
Created: 1 month ago
A
১৯ দিনে
B
১৮ দিনে
C
২৩ দিনে
D
২৪ দিনে
প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন পরে ৩ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?
সমাধান:
মনে করি ,
সম্পূর্ন কাজটি = ৮০ একক।
দেয়া আছে,
৮ জনের
২০ দিনে শেষ হয় = ৮০ একক।
∴ ৫ দিনে শেষ হয় = ৮০×৫/২০ একক।
= ২০ একক।
কাজ বাকি থাকে = ৮০ - ২০ একক
= ৬০ একক, যা (৮-৩) বা ৫ জন লোক শেষ করে।
এখন,
৮ জন লোক ৮০ একক কাজ করে = ২০ দিনে
∴ ১ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮ দিনে
∴ ৫ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮/৫ দিনে
∴ ৫ জন লোক ১ একক কাজ করে = (২০×৮)/(৫×৮০) দিনে
∴ ৫ জন লোক ৬০ একক কাজ করে = (২০×৮×৬০)/(৫×৮০) দিনে
= ২৪ দিনে
উত্তর: ২৪ দিনে
0
Updated: 1 month ago
১২ টি চেয়ার ও ৮ টি টেবিলের মূল্য সমান। ৫ টি চেয়ার ও ২ টি টেবিলের মূল্য ২০০০ টাকা হলে ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মূল্য কত?
Created: 1 month ago
A
৩৪০০ টাকা
B
৩৬২৫ টাকা
C
৩৬৫০ টাকা
D
৩৭৫০ টাকা
প্রশ্ন: ১২ টি চেয়ার ও ৮ টি টেবিলের মূল্য সমান। ৫ টি চেয়ার ও ২ টি টেবিলের মূল্য ২০০০ টাকা হলে ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মূল্য কত?
সমাধান:
ধরি,
১ টি চেয়ারের মূল্য = ক টাকা
১ টি টেবিলের মূল্য = খ টাকা
প্রশ্নমতে,
৮খ = ১২ক
⇒ খ = (১২ক/৮)
⇒ খ = (৩ক/২)
দেওয়া আছে,
৫ক + ২খ = ২০০০
⇒ ৫ক + ২(৩ক/২) = ২০০০
⇒ ৫ক + ৩ক = ২০০০
⇒ ৮ক = ২০০০
⇒ ক = ২০০০/৮
⇒ ক = ২৫০
সুতরাং ১ টি চেয়ারের মূল্য = ২৫০ টাকা
∴ ১ টি টেবিলের মূল্য = (৩ক/২) = (৩× ২৫০)/২ = ৩৭৫ টাকা
এখন, ৬ টি চেয়ারের মূল্য = (৬ × ২৫০) টাকা = ১৫০০ টাকা
এবং
৬ টি টেবিলের মূল্য = (৬ × ৩৭৫) টাকা = ২২৫০ টাকা
অতএব, ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মোট মূল্য = ( ১৫০০ + ২২৫০ ) = ৩৭৫০ টাকা
0
Updated: 1 month ago
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১৬ হলে, বড় সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
৬৭
B
৬৯
C
৭১
D
৭৩
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১৬ হলে, বড় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, প্রথম সংখ্যাটি = ক
সুতরাং, দ্বিতীয় সংখ্যাটি = (ক + ১)
এবং, তৃতীয় সংখ্যাটি = (ক + ২)
প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ২১৬
বা, ৩ক + ৩ = ২১৬
বা, ৩ক = ২১৬ - ৩
বা, ৩ক = ২১৩
বা, ক = ২১৩ / ৩
∴ ক = ৭১
∴ বড় সংখ্যাটি হলো= ক + ২ = ৭১ + ২ = ৭৩
0
Updated: 1 month ago