১২ টি চেয়ার ও ৮ টি টেবিলের মূল্য সমান। ৫ টি চেয়ার ও ২ টি টেবিলের মূল্য ২০০০ টাকা হলে ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মূল্য কত?


A

৩৪০০ টাকা


B

৩৬২৫ টাকা


C

৩৬৫০ টাকা


D

৩৭৫০ টাকা


উত্তরের বিবরণ

img

প্রশ্ন: ১২ টি চেয়ার ও ৮ টি টেবিলের মূল্য সমান। ৫ টি চেয়ার ও ২ টি টেবিলের মূল্য ২০০০ টাকা হলে ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মূল্য কত?  

সমাধান:
ধরি, 
১ টি চেয়ারের মূল্য = ক টাকা 
১ টি টেবিলের মূল্য = খ টাকা

প্রশ্নমতে,
৮খ = ১২ক 
⇒ খ = (১২ক/৮)
⇒ খ = (৩ক/২)

দেওয়া আছে,
৫ক + ২খ = ২০০০ 
⇒ ৫ক + ২(৩ক/২) = ২০০০
⇒ ৫ক + ৩ক = ২০০০
⇒ ৮ক  = ২০০০
⇒ ক = ২০০০/৮
⇒ ক = ২৫০ 

সুতরাং ১ টি চেয়ারের মূল্য = ২৫০ টাকা 
∴ ১ টি টেবিলের মূল্য = (৩ক/২) = (৩× ২৫০)/২ = ৩৭৫ টাকা

এখন, ৬ টি চেয়ারের মূল্য = (৬ × ২৫০) টাকা = ১৫০০ টাকা
এবং
৬ টি টেবিলের মূল্য = (৬ × ৩৭৫) টাকা = ২২৫০ টাকা 

অতএব,  ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মোট মূল্য = ( ১৫০০ + ২২৫০ ) = ৩৭৫০ টাকা

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

 রমজান আলীর গত তিন বছরের গড় আয় ১১০০০০ টাকা। দ্বিতীয় বছরে প্রথম বছরের ১.৫ গুণ আয় এবং তৃতীয় বছরে দ্বিতীয় বছরের ২ গুণ আয়। দ্বিতীয় ও তৃতীয় বছরের গড় আয় কত?


Created: 2 weeks ago

A

১৫২০০০ টাকা 


B

১২৭০০০ টাকা 


C

১৩৫০০০ টাকা 


D

১১৭০০০ টাকা 


Unfavorite

0

Updated: 2 weeks ago

একটি গাড়ির চাকা মিনিটে ২৪০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?

Created: 1 month ago

A

১৪৪০ ডিগ্রি

B

১২০০ ডিগ্রি

C

১৫০০ ডিগ্রি

D

১২৬০ ডিগ্রি

Unfavorite

0

Updated: 1 month ago

কোনো স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা কত?

Created: 1 week ago

A

১৮৫০

B

 ১৮৭২

C

 ১৮৩৬

D

কোনোটিই নয়

Unfavorite

0

Updated: 1 week ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD