ত্রিভুজ ABC এর BE = EF = CF এবং ত্রিভুজ AEC এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গফুট?
A
48 বর্গফুট
B
60 বর্গফুট
C
64 বর্গফুট
D
72 বর্গফুট
উত্তরের বিবরণ
প্রশ্ন: 
ত্রিভুজ ABC এর BE = EF = CF এবং ত্রিভুজ AEC এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গফুট?
সমাধান:
দেওয়া আছে,
AEC ত্রিভুজের ক্ষেত্রফল = 48
এবং ABC ত্রিভুজে BE = EF = CF
যেহেতু ABC ত্রিভুজে EF = CF
∴ ΔAEF = ΔAFC
এখন,
ΔAEC = 48 বর্গফুট
বা, ΔAEF + ΔAFC = 48 বর্গফুট
বা, 2 ΔAEF = 48 বর্গফুট
বা, ΔAEF = 48/2 = 24 বর্গফুট
∴ ΔAEF = ΔAFC = 24 বর্গফুট
আবার,
যেহেতু ABC ত্রিভুজে BE = EF
∴ ΔABE = ΔAEF = 24 বর্গফুট
এখন, ABC ত্রিভুজে ΔABE + ΔAEF + ΔAFC = 24 + 24 + 24 = 72 বর্গফুট
0
Updated: 1 month ago
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 40° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?
Created: 3 weeks ago
A
25°
B
18°
C
20°
D
35°
সমাধান:
ধরি, ক্ষুদ্রতম কোণ = x°
বৃহত্তর কোণ = (x + 40)°
আমরা জানি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90°
প্রশ্নমতে,
x + (x + 40) = 90
বা, 2x + 40 = 90
বা, 2x = 90 - 40
বা, 2x = 50
বা, x = 50/2
∴ x = 25
সুতরাং, ক্ষুদ্রতম কোণটি হলো 25°।
ধরি, ক্ষুদ্রতম কোণ = x°
বৃহত্তর কোণ = (x + 40)°
আমরা জানি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90°
প্রশ্নমতে,
x + (x + 40) = 90
বা, 2x + 40 = 90
বা, 2x = 90 - 40
বা, 2x = 50
বা, x = 50/2
∴ x = 25
সুতরাং, ক্ষুদ্রতম কোণটি হলো 25°।
0
Updated: 3 weeks ago
ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডকের তিনটি ছেদবিন্দু হলো -
Created: 6 months ago
A
লম্বকেন্দ্র
B
অন্তকেন্দ্র
C
পরিকেন্দ্র
D
ভরকেন্দ্র
- লম্ব সমদ্বিখণ্ডক মানে কোনো বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে এবং বাহুর উপর লম্ব থাকে।
- তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয়, সেটি হলো পরিকেন্দ্র।
- পরিকেন্দ্র হলো এমন একটি বিন্দু, যা ত্রিভুজের সব কোণের থেকে সমান দূরত্বে থাকে, এবং যেখান থেকে ত্রিভুজের একটি পরিঘর্ণবৃত্ত (circumcircle) আঁকা যায়।
সঠিক উত্তর: গ. পরিকেন্দ্র
0
Updated: 6 months ago
একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৭, ৮ ও ৯ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
২৫ বর্গমিটার
B
√৭৪০ বর্গমিটার
C
৫৫ বর্গমিটার
D
√৭২০ বর্গমিটার
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৭, ৮ ও ৯ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
তিনবাহুর দৈর্ঘ্য a = ৭ মিটার, b = ৮ মিটার ও c = ৯ মিটার
ত্রিভুজটির পরিসীমা (2s) = ৭ + ৮ + ৯ = ২৪ মিটার
∴ অর্ধ-পরিসীমা (s) = ২৪/২ = ১২ মিটার
ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)} বর্গমিটার
= √{১২(১২ - ৭) (১২ - ৮) (১২ - ৯)}
= √(১২ × ৫ × ৪ × ৩)
= √৭২০ বর্গমিটার
0
Updated: 1 month ago