A
শেলী
B
ডলি
C
মলি
D
নেলী
উত্তরের বিবরণ
ডলি হলো মানব ইতিহাসের প্রথম সফল প্রাপ্তবয়স্ক স্তন্যপায়ী ক্লোন প্রাণী, যেটি একটি প্রাপ্তবয়স্ক কোষ থেকে ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে জন্ম গ্রহণ করে। তার জন্ম হয় ১৯৯৬ সালের ৫ জুলাই। ডলির নামকরণ করা হয় আমেরিকার পরিচিত শিল্পী ডলি পের্টনের নামে।
দুঃখজনকভাবে, ২০০৩ সালের ফেব্রুয়ারিতে ফুসফুসের জটিলতার কারণে মাত্র ছয় বছর ছয় মাস বয়সে ডলি মারা যায়। বর্তমানে ডলির স্টাফ করা দেহ স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।
(তথ্যসূত্র: বিবিসি ওয়েবসাইট)

0
Updated: 1 month ago