In "The Lotus-Eaters" the Lotos fruit doesn't just make the sailors sleepy; it gives them..
A
A bad stomach ache.
B
A philosophical justification for giving up.
C
A sudden craving for potato chips.
D
A terrible sunburn.
উত্তরের বিবরণ
লোটাস ফলের প্রভাব কেবল শারীরিক ক্লান্তিতে সীমাবদ্ধ নয়; এটি নাবিকদের মানসিক অবস্থাও পরিবর্তন করে, এবং তাদের যাত্রা ত্যাগ করার যৌক্তিকতা প্রদান করে।
-
তারা জীবনের অর্থ নিয়ে প্রশ্ন তোলে এবং লক্ষ্য করে যে “all things have rest”।
-
এর মাধ্যমে তারা অসীম পরিশ্রম ও দুঃখভরা জীবনের বিরোধিতা করে।
-
ফলস্বরূপ, লোটাস তাদেরকে যাত্রা ত্যাগের জন্য মানসিকভাবে প্রলুব্ধ করে।
0
Updated: 1 month ago
'The old order changeth, yielding place to new'. This line is extracted from Tennyson's poem -
Created: 1 month ago
A
The Lotos-Eaters
B
Tithonus
C
Locksley Hall
D
Morte d' Arthur
The old order changeth, yielding place to new' is a quotation by - Alfred Tennyson.
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা - 'Morte d Arthur' এর অন্তর্গত।
• 'Morte d Arthur':
- It is one of the most famous poetic creation of - Alfred Tennyson.
- The central theme of Le Morte d'Arthur is loyalty and its expression in chivalry.
- অর্থাৎ, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে - আনুগত্য এবং বীরত্ব এর অভিব্যক্তি।
- কবিতাটিতে বলা হয়েছে রাজার প্রতি আনুগত্যই হচ্ছে একজন নাইট (Knight) এর জীবনের মূল উপাদান এবং উদ্দেশ্য।
- It opens in the wake of Arthur's final battle, where Arthur lies mortally wounded, and is accompanied by Sir Bedivere. '
• Alfred, Lord Tennyson:
- Alfred, Lord Tennyson, in full Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater.
- Born: August 6, 1809, Somersby, Lincolnshire, England.
- Death: October 6, 1892, Aldworth, Surrey), English poet often regarded as the chief representative of the Victorian age in poetry. He was raised to the peerage in 1884.
• Best Works:
- Oenone
- Ulysses,
- Lotus Eaters,
- Locksley Hall,
- Tears Idle Tears,
- Tithonus,
- The Two Voices,
- The Lady of Shalott,
- Vision of Sin,
- Morte D'Arthur,
- The Falcon,
- In Memoriam,
- Queen Mary (Comedy),
- Harold,
• অন্যদিকে, জানার সুবিধার্থে,
• ‘Morte d' Arthur’ is the first romance in prose written by - Sir Thomas Malory.
- এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম English prose version of the Arthurian legend.
Source: Britannica.com
0
Updated: 1 month ago
Which three mountain-tops are mentioned in the poem?
Created: 1 month ago
A
Covered with ash
B
Covered with gold
C
Covered with aged snow
D
Covered with flowers
নাবিকরা দূর থেকে যে তিনটি পাহাড় দেখে, সেগুলো “aged snow” দ্বারা আবৃত। এটি প্রাচীনতা, স্থায়িত্ব এবং সময়ের প্রবাহের প্রতীক। বরফ পাহাড়কে অপরিবর্তিত রাখে, আবার ঠান্ডা ও নিস্তব্ধ পরিবেশ তৈরি করে। টেনিসন এই চিত্র ব্যবহার করে নাবিকদের মনে স্থবিরতা ও স্থায়ী বিশ্রামের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন।
1
Updated: 1 month ago
The literary work "Morte d'Arthur" was composed by…
Created: 4 weeks ago
A
P. B. Shelley
B
John Milton
C
Alfred Tennyson
D
Charles Dickens
“Morte d’Arthur” হলো মধ্যযুগীয় কিং আর্থার কিংবদন্তির উপর ভিত্তি করে লেখা একটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, যা Alfred Lord Tennyson রচনা করেছেন। এটি তার বিখ্যাত সংকলন Idylls of the King-এর অন্তর্ভুক্ত। রচনায় আর্থার রাজা ও তাঁর নাইটদের গৌরবময় অভিযান, নৈতিক দ্বন্দ্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং বীরত্বপূর্ণ আনুগত্যের চিত্র অঙ্কিত হয়েছে। টেনিসন তাঁর ছন্দময় ও সুরেলা ভাষায় কিংবদন্তিকে মানবীয় অনুভূতি ও নৈতিক শিক্ষার আলোকে উপস্থাপন করেছেন। এই কাব্য শুধু মধ্যযুগীয় কাহিনীকেই প্রতিফলিত করেনি, বরং সাহস, সম্মান, আনুগত্য এবং নিয়তির অনিবার্যতার মতো বিষয়গুলোও গভীরভাবে ফুটিয়ে তুলেছে।
-
Morte d’Arthur-এর কেন্দ্রীয় থিম হলো আনুগত্য ও বীরত্বের অভিব্যক্তি।
-
কবিতায় দেখানো হয়েছে যে রাজার প্রতি আনুগত্যই একজন নাইটের জীবনের মূল উদ্দেশ্য ও গৌরব।
-
কাহিনীর সূচনা হয় আর্থারের শেষ যুদ্ধের পর, যেখানে তিনি গুরুতর আহত অবস্থায় স্যার বেডিভিয়ারের সঙ্গে রয়েছেন।
-
এর বিখ্যাত উদ্ধৃতি হলো — “The old order changeth, yielding place to new.”
-
এই কবিতার মাধ্যমে টেনিসন শুধু কিংবদন্তির পুনরুজ্জীবনই ঘটাননি, বরং ভিক্টোরিয়ান যুগের নৈতিক চেতনা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছেন।
Alfred Lord Tennyson (1809-1892):
-
ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি এবং এই যুগের Chief Representative Poet।
-
১৮৫০ সালে তিনি Poet Laureate of England হিসেবে নিয়োগ পান।
-
তাঁর কবিতার ভাষা অত্যন্ত সুরেলা ও ছন্দময় হওয়ায় তিনি Lyric Poet নামে পরিচিত।
-
ব্যক্তিগত জীবনের গভীর আবেগ তাঁর কাব্যে প্রতিফলিত হয়েছে। যেমন, তাঁর বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুতে রচিত “In Memoriam” elegy বিশেষভাবে বিখ্যাত।
Tennyson-এর বিখ্যাত রচনাবলি:
-
Ulysses
-
The Lotos-Eaters
-
The Lady of Shalott
-
Locksley Hall
-
In Memoriam
-
Morte d’Arthur
-
The Princess
-
Oenone
-
The Two Voices
0
Updated: 4 weeks ago