"The Lotus-Eaters" serves as a powerful exploration of the temptation to...
A
Start a new business.
B
Escape from responsibility and duty.
C
Learn a new language.
D
Run a marathon.
উত্তরের বিবরণ
“The Lotos-Eaters” কবিতার মূল থিম হলো অলসতা ও নিষ্ক্রিয়তার প্রলোভন এবং জীবনের কঠোর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার আকাঙ্ক্ষা।
-
দীর্ঘ যাত্রার ক্লান্ত নাবিকেরা লোটাসের প্রভাবে সৃষ্টি হওয়া বিস্মৃতি ও বিশ্রামের অবস্থাতে আকৃষ্ট হয়।
-
তারা এতটাই প্রলুব্ধ হয় যে নিজেদের দায়িত্ব ও কর্তব্য ত্যাগ করার চিন্তায় ফেলে।
-
কবিতাটি মূলত পরিশ্রমী জীবনের চাপ বনাম অলসতার প্রলোভনকে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago
How does the poet describe the land of the Lotos Eaters in The Lotos-Eaters?
Created: 3 weeks ago
A
As a place of despair and destruction
B
As a barren and lifeless land
C
As a peaceful and dream-like paradise
D
As a world of endless challenges
The Lotos-Eaters কবিতায়, কবি লোটোস খাওয়া ভূখণ্ডকে একটি শান্তিপূর্ণ এবং স্বপ্নময় পররাজ্য হিসেবে বর্ণনা করেছেন। এটি একটি আদর্শ স্থান, যেখানে কোনো সংগ্রাম বা কষ্ট নেই। লোটোস খাওয়া অঞ্চলটি বিশ্রাম এবং শান্তির প্রতীক, যেখানে প্রকৃতি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে বিরাজমান।
কবি এখানে একটি শান্ত পরিবেশ এবং বাস্তবতার পরিসীমার বাইরে চলে যাওয়া একটি সুখী অবস্থার চিত্র আঁকেন। এই শান্তিপূর্ণ ভূখণ্ডের মধ্যে বাস করা চরিত্রগুলি সময় ও বাস্তবতা থেকে মুক্তি পায় এবং এক অবিরাম প্রশান্তির মধ্যে প্রবাহিত হয়।
0
Updated: 3 weeks ago
What do the sailors repeatedly request in Choric Song IV?
Created: 1 month ago
A
“Let us fight”
B
“Let us alone”
C
“Let us travel”
D
“Let us return”
বারবার তারা বলে “Let us alone”। এর মানে, তাদের আর সংগ্রামে ডাকা হোক না, দায়িত্ব চাপিয়ে দেওয়া হোক না। তারা চায় একাকী থেকে বিশ্রামে ডুবে থাকতে। এই পুনরুক্তি তাদের ক্লান্ত মানসিকতা ও দায়িত্ববিমুখতার দৃঢ় প্রকাশ।
0
Updated: 1 month ago
"The old order changeth, yielding place to new" - This line is created by -
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
John Milton
C
Matthew Arnold
D
Robert Browning
Morte d'Arthur (Poem)
-
রচনা: Alfred Tennyson
-
Theme: Loyalty & chivalry; Knights-এর জীবন ও আনুগত্য।
-
সূচনা: Arthur-এর শেষ যুদ্ধে আহত অবস্থায়, Sir Bedivere-এর সঙ্গে।
-
Famous line: "The old order changeth, yielding place to new"
Alfred Tennyson
-
English poet, chief representative of Victorian age।
-
বিখ্যাত কবিতা: The Lotos Eaters, Morte d'Arthur, Tithonus, Ulysses, In Memoriam, The Charge of the Light Brigade
Morte d'Arthur (Prose)
-
রচনা: Sir Thomas Malory
-
প্রথম English prose version of Arthurian legend।
0
Updated: 1 month ago