"The Lotos-Eaters" serves as a thematic opposite to which other famous Tennyson poem?
A
The Charge of the Light Brigade
B
In Memoriam A.H.H.
C
The Lady of Shalott
D
Ulysses
উত্তরের বিবরণ
“The Lotos-Eaters” কবিতার মূল বিষয় হলো কষ্টসাধ্য যাত্রা ত্যাগ করার প্রলুব্ধি এবং নিষ্ক্রিয় ও বাস্তবতা থেকে পালানোর জীবনকে স্বীকার করা।
-
নাবিকেরা লোটাস ফলের প্রভাবে তাদের যাত্রা স্থগিত করার এবং অলসতা গ্রহণের প্রলোভনে পড়ে।
এর বিপরীতে, “Ulysses” কবিতার মূল থিম হলো অদম্য মানবিক মনোভাব এবং বৃদ্ধ বয়সেও অভিযানের ও জ্ঞানার্জনের অবিরাম অনুসন্ধান।
-
উলিসিস তার বয়স ও ক্লান্তি সত্ত্বেও অজানা ও চ্যালেঞ্জের দিকে অগ্রসর হতে চায়।
এই দুই কবিতা জীবনের চ্যালেঞ্জের প্রতি বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করে: পিছপা হওয়া বনাম এগিয়ে যাওয়া।
0
Updated: 1 month ago
What is meant by “It is not too late to seek a newer world”?
Created: 1 month ago
A
The world is unchanged
B
Even in old age one can explore
C
Exploration is impossible
D
The sailors are tired
ইউলিসিস তাঁর নাবিকদের বলেন, নতুন দুনিয়া খোঁজার জন্য এখনো দেরি হয়নি। এর মানে হলো, বার্ধক্য জীবনের শেষ নয়। জীবনের প্রতিটি মুহূর্তই নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। ইউলিসিস বিশ্বাস করেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে শিখতে ও অনুসন্ধান করতে হবে। এটি ভিক্টোরিয়ান যুগের সাহসী মনোভাব ও অগ্রগতির প্রতিফলন। বার্ধক্যের সীমাবদ্ধতা স্বীকার করেও ইউলিসিস নতুন দিগন্ত অনুসন্ধানের কথা বলেন।
0
Updated: 1 month ago
What does “One equal temper of heroic hearts” mean?
Created: 1 month ago
A
All sailors are alike
B
They share the same heroic spirit
C
They are weak
D
They are hopeless
এই লাইনে ইউলিসিস তার নাবিকদের সাথে নিজের সম্পর্ক বোঝান। তারা সবাই একসাথে যুদ্ধ করেছে, ঝড়-বৃষ্টি মোকাবিলা করেছে, এবং গৌরব ভাগ করেছে। বার্ধক্যে তারা দুর্বল হলেও তাদের মনোবল এখনো অটুট। তাদের হৃদয় বীরোচিত মনোভাব নিয়ে সমান। এই ঐক্যই ইউলিসিসকে নতুন যাত্রার জন্য অনুপ্রাণিত করে।
0
Updated: 1 month ago
What are the alternatives sailors desire in Choric Song IV?
Created: 1 month ago
A
Wealth or fame
B
Long rest or death
C
Power or conquest
D
War or peace
তারা শেষমেশ ঘোষণা করে যে তাদের কামনা কেবল দুইটি—দীর্ঘ বিশ্রাম অথবা মৃত্যু। তাদের কাছে দুটোই একই অর্থ বহন করে, কারণ মৃত্যু মানে চিরন্তন ঘুম। এটি জীবনের ক্লান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।
1
Updated: 1 month ago