When Tithonus begs Aurora to "Take back thy gift," he is not asking for death directly, but for:
A
A different kind of immortality.
B
Restoration to his youth.
C
A return to his original, mortal state, subject to natural death.
D
To be transformed into an animal.
উত্তরের বিবরণ
টিথোনাস বোঝে যে তার অমরত্বের উপহার একটি অভিশাপে পরিণত হয়েছে।
-
তিনি প্রাকৃতিক মানব জীবনের চক্রকে, যেখানে মৃত্যু অন্তর্ভুক্ত, “kindly” এবং আকর্ষণীয় মনে করেন।
-
তিনি অরোরা-কে অনুরোধ করেন “restore me to the ground”, অর্থাৎ তাকে প্রাকৃতিক জীবন সম্পূর্ণ করতে দিন, তার অমর কিন্তু ক্ষয়প্রাপ্ত অস্তিত্বের পরিবর্তে।
-
তার আকাঙ্ক্ষা হলো আবার মৃত্যুপ্রাপ্ত মানুষ হওয়া, যার একটি প্রাকৃতিক সমাপ্তি থাকবে।

0
Updated: 20 hours ago
"Tithonus", is an example of what literary form?
Created: 20 hours ago
A
Sonnet
B
Epic
C
Ballad
D
Dramatic Monologue
“Tithonus” নাট্যক মনোলগের একটি শ্রেষ্ঠ উদাহরণ।
-
সম্পূর্ণ কবিতাটি একটি একক, অবিচ্ছিন্ন বক্তৃতা, যা চরিত্র টিথোনাস দ্বারা সরাসরি নীরব শ্রোতা অরোরা-এর দিকে বলা হয়েছে।
-
এটি তার চিন্তা, অনুভূতি এবং করুণ পরিস্থিতি প্রকাশ করে।
-
কবিতার মাধ্যমে পাঠক টিথোনাসের অভ্যন্তরীণ যন্ত্রণার এবং অমরত্বের প্রভাব গভীরভাবে অনুভব করতে পারে।

0
Updated: 20 hours ago
'The old order changeth, yielding place to new'. This line is extracted from Tennyson's poem -
Created: 1 week ago
A
The Lotos-Eaters
B
Tithonus
C
Locksley Hall
D
Morte d' Arthur
The old order changeth, yielding place to new' is a quotation by - Alfred Tennyson.
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা - 'Morte d Arthur' এর অন্তর্গত।
• 'Morte d Arthur':
- It is one of the most famous poetic creation of - Alfred Tennyson.
- The central theme of Le Morte d'Arthur is loyalty and its expression in chivalry.
- অর্থাৎ, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে - আনুগত্য এবং বীরত্ব এর অভিব্যক্তি।
- কবিতাটিতে বলা হয়েছে রাজার প্রতি আনুগত্যই হচ্ছে একজন নাইট (Knight) এর জীবনের মূল উপাদান এবং উদ্দেশ্য।
- It opens in the wake of Arthur's final battle, where Arthur lies mortally wounded, and is accompanied by Sir Bedivere. '
• Alfred, Lord Tennyson:
- Alfred, Lord Tennyson, in full Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater.
- Born: August 6, 1809, Somersby, Lincolnshire, England.
- Death: October 6, 1892, Aldworth, Surrey), English poet often regarded as the chief representative of the Victorian age in poetry. He was raised to the peerage in 1884.
• Best Works:
- Oenone
- Ulysses,
- Lotus Eaters,
- Locksley Hall,
- Tears Idle Tears,
- Tithonus,
- The Two Voices,
- The Lady of Shalott,
- Vision of Sin,
- Morte D'Arthur,
- The Falcon,
- In Memoriam,
- Queen Mary (Comedy),
- Harold,
• অন্যদিকে, জানার সুবিধার্থে,
• ‘Morte d' Arthur’ is the first romance in prose written by - Sir Thomas Malory.
- এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম English prose version of the Arthurian legend.
Source: Britannica.com

0
Updated: 1 week ago
What Victorian quality does the poem reflect most?
Created: 1 week ago
A
Escapism
B
Faith in progress and perseverance
C
Love of romance
D
Criticism of monarchy
Ulysses ভিক্টোরিয়ান যুগের মূল মনোভাবকে প্রতিফলিত করে—অগ্রগতির প্রতি বিশ্বাস, জ্ঞান অনুসন্ধান, অধ্যবসায় ও মানবিক ইচ্ছাশক্তির জয়। ইউলিসিসের জীবনদর্শন হলো মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া। এটি ভিক্টোরিয়ান যুগের মানুষের বিজ্ঞান, ভ্রমণ ও জ্ঞানের প্রতি আগ্রহকে প্রতিফলিত করে।

1
Updated: 1 week ago