How do the sailors imagine the gods live in "The Lotus-Eaters" ?
A
In a state of constant worry over mortals
B
"Careless of mankind," relaxing in divine bliss
C
Actively plotting against heroes like Ulysses
D
Engaged in endless, divine labor
উত্তরের বিবরণ
কবিতার “Choric Song” অংশে নাবিকেরা তাদের কষ্টসাধ্য জীবনকে দেবদেবতাদের সহজ ও অলস জীবনের সঙ্গে তুলনা করে। তারা কল্পনা করে দেবতা-রা “live and lie reclined / On the hills like Gods together, careless of mankind,” অর্থাৎ মানুষকে তুচ্ছ মনে করে পাহাড়ে বিশ্রাম নেয়।
-
দেবদেবতার জীবন আনন্দময় ও ঝুঁকিমুক্ত, তারা আমৃত্যু পান করে এবং মানুষের “wasted lands” ও “sinking ships” বিষয়ে কোনো উদ্বেগ করে না।
-
নাবিকেরা এই তুলনার মাধ্যমে তাদের দীর্ঘ, ক্লান্তিকর যাত্রা এবং দেবদেবতার অবিচ্ছিন্ন স্বাচ্ছন্দ্যের মধ্যে বৈষম্য স্পষ্টভাবে প্রকাশ করে।
0
Updated: 1 month ago
What is the major theme in Tennyson’s Ulysses?
Created: 2 months ago
A
Adventure and restlessness
B
Love and loss
C
War
D
Peace
0
Updated: 2 months ago
What does the dawn, which Aurora brings each day, now represent to Tithonus?
Created: 1 month ago
A
Hope for a new beginning
B
A painful reminder of the renewal he cannot experience
C
A sign of Aurora's love
D
The promise of his eventual release
টিথোনাস, যাকে অমরত্ব দেওয়া হয়েছিল কিন্তু চিরন্তন যুবকত্ব নয়, অবিরাম বৃদ্ধির যন্ত্রণা ভোগ করে।
-
প্রতিটি সকালে তিনি তার অমর প্রেমিকা, অরোরা (ভোরের দেবী)-কে তার প্রাণবন্ত যুবতায় নবায়ন হতে দেখেন।
-
তার বিপরীতে, টিথোনাস কেবল আরও সঙ্কুচিত ও দুর্বল হয়ে যান।
-
অরোরা-এর সৌন্দর্য এবং দিনের নবায়ন তার নিজের অবিসম্পন্ন ক্ষয়-এর সঙ্গে দুঃখজনক ও চিরস্থায়ী বিরোধ তৈরি করে।
0
Updated: 1 month ago
What crucial part of the gift was forgotten in "Tithonus"?
Created: 1 month ago
A
Eternal wealth
B
Eternal youth
C
The ability to feel no pain
D
কবিতার মূল ব্যঙ্গাত্মক দিকটি এই অনুপস্থিত উপাদানের উপর নির্ভর করে।
-
অরোরা, ভোরের দেবী, টিথোনাসের অমরত্বের ইচ্ছা পূরণ করেন, কিন্তু চিরন্তন যুবকত্বের কথাটি জিজ্ঞাসা করতে ভুলে যান।
-
এই ত্রুটির ফলে টিথোনাসকে চিরস্থায়ী বৃদ্ধির অভিশাপে বন্দি হতে হয়।
-
তিনি ধীরে ধীরে অমর যুবতী প্রেমিকার পাশে ক্ষয়প্রাপ্ত ও দুর্বল হয়ে যান, যা কবিতার করুণ ও ব্যঙ্গাত্মক ফলাফলকে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago