What is the defining characteristic of the native Lotos-eaters?
A
They are hostile and aggressive.
B
They have a "mild-eyed and melancholy" nature.
C
They are loud and celebratory.
D
They are busy merchants.
উত্তরের বিবরণ
এই বর্ণনা নাবিকদের নিষ্ক্রিয়, ঘুমপাড়ানি ও বিষণ্ণ মনোভাবকে তুলে ধরে, যা উলিসিসের নাবিকদের সাহসী ও কষ্টসাধ্য জীবনের সঙ্গে স্পষ্ট বিরোধ সৃষ্টি করে।
-
লোটাস ফল খাওয়ার পর, নাবিকরাও এমন ক্লান্ত, স্বপ্নময় ও বিষণ্ণ মনোভাব গ্রহণ করতে শুরু করে।
-
এটি তাদের অলসতা এবং উৎসাহের অভাবকে আরও গভীর করে, যা তাদের অভিযান এবং কষ্টসাধ্য যাত্রাকে স্থগিত করে।
0
Updated: 1 month ago
Which three mountain-tops are mentioned in the poem?
Created: 1 month ago
A
Covered with ash
B
Covered with gold
C
Covered with aged snow
D
Covered with flowers
নাবিকরা দূর থেকে যে তিনটি পাহাড় দেখে, সেগুলো “aged snow” দ্বারা আবৃত। এটি প্রাচীনতা, স্থায়িত্ব এবং সময়ের প্রবাহের প্রতীক। বরফ পাহাড়কে অপরিবর্তিত রাখে, আবার ঠান্ডা ও নিস্তব্ধ পরিবেশ তৈরি করে। টেনিসন এই চিত্র ব্যবহার করে নাবিকদের মনে স্থবিরতা ও স্থায়ী বিশ্রামের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন।
1
Updated: 1 month ago
"The Lotos-Eaters" serves as a thematic opposite to which other famous Tennyson poem?
Created: 1 month ago
A
The Charge of the Light Brigade
B
In Memoriam A.H.H.
C
The Lady of Shalott
D
Ulysses
“The Lotos-Eaters” কবিতার মূল বিষয় হলো কষ্টসাধ্য যাত্রা ত্যাগ করার প্রলুব্ধি এবং নিষ্ক্রিয় ও বাস্তবতা থেকে পালানোর জীবনকে স্বীকার করা।
-
নাবিকেরা লোটাস ফলের প্রভাবে তাদের যাত্রা স্থগিত করার এবং অলসতা গ্রহণের প্রলোভনে পড়ে।
এর বিপরীতে, “Ulysses” কবিতার মূল থিম হলো অদম্য মানবিক মনোভাব এবং বৃদ্ধ বয়সেও অভিযানের ও জ্ঞানার্জনের অবিরাম অনুসন্ধান।
-
উলিসিস তার বয়স ও ক্লান্তি সত্ত্বেও অজানা ও চ্যালেঞ্জের দিকে অগ্রসর হতে চায়।
এই দুই কবিতা জীবনের চ্যালেঞ্জের প্রতি বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করে: পিছপা হওয়া বনাম এগিয়ে যাওয়া।
0
Updated: 1 month ago
What phrase describes Telemachus as blameless?
Created: 1 month ago
A
“Most blameless is he”
B
“An idle king”
C
“Hungry heart”
D
“Rust unburnish’d”
ইউলিসিস টেলেম্যাকাসকে “Most blameless” বলে উল্লেখ করেছেন। এর মানে সে নিষ্কলুষ, দায়িত্বশীল এবং সাধারণ কর্তব্যে নিবেদিত। এখানে টেনিসন দায়িত্ববান শাসকের মডেল হিসেবে টেলেম্যাকাসকে তুলে ধরেছেন, যা ইউলিসিসের অভিযাত্রী মানসিকতার সাথে তীব্র বৈপরীত্য তৈরি করে।
0
Updated: 1 month ago