"The Lotus-Eaters" serves as a powerful exploration of the temptation to...
A
Start a new business.
B
Escape from responsibility and duty.
C
Learn a new language.
D
Run a marathon.
উত্তরের বিবরণ
“The Lotos-Eaters” কবিতার মূল থিম হলো অলসতা ও নিষ্ক্রিয়তার প্রলোভন এবং জীবনের কঠোর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার আকাঙ্ক্ষা।
-
দীর্ঘ যাত্রার ক্লান্ত নাবিকেরা লোটাসের প্রভাবে সৃষ্টি হওয়া বিস্মৃতি ও বিশ্রামের অবস্থাতে আকৃষ্ট হয়।
-
তারা এতটাই প্রলুব্ধ হয় যে নিজেদের দায়িত্ব ও কর্তব্য ত্যাগ করার চিন্তায় ফেলে।
-
কবিতাটি মূলত পরিশ্রমী জীবনের চাপ বনাম অলসতার প্রলোভনকে ফুটিয়ে তোলে।

0
Updated: 21 hours ago
What happens when the mariners taste the Lotos?
Created: 1 week ago
A
They become stronger
B
They forget home and toil
C
They dream of battles
D
They return to Ithaca
লোটাস খাওয়ার পর নাবিকরা তাদের মাতৃভূমি, পরিবার ও কর্তব্য ভুলে যায়। তাদের কাছে সমুদ্রের গর্জন দূরের বিলাপের মতো শোনায়, সঙ্গীদের কণ্ঠস্বরও সমাধির আওয়াজের মতো লাগে। তারা যেন আধো ঘুমে জেগে থাকে। এটি প্রতীকীভাবে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া ও বিশ্রামে ডুবে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করে।

0
Updated: 1 week ago
Which fruit drops “in a silent autumn night”?
Created: 1 week ago
A
Apple
B
Orange
C
Fig
D
Date
“The full-juiced apple, waxing over-mellow, drops in a silent autumn night”—এই লাইন প্রকৃতির শ্রমহীন চক্রকে বোঝায়। আপেল পাকে, তারপর স্বাভাবিকভাবেই নীরবে পড়ে যায়। এর মধ্যে কোনো কষ্ট বা যুদ্ধ নেই। নাবিকরা মনে করে মানুষের জীবনও এমন হওয়া উচিত—শান্তভাবে, কোনো ক্লান্তি ছাড়া শেষ হওয়া উচিত।

1
Updated: 1 week ago
What question do the sailors repeatedly ask in Choric Song II?
Created: 1 week ago
A
Why gods punish us?
B
Why should we toil alone?
C
Why does death frighten us?
D
Why do stars fade?
নাবিকরা বারবার প্রশ্ন করে—“Why should we toil alone?” অর্থাৎ কেন কেবল মানুষকেই শ্রম করতে হবে? প্রকৃতির বাকী সবকিছু বিশ্রামে থাকে, অথচ তারা চিরন্তন দুঃখ ও দায়িত্বের বোঝা বয়ে চলেছে। এটি মূল দ্বন্দ্ব প্রকাশ করে—কর্তব্য বনাম বিশ্রাম।

0
Updated: 1 week ago