A
হরমুজ
B
জিব্রাল্টার
C
বসফরাস
D
দার্দানেলিস
উত্তরের বিবরণ
জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করে একটি প্রাকৃতিক পানিপথ হিসেবে ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করে। এটি প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এবং ভূমধ্যসাগরের পশ্চিম সীমানায় অবস্থিত। উত্তর আফ্রিকার উপকূলকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আলাদা করেছে এই প্রণালী।
জিব্রাল্টারের তীরে স্পেনের উপকূলে ব্রিটিশ শাসিত একটি ভূখণ্ড রয়েছে, যা ‘রক অব জিব্রাল্টার’ নামে পরিচিত। এটি ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ সামরিক ও নৌঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এখানে প্রায় ৩৪ হাজার মানুষ বসবাস করে। ‘জিব্রাল্টার’ নামটি এসেছে আরবি ভাষার “জবাল তারিক” অর্থাৎ ‘তারিকের পাহাড়’ থেকে। ১৭০৪ সালে স্পেনের থেকে এটি দখল করে ব্রিটিশরা, এরপর থেকে এটি ব্রিটিশ শাসনে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রণালীটি রয়েল নেভির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি ছিল।
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করে। প্রায় ৩৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই নৌপথটি আরব উপদ্বীপকে ইরান থেকে আলাদা করেছে। এটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানী পরিবহনের পথ হিসেবে বিবেচিত।
বসফরাস প্রণালী
বসফরাস প্রণালী তুরস্কে অবস্থিত এবং এশিয়া ও ইউরোপের সীমান্ত হিসেবে কাজ করে। এটি ইস্তানবুল শহরকে দুই অংশে ভাগ করেছে, তাই এই প্রণালীকে ইস্তানবুল প্রণালীও বলা হয়।
দার্দানেলিস প্রণালী
দার্দানেলিস প্রণালী কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের মাঝে বসফরাস প্রণালীর সঙ্গে মিলিত হয়ে সংযোগ স্থাপন করে। বসফরাস ও দার্দানেলিস দুই প্রণালীই তুরস্কে অবস্থিত এবং এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে।
উৎস: Britannica

0
Updated: 1 month ago