"The Lotos-Eaters" serves as a thematic opposite to which other famous Tennyson poem?
A
The Charge of the Light Brigade
B
In Memoriam A.H.H.
C
The Lady of Shalott
D
Ulysses
উত্তরের বিবরণ
“The Lotos-Eaters” কবিতার মূল বিষয় হলো কষ্টসাধ্য যাত্রা ত্যাগ করার প্রলুব্ধি এবং নিষ্ক্রিয় ও বাস্তবতা থেকে পালানোর জীবনকে স্বীকার করা।
-
নাবিকেরা লোটাস ফলের প্রভাবে তাদের যাত্রা স্থগিত করার এবং অলসতা গ্রহণের প্রলোভনে পড়ে।
এর বিপরীতে, “Ulysses” কবিতার মূল থিম হলো অদম্য মানবিক মনোভাব এবং বৃদ্ধ বয়সেও অভিযানের ও জ্ঞানার্জনের অবিরাম অনুসন্ধান।
-
উলিসিস তার বয়স ও ক্লান্তি সত্ত্বেও অজানা ও চ্যালেঞ্জের দিকে অগ্রসর হতে চায়।
এই দুই কবিতা জীবনের চ্যালেঞ্জের প্রতি বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করে: পিছপা হওয়া বনাম এগিয়ে যাওয়া।

0
Updated: 20 hours ago
"In Memorium" was composed over a remarkably long period of...
Created: 20 hours ago
A
Six months
B
Two years
C
Seventeen years
D
Forty-two years
রচনার শুরু: কবিতার প্রথম ছন্দগুলি ১৮৩৩ সালে রচিত হয়, যখন তার ঘনিষ্ঠ বন্ধু আর্থার হেনরি হলামের হঠাৎ মৃত্যু ঘটে।
রচনার সমাপ্তি: কবিতাটি ১৮৫০ সালে প্রকাশিত হয়, হলামের মৃত্যুর সতেরো বছর পর।
শোকের প্রক্রিয়া: দীর্ঘ রচনার সময়কাল টেনিসনের শোক, সংশয় এবং faith-এ চূড়ান্ত পুনর্মিলনের জটিল প্রক্রিয়ার প্রতিফলন।
-
তিনি কবিতাটি রৈখিকভাবে লিখেননি, বরং ১৩৩টি পৃথক ক্যান্টো (অথবা অংশ) ধাপে ধাপে রচনা করেছেন, যখন তার স্মৃতি ও অনুভূতি উদ্ভূত হয়।

0
Updated: 20 hours ago
What is the theme of The Lotos-Eaters?
Created: 1 month ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 1 month ago
Tithonus contrasts his own fate with that of the swan, which...
Created: 20 hours ago
A
Sings a beautiful song before it dies.
B
Lives for a thousand years.
C
Can be reborn from its own ashes.
D
Mates for life.
কবিতায় টিথোনাস তার “নিষ্ঠুর অমরত্ব” নিয়ে বিলাপ করেন এবং এটিকে প্রাকৃতিক মৃত্যুর চক্র ও ক্ষয়ের সঙ্গে তুলনা করেন।
-
তিনি লক্ষ্য করেন যে এমনকি সুইন, যা দীর্ঘায়ু এবং সৌন্দর্যের প্রতীক, শেষ পর্যন্ত মারা যায়।
-
“after many a summer dies the swan” লাইনটি মানুষের মৃত্যুময় জীবনের সঙ্গে আসে শান্তি এবং প্রাকৃতিক সমাপ্তিকে তুলে ধরে।
-
এর মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন যে মৃত্যু ও ক্ষয় মানবজীবনের অবশ্যম্ভাবী এবং প্রশান্তিদায়ক অংশ, যা টিথোনাসের অমরত্বের দুঃখের বিপরীতে অবস্থান করে।

0
Updated: 20 hours ago