How do the sailors imagine the gods live in "The Lotus-Eaters" ?
A
In a state of constant worry over mortals
B
"Careless of mankind," relaxing in divine bliss
C
Actively plotting against heroes like Ulysses
D
Engaged in endless, divine labor
উত্তরের বিবরণ
কবিতার “Choric Song” অংশে নাবিকেরা তাদের কষ্টসাধ্য জীবনকে দেবদেবতাদের সহজ ও অলস জীবনের সঙ্গে তুলনা করে। তারা কল্পনা করে দেবতা-রা “live and lie reclined / On the hills like Gods together, careless of mankind,” অর্থাৎ মানুষকে তুচ্ছ মনে করে পাহাড়ে বিশ্রাম নেয়।
-
দেবদেবতার জীবন আনন্দময় ও ঝুঁকিমুক্ত, তারা আমৃত্যু পান করে এবং মানুষের “wasted lands” ও “sinking ships” বিষয়ে কোনো উদ্বেগ করে না।
-
নাবিকেরা এই তুলনার মাধ্যমে তাদের দীর্ঘ, ক্লান্তিকর যাত্রা এবং দেবদেবতার অবিচ্ছিন্ন স্বাচ্ছন্দ্যের মধ্যে বৈষম্য স্পষ্টভাবে প্রকাশ করে।

0
Updated: 20 hours ago
What is compared to “a sinking star” in the poem?
Created: 1 week ago
A
Death
B
Knowledge
C
Fame
D
Love
ইউলিসিস বলেন—“To follow knowledge like a sinking star”। এখানে জ্ঞানকে তুলনা করা হয়েছে অস্তগামী নক্ষত্রের সাথে। নক্ষত্রের মতো জ্ঞানও দূরের, অজানার প্রতীক। মানুষ যতই জ্ঞান অনুসরণ করে, তা ততই সরে যায়, কিন্তু এই অনুসন্ধান কখনো থামে না। ইউলিসিস বার্ধক্যেও মনে করেন, মৃত্যুর আগ পর্যন্ত নতুন কিছু জানার চেষ্টা চালিয়ে যেতে হবে।

1
Updated: 1 week ago
Which of the following poems includes a choric song?
Created: 21 hours ago
A
In Memoriam
B
Mariana
C
Locksley Hall
D
The Lotos-Eaters
A choric song is a song sung by a chorus, and in Tennyson's poem "The Lotos-Eaters," the sailors on Odysseus' ship sing a song while on the island of the Lotos-eaters.
Key points about the other options:
"In Memoriam": This poem is an elegy, a poem of mourning, written by Tennyson to commemorate the death of his friend Arthur Hallam. It does not include a choric song.
"Mariana": This poem by Tennyson depicts a lonely woman waiting for her lover to return. It is a poem of solitude and longing, not featuring a choric song.
"Locksley Hall": This poem by Tennyson tells the story of a rejected lover and his reflections on his life. It is a narrative poem, not including a choric song.

0
Updated: 21 hours ago
What is described as hateful in Choric Song IV?
Created: 1 week ago
A
Dark-blue sky and sea
B
Sunshine
C
Mountains
D
Islands
নাবিকরা বলে “Hateful is the dark-blue sky, vaulted o’er the dark-blue sea”। আকাশ ও সাগর তাদের কাছে ঘৃণার প্রতীক, কারণ এগুলো যাত্রা, শ্রম ও সংগ্রামের প্রতীক। আকাশ ও সমুদ্র সীমাহীন কষ্ট ও যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। তাদের কাছে প্রকৃত আনন্দ শান্তি, না যে এই অন্তহীন যাত্রা।

1
Updated: 1 week ago