The sailors' core argument in "The Lotus-Eaters" against returning to their journey is that...
A
The ship is no longer seaworthy.
B
They have run out of supplies.
C
"All things have rest," so they should too.
D
They are afraid of Ulysses.
উত্তরের বিবরণ
কবিতায় “The Lotus-Eaters”-এ নাবিকদের মূল যুক্তি হলো “All things have rest,” তাই তাদেরও বিশ্রামের অধিকার থাকা উচিত। তারা দীর্ঘ এবং কষ্টসাধ্য যাত্রায় ক্লান্ত হয়ে পড়েছে এবং মনে করে তাদের কষ্ট প্রাকৃতিক বিশ্বের বিশ্রামের তুলনায় অন্যায়ময়।
-
এই যুক্তি প্রকাশ পায় কবিতার “Choric Song”-এ, যেখানে নাবিকেরা তাদের ইচ্ছা ও অভিযোগ ব্যক্ত করে।
-
তারা লক্ষ্য করে যে পাতা ও ফুলের মতো প্রাকৃতিক জিনিসগুলো তাদের জীবন শেষ হলে কাজ থেকে বিরতি নেয়, কিন্তু মানুষকে চিরস্থায়ী পরিশ্রমের দণ্ড ভোগ করতে হয়।
-
নাবিকদের বক্তব্য মূলত মানব জীবনের কঠোর পরিশ্রম বনাম প্রাকৃতিক বিশ্রামের মধ্যে বৈষম্যকে তুলে ধরে।

0
Updated: 20 hours ago
What is the significance of the final line “To strive, to seek, to find, and not to yield”?
Created: 1 week ago
A
It encourages surrender
B
It shows despair
C
It declares determination
D
It describes death
শেষ লাইনটি ইউলিসিসের দৃঢ় সংকল্পের ঘোষণা। এখানে বলা হয়েছে—জীবনে সংগ্রাম করতে হবে, খুঁজতে হবে, পেতে হবে, কিন্তু কখনো নত হওয়া যাবে না। এটি তার চূড়ান্ত বীরোচিত স্লোগান।

0
Updated: 1 week ago
"I am a part of all that I have met"- who said this?
Created: 20 hours ago
A
Tithonus
B
Ulysses
C
Lotus Eaters
D
Dante
উলিসিসের উক্তিটি তার বিস্তীর্ণ অভিযানের মধ্য দিয়ে অর্জিত জ্ঞান এবং স্ব-পরিচয়ের প্রতিফলন প্রকাশ করে। “I am a part of all that I have met; Yet all experience is an arch where thro' Gleams that untravell'd world” লাইনটি দেখায় যে তার অভিজ্ঞতাগুলি তাকে গড়ে তুলেছে এবং একই সঙ্গে নতুন অনুসন্ধানের তৃষ্ণাও জাগিয়েছে।
-
“I am a part of all that I have met” অংশটি দেখায় যে প্রত্যেকটি সাক্ষাৎ এবং যাত্রা তার পরিচয় গঠনে অবদান রেখেছে।
-
উলিসিসের চরিত্র কেবল তার জন্ম বা স্বাভাবিক বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত নয়, বরং মানুষ, স্থান এবং ঘটনা যা সে দেখেছে, সেগুলির প্রতিফলনও তার অংশ।
-
তার ভ্রমণ এবং অভিজ্ঞতা তার স্ব-উদ্ভাবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
-
“Yet all experience is an arch where thro' Gleams that untravell'd world” অংশটি আরও ব্যাখ্যা করে যে, বিস্তীর্ণ যাত্রার পরও অজানার অন্বেষণ অব্যাহত।
-
অভিজ্ঞতা এখানে শেষ লক্ষ্য নয়, বরং নতুন সম্ভাবনা এবং আত্ম-উদ্ভাবনের পথ।
-
“Untravell'd world” অজানা ও চিরস্থায়ী বৃদ্ধি এবং আত্ম-অন্বেষণের সম্ভাবনাকে প্রতীকী করে।

0
Updated: 20 hours ago
What is
the theme of The Lotos-Eaters?
Created: 1 month ago
A
Escape from reality
B
War
C
Love
D
Power

0
Updated: 1 month ago