1/{(2-1 + 5-1)-1 }এর সমাধান কোনটি?
A
7/10
B
- 10/7
C
10/7
D
- 7/10
উত্তরের বিবরণ
প্রশ্ন: 1/(2-1 + 5-1)-1 এর সমাধান কোনটি?
সমাধান:
1/(2- 1 + 5- 1)- 1
= 1/{(1/2) + (1/5)}- 1
= 1/{(5 + 2)/10}- 1
= 1/(7/10)- 1
= 1/{1/(7/10)}
= 7/10

0
Updated: 21 hours ago
একটি ক্রিকেট দলে যতজন খেলোয়াড় রান আউট হলো, তার দেড়গুণ খেলোয়াড় কট আউট হলো। মোট উইকেটের অর্ধেক খেলোয়াড় বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলেন?
Created: 3 months ago
A
৪ জন
B
৩ জন
C
২ জন
D
৫ জন
প্রশ্ন: একটি ক্রিকেট দলে যতজন খেলোয়াড় রান আউট হলো, তার দেড়গুণ খেলোয়াড় কট আউট হলো। মোট উইকেটের অর্ধেক খেলোয়াড় বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলেন?
সমাধান:
রান আউটের সংখ্যা = x হলে, কট আউটের সংখ্যা = ৩x/২ জন।
যেহেতু মোট উইকেটের সংখ্যা ১০ টি এবং অর্ধেক খেলোয়াড় বোল্ড আউট হয়।
শর্তমতে,
⇒ x + (৩x/২) + ৫ = ১০
⇒ (২x + ৩x)/২ = ৫
⇒ ৫x = ১০
⇒ x = ১০/৫
∴ x = ২
∴ কট আউটের সংখ্যা = (৩ × ২)/২ = ৩ জন

0
Updated: 3 months ago
2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?
Created: 1 week ago
A
- 3/2 < x < - 1
B
- 3/2 < x < 1
C
- 3/2 ≤ x ≤ 1
D
- 3/2 < x ≤ 1
প্রশ্ন: 2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?
সমাধান:
2x2 + 5x + 3 < 0
2x2 + 2x + 3x + 3 < 0
2x(x + 1) + 3 (x + 1) < 0
(x + 1)(2x + 3) < 0
2x2 + 5x + 3 < 0 সত্য হবে যদি (x + 1) < 0 এবং (2x + 3) > 0 হয়।
এখন, x + 1 < 0 এবং 2x + 3 > 0
x < - 1 এবং x > - 3/2
- 1 এর চেয়ে ছোট এবং- 3/2 এর চেয়ে বড়
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.
সুতরাং নির্ণেয় সমাধানঃ - 3/2 < x < - 1
আবার,
2x2 + 5x + 3 < 0 সত্য হবে যদি x + 1 > 0 এবং 2x + 3 < 0 হয়।
এখন, x + 1 > 0 এবং 2x + 3 < 0
x > - 1 এবং x < - 3/2
x এর মান - 1 এর চেয়ে বড় এবং - 3/2 এর চেয়ে ছোট x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।
∴ নির্ণেয় সমাধান = - 3/2 < x < - 1

0
Updated: 1 week ago
If x = 2 , what is the value of 5x2√(x4 - x2) = ?
Created: 13 hours ago
A
40√3
B
80
C
60√2
D
100
If x = 2 , what is the value of 5x2√(x4 - x2) = ?
Solution:
Given that,
x = 2
Now,
5x2√(x4 - x2)
= 5 × (2)2 × √(24 - 22)
= 5 × 4 × √(16 - 4)
= 20 × √(12)
= 20 × √(4 × 3)
= 20 × 2 × √3
= 40√3

0
Updated: 13 hours ago