Which classical work inspired “The Lotos-Eaters”?
A
The Iliad
B
The Aeneid
C
The Divine Comedy
D
The Odyssey
উত্তরের বিবরণ
টেনিসনের কবিতা সরাসরি হোমারের Odyssey থেকে অনুপ্রাণিত, বিশেষ করে সেই অংশ থেকে যেখানে ওডিসিউসের সেনারা লোটাস-ভোগীদের দ্বীপে পৌঁছায়। সেখানে তারা লোটাস ফল খাওয়ার পর সব আগ্রহ হারিয়ে ফেলে এবং ঘরে ফিরে যাওয়ার ইচ্ছা বন্ধ হয়ে যায়, বরং আনন্দময় ও ভুলের মধ্যেই স্থায়ী থাকতে চায়।
-
টেনিসন এই অংশটিকে প্রসারিত করেছেন এবং দেখিয়েছেন মনস্তাত্ত্বিক প্রভাব ও প্রলোভনের কৌশল, যা মানুষকে অলসতা ও স্থির অবস্থায় আটকে রাখতে পারে।
-
কবিতায় তিনি মানব মনের দুর্বলতা এবং অন্তর্দৃষ্টি তুলে ধরেছেন, যা লোটাস ফল খাওয়ার মতো আনন্দময় বিস্মৃতির প্রলোভন সৃষ্টি করে।
-
এটি মূলত মানুষের অভিযান ও দায়িত্বের প্রতি আগ্রহ হারানোর ঝুঁকি এবং সেই পরিস্থিতি মোকাবিলার মানসিক চ্যালেঞ্জকে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago
What natural process is contrasted with human toil in Choric Song III?
Created: 1 month ago
A
Growth of flowers and fruits
B
Eruption of volcanoes
C
Flow of rivers
D
Motion of stars
চোরিক সংগীতের তৃতীয় অংশে নাবিকরা বলে, পাতার জন্ম, ফলের পাকধরা, ফুলের ঝরে যাওয়া—সবই শ্রম ছাড়াই ঘটে। এগুলো প্রকৃতির সহজ নিয়ম। কিন্তু মানুষের জীবন কঠোর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে। এই বৈপরীত্য দেখিয়ে নাবিকরা দাবি করে, তাদেরও প্রকৃতির মতো শ্রমহীন জীবনে অংশগ্রহণ করার অধিকার আছে।
3
Updated: 1 month ago
Which phrase describes the land where the mariners arrive?
Created: 1 month ago
A
“Always morning”
B
“Always afternoon”
C
“Always twilight”
D
“Always night”
নাবিকরা যে দেশে পৌঁছায় সেটিকে বর্ণনা করা হয়েছে “Always afternoon” হিসেবে। বিকেলের সময় মানে ক্লান্তি, স্থবিরতা ও নিস্তেজতার প্রতীক। সকাল যেমন কর্মশক্তির প্রতীক, বিকেল হলো সেই শক্তির ক্ষয়। টেনিসন এখানে প্রতীকীভাবে এমন একটি ভূমি এঁকেছেন, যেখানে সময় থেমে আছে। এখানে শ্রম নেই, কেবল বিশ্রাম ও অবসাদ। এটি মূলত নাবিকদের মানসিক অবস্থার প্রতিফলন, যারা ক্লান্ত জীবনের দায়িত্ব ভুলে বিশ্রামে মিশে যেতে চায়।
1
Updated: 1 month ago
What Victorian quality does the poem reflect most?
Created: 1 month ago
A
Escapism
B
Faith in progress and perseverance
C
Love of romance
D
Criticism of monarchy
Ulysses ভিক্টোরিয়ান যুগের মূল মনোভাবকে প্রতিফলিত করে—অগ্রগতির প্রতি বিশ্বাস, জ্ঞান অনুসন্ধান, অধ্যবসায় ও মানবিক ইচ্ছাশক্তির জয়। ইউলিসিসের জীবনদর্শন হলো মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া। এটি ভিক্টোরিয়ান যুগের মানুষের বিজ্ঞান, ভ্রমণ ও জ্ঞানের প্রতি আগ্রহকে প্রতিফলিত করে।
1
Updated: 1 month ago