The mariners' initial reaction to the land of Lotus eaters, is one of:
A
Fear and suspicion
B
Joy and excitement
C
Weariness and longing for rest
D
Curiosity and exploration
উত্তরের বিবরণ
নাবিকদের লোটাস-ভোগীদের দ্বীপে প্রথম প্রতিক্রিয়া মূলত ক্লান্তি ও বিশ্রামের আকাঙ্ক্ষা প্রকাশ করে। তারা দীর্ঘদিন ধরে সমুদ্রের কষ্টকর পরিশ্রমের পর “weary, toiling in the brine, all day long” অবস্থা নিয়ে পৌঁছায়।
-
তাদের প্রথম ইচ্ছা হলো শুয়ে বিশ্রাম নেওয়া।
-
দ্বীপের শান্ত ও ঘুমপাড়ানি পরিবেশ তাদের বিশ্রামের আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে।
-
লোটাস ফল এই আকাঙ্ক্ষাকে চিরস্থায়ী অলসতা ও বিস্মৃতির প্রতি প্রলুব্ধিতে পরিণত করে।

0
Updated: 21 hours ago
"Morte d'Arthur", is a poem by -
Created: 4 weeks ago
A
Charles Dickens
B
P. B. Shelley
C
Alfred Tennyson
D
John Milton
• Answer: Alfred Tennyson
• Morte d'Arthur
-
A poem based on the legend of King Arthur.
-
The central theme is loyalty and its expression through chivalry.
-
The poem emphasizes that loyalty to the king is the core purpose of a knight’s life.
-
It begins after Arthur's final battle, with the mortally wounded king accompanied by Sir Bedivere.
• Famous quotation:
-
"The old order changeth, yielding place to new."
• Lord Alfred Tennyson (1809–1892)
-
A leading poet of the Victorian period and its chief representative.
-
Appointed Poet Laureate of England in 1850.
-
Known for his melodious language and considered a lyric poet.
-
His elegy In Memoriam was written in memory of his close friend Arthur Henry Hallam.
• Other notable works:
-
Oenone, Ulysses, The Lotos-Eaters, Locksley Hall, In Memoriam, Morte d’Arthur, The Princess, The Two Voices, The Lady of Shalott.
Source: Britannica

0
Updated: 4 weeks ago
When Tithonus begs Aurora to "Take back thy gift," he is not asking for death directly, but for:
Created: 21 hours ago
A
A different kind of immortality.
B
Restoration to his youth.
C
A return to his original, mortal state, subject to natural death.
D
To be transformed into an animal.
টিথোনাস বোঝে যে তার অমরত্বের উপহার একটি অভিশাপে পরিণত হয়েছে।
-
তিনি প্রাকৃতিক মানব জীবনের চক্রকে, যেখানে মৃত্যু অন্তর্ভুক্ত, “kindly” এবং আকর্ষণীয় মনে করেন।
-
তিনি অরোরা-কে অনুরোধ করেন “restore me to the ground”, অর্থাৎ তাকে প্রাকৃতিক জীবন সম্পূর্ণ করতে দিন, তার অমর কিন্তু ক্ষয়প্রাপ্ত অস্তিত্বের পরিবর্তে।
-
তার আকাঙ্ক্ষা হলো আবার মৃত্যুপ্রাপ্ত মানুষ হওয়া, যার একটি প্রাকৃতিক সমাপ্তি থাকবে।

0
Updated: 21 hours ago
What does Ulysses reject as life?
Created: 1 week ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

1
Updated: 1 week ago