What happens to the sailors after eating the lotus?
A
They become aggressive
B
They fall into a dreamlike state
C
They gain supernatural strength
D
They become immortal
উত্তরের বিবরণ
টেনিসন লোটাস-ভোগীদের গল্প হোমারের The Odyssey থেকে গ্রহণ করেছেন। গল্পে যখন নাবিকেরা দ্বীপবাসীদের দেওয়া লোটাস ফল খায়, তারা স্বপ্নময় অবস্থায় চলে যায়। লোটাসের ফলের নেশাজাতীয় প্রভাব তাদের ঘরে ফেরার ইচ্ছা শেষ পর্যন্ত মুছে দেয়।
-
Blissful forgetfulness: লোটাস খাওয়ার ফলে নাবিকেরা তাদের দীর্ঘ ও কষ্টকর যাত্রা, মাতৃভূমি এবং পরিবারকে ভুলে যায়। এই স্মৃতিশক্তি হারানো তাদের যাত্রা চালিয়ে যাওয়ার উদ্যমও মুছে দেয়।
-
Peaceful apathy: লোটাস খাওয়া নাবিকেরা দ্বীপে বসে থেকে ফসল খেতে থাকায় একধরনের শান্ত অলসতায় মোহিত হয়ে যায়। তারা আর জাহাজে ফেরার ইচ্ছা পোষণ করে না।
-
Overcoming the temptation: লোটাস ফল ওডিসিউসের ঘরে ফেরার উদ্দেশ্যের জন্য গুরুত্বপূর্ণ বিপদ। তিনি বাধ্য হয়েই নাবিকদের জাহাজে টেনে নেন, তাদের বেঁধে দ্রুত যাত্রা শুরু করেন, যাতে আর কেউ লোটাসের প্রভাবে হার না মানে।

0
Updated: 21 hours ago
What Victorian quality does the poem reflect most?
Created: 1 week ago
A
Escapism
B
Faith in progress and perseverance
C
Love of romance
D
Criticism of monarchy
Ulysses ভিক্টোরিয়ান যুগের মূল মনোভাবকে প্রতিফলিত করে—অগ্রগতির প্রতি বিশ্বাস, জ্ঞান অনুসন্ধান, অধ্যবসায় ও মানবিক ইচ্ছাশক্তির জয়। ইউলিসিসের জীবনদর্শন হলো মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া। এটি ভিক্টোরিয়ান যুগের মানুষের বিজ্ঞান, ভ্রমণ ও জ্ঞানের প্রতি আগ্রহকে প্রতিফলিত করে।

1
Updated: 1 week ago
What does Ulysses say about pausing or making an end?
Created: 1 week ago
A
It is noble
B
It is dull
C
It is rewarding
D
It is wise
ইউলিসিস বলেন: “How dull it is to pause, to make an end”। অর্থাৎ, জীবনের যাত্রা থামানো বা শেষ করে দেওয়া তাঁর কাছে নিরস ও অর্থহীন। তিনি মনে করেন, মানুষকে সর্বদা চলতে হবে, নতুন কিছু অর্জন করতে হবে। থেমে যাওয়া মানে মরিচা ধরা লোহার মতো অকেজো হওয়া। এই লাইন তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে—যেখানে কর্ম, অভিজ্ঞতা ও সংগ্রামই আসল।

0
Updated: 1 week ago
Who wrote In Memoriam?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
William Wordsworth

0
Updated: 1 month ago