Ulysses dismisses his "savage race" and the "unequal laws unto a savage race" primarily because he perceives them as:
A
Rebellious and disloyal
B
Uninterested in his grand adventures and intellectual pursuits
C
Too demanding of his time and attention
D
Incapable of understanding complex governance
উত্তরের বিবরণ
চরিত্রটির অবহেলাপূর্ণ ভঙ্গি মূলত এসেছে তার দৃষ্টিভঙ্গি থেকে। সে মনে করে তার জনগণ তার মতো বুদ্ধিবৃত্তিক বা সাহসী স্তরে পৌঁছাতে সক্ষম নয়। তাদের জীবনযাত্রা তার কাছে নিছক সাধারণ ও তুচ্ছ বলে মনে হয়।
-
সে মনে করে জনগণ কেবল “hoard, and sleep, and feed”—এই ধরনের দৈনন্দিন কাজে সীমাবদ্ধ।
-
তাদের মধ্যে সেই মহৎ অভিজ্ঞতা ও জ্ঞান উপলব্ধি করার ক্ষমতা নেই, যা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
জনগণের দৈনন্দিন জীবন ও চিন্তার সঙ্গে তার কোনো মানসিক সংযোগ তৈরি হয় না।
-
তাদের উদ্বেগ ও সাধারণ বিষয়গুলোকে সে তুচ্ছ মনে করে।
-
তার নিজস্ব লক্ষ্য সবসময় অজানাকে আবিষ্কার করা এবং গভীরতর জ্ঞান অর্জন করা।
0
Updated: 1 month ago
What sound do the mariners hear after eating Lotos?
Created: 1 month ago
A
A joyous song
B
A thin voice, like from the grave
C
Thunder of gods
D
Echo of war cries
লোটাস খাওয়ার পর নাবিকরা শুনতে পায় সঙ্গীদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে, যেন কবর থেকে ভেসে আসছে। এটি বোঝায় তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে এক অলৌকিক ঘুমের জগতে প্রবেশ করেছে। এটি মৃত্যুর নৈকট্যের প্রতীক হিসেবেও কাজ করে।
1
Updated: 1 month ago
When Tithonus begs Aurora to "Take back thy gift," he is not asking for death directly, but for:
Created: 1 month ago
A
A different kind of immortality.
B
Restoration to his youth.
C
A return to his original, mortal state, subject to natural death.
D
To be transformed into an animal.
টিথোনাস বোঝে যে তার অমরত্বের উপহার একটি অভিশাপে পরিণত হয়েছে।
-
তিনি প্রাকৃতিক মানব জীবনের চক্রকে, যেখানে মৃত্যু অন্তর্ভুক্ত, “kindly” এবং আকর্ষণীয় মনে করেন।
-
তিনি অরোরা-কে অনুরোধ করেন “restore me to the ground”, অর্থাৎ তাকে প্রাকৃতিক জীবন সম্পূর্ণ করতে দিন, তার অমর কিন্তু ক্ষয়প্রাপ্ত অস্তিত্বের পরিবর্তে।
-
তার আকাঙ্ক্ষা হলো আবার মৃত্যুপ্রাপ্ত মানুষ হওয়া, যার একটি প্রাকৃতিক সমাপ্তি থাকবে।
0
Updated: 1 month ago
What phrase describes Telemachus as blameless?
Created: 1 month ago
A
“Most blameless is he”
B
“An idle king”
C
“Hungry heart”
D
“Rust unburnish’d”
ইউলিসিস টেলেম্যাকাসকে “Most blameless” বলে উল্লেখ করেছেন। এর মানে সে নিষ্কলুষ, দায়িত্বশীল এবং সাধারণ কর্তব্যে নিবেদিত। এখানে টেনিসন দায়িত্ববান শাসকের মডেল হিসেবে টেলেম্যাকাসকে তুলে ধরেছেন, যা ইউলিসিসের অভিযাত্রী মানসিকতার সাথে তীব্র বৈপরীত্য তৈরি করে।
0
Updated: 1 month ago