Who is the "grey spirit yearning in desire / To follow knowledge like a sinking star"?
A
Telemachus
B
Ulysses himself
C
The mariners
D
An ancient prophet
উত্তরের বিবরণ
উলিসিসের বক্তব্যে বয়স, আকাঙ্ক্ষা এবং জ্ঞানান্বেষণের প্রতীকী দিকগুলো ফুটে উঠেছে। যদিও তিনি আর তরুণ নন, তার মানসিকতা এখনও অস্থির ও অনুসন্ধিৎসু।
-
"Grey" শব্দটি বৃদ্ধাবস্থা বোঝায়। তিনি আর তরুণ বীর নন, বরং মহৎ অভিযান শেষে ইথাকায় ফিরে আসা এক বৃদ্ধ।
-
"spirit yearning in desire" তার অস্থির ও উচ্চাভিলাষী মনোভাবকে প্রকাশ করে। বয়স বেড়ে গেলেও তার আত্মা এখনও অজানাকে আবিষ্কারের তৃষ্ণায় ব্যাকুল।
-
ইথাকায় একঘেয়ে ও অলস জীবন তাকে সন্তুষ্ট করতে পারে না; তাই তিনি শেষবারের মতো নতুন অভিযানে যেতে চান।
-
"To follow knowledge like a sinking star" তার অতৃপ্ত জ্ঞানপিপাসা ও নতুন অভিজ্ঞতার তৃষ্ণার প্রতীক। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সীমাহীন জ্ঞান ও অজানাকে অনুসরণ করতে চান, যেমন একটি তারকা দিগন্তের ওপারে হারিয়ে যায়।

0
Updated: 21 hours ago
At the beginning of the poem, Ulysses expresses dissatisfaction with his current situation. Where is he and what is he doing?
Created: 21 hours ago
A
Sailing the seas, battling monsters
B
On his throne in Ithaca, governing his people
C
Exploring new lands, seeking knowledge
D
Fighting in the Trojan War
At the beginning of the poem, Ulysses expresses dissatisfaction with his current situation while he is:
খ) On his throne in Ithaca, governing his people
He describes his life there as idle and unfulfilling after all his grand adventures. He feels he is "matched with an aged wife" and is "an idle king, by this still hearth, among these barren crags." He finds no joy in doling out "unequal laws" to a "savage race" that knows him not.

0
Updated: 21 hours ago
What is described as hateful in Choric Song IV?
Created: 1 week ago
A
Dark-blue sky and sea
B
Sunshine
C
Mountains
D
Islands
নাবিকরা বলে “Hateful is the dark-blue sky, vaulted o’er the dark-blue sea”। আকাশ ও সাগর তাদের কাছে ঘৃণার প্রতীক, কারণ এগুলো যাত্রা, শ্রম ও সংগ্রামের প্রতীক। আকাশ ও সমুদ্র সীমাহীন কষ্ট ও যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। তাদের কাছে প্রকৃত আনন্দ শান্তি, না যে এই অন্তহীন যাত্রা।

1
Updated: 1 week ago
What is the metaphor for experience in the poem?
Created: 1 week ago
A
A star
B
An arch
C
A river
D
A ship
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।

0
Updated: 1 week ago