Ulysses dismisses his "savage race" and the "unequal laws unto a savage race" primarily because he perceives them as:
A
Rebellious and disloyal
B
Uninterested in his grand adventures and intellectual pursuits
C
Too demanding of his time and attention
D
Incapable of understanding complex governance
উত্তরের বিবরণ
চরিত্রটির অবহেলাপূর্ণ ভঙ্গি মূলত এসেছে তার দৃষ্টিভঙ্গি থেকে। সে মনে করে তার জনগণ তার মতো বুদ্ধিবৃত্তিক বা সাহসী স্তরে পৌঁছাতে সক্ষম নয়। তাদের জীবনযাত্রা তার কাছে নিছক সাধারণ ও তুচ্ছ বলে মনে হয়।
-
সে মনে করে জনগণ কেবল “hoard, and sleep, and feed”—এই ধরনের দৈনন্দিন কাজে সীমাবদ্ধ।
-
তাদের মধ্যে সেই মহৎ অভিজ্ঞতা ও জ্ঞান উপলব্ধি করার ক্ষমতা নেই, যা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
জনগণের দৈনন্দিন জীবন ও চিন্তার সঙ্গে তার কোনো মানসিক সংযোগ তৈরি হয় না।
-
তাদের উদ্বেগ ও সাধারণ বিষয়গুলোকে সে তুচ্ছ মনে করে।
-
তার নিজস্ব লক্ষ্য সবসময় অজানাকে আবিষ্কার করা এবং গভীরতর জ্ঞান অর্জন করা।

0
Updated: 21 hours ago
Which constellation is mentioned in the poem?
Created: 1 week ago
A
Orion
B
Hyades
C
Pleiades
D
Ursa Major
কবিতায় ইউলিসিস “the rainy Hyades” উল্লেখ করেন। Hyades একটি নক্ষত্রমণ্ডল যা প্রাচীন জ্যোতির্বিদ্যায় বর্ষার সাথে সম্পর্কিত। ইউলিসিস এই নক্ষত্রকে ব্যবহার করে তাঁর সমুদ্রযাত্রার কঠিন সময়ের কথা স্মরণ করেন, যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি তাঁকে কষ্ট দিয়েছে। এটি তাঁর দুঃসাহসী জীবনের একটি অংশ, যা শুধু আনন্দ নয়, কষ্ট ও বিপদেও পূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউলিসিস প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছেন এবং অভিজ্ঞতাকে গ্রহণ করেছেন, সেটা আনন্দ হোক বা দুঃখ।

2
Updated: 1 week ago
"Morte d'Arthur", is a poem by -
Created: 4 weeks ago
A
Charles Dickens
B
P. B. Shelley
C
Alfred Tennyson
D
John Milton
• Answer: Alfred Tennyson
• Morte d'Arthur
-
A poem based on the legend of King Arthur.
-
The central theme is loyalty and its expression through chivalry.
-
The poem emphasizes that loyalty to the king is the core purpose of a knight’s life.
-
It begins after Arthur's final battle, with the mortally wounded king accompanied by Sir Bedivere.
• Famous quotation:
-
"The old order changeth, yielding place to new."
• Lord Alfred Tennyson (1809–1892)
-
A leading poet of the Victorian period and its chief representative.
-
Appointed Poet Laureate of England in 1850.
-
Known for his melodious language and considered a lyric poet.
-
His elegy In Memoriam was written in memory of his close friend Arthur Henry Hallam.
• Other notable works:
-
Oenone, Ulysses, The Lotos-Eaters, Locksley Hall, In Memoriam, Morte d’Arthur, The Princess, The Two Voices, The Lady of Shalott.
Source: Britannica

0
Updated: 4 weeks ago
What natural process is contrasted with human toil in Choric Song III?
Created: 1 week ago
A
Growth of flowers and fruits
B
Eruption of volcanoes
C
Flow of rivers
D
Motion of stars
চোরিক সংগীতের তৃতীয় অংশে নাবিকরা বলে, পাতার জন্ম, ফলের পাকধরা, ফুলের ঝরে যাওয়া—সবই শ্রম ছাড়াই ঘটে। এগুলো প্রকৃতির সহজ নিয়ম। কিন্তু মানুষের জীবন কঠোর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে। এই বৈপরীত্য দেখিয়ে নাবিকরা দাবি করে, তাদেরও প্রকৃতির মতো শ্রমহীন জীবনে অংশগ্রহণ করার অধিকার আছে।

2
Updated: 1 week ago