Ulysses characterizes Telemachus's rule as one that will "by slow prudence make mild / A rugged people." This suggests Telemachus's approach to governance is:
A
Strict and authoritarian
B
Patient and diplomatic
C
Aggressive and expansionist
D
Lazy and ineffective.
উত্তরের বিবরণ
Ulysses characterizes Telemachus's rule as one that will
"by slow prudence make mild
A rugged people."
This suggests Telemachus's approach to governance is:
খ) Patient and diplomatic
"Slow prudence" implies careful, thoughtful, and unhurried judgment.
"Make mild" suggests a gentle, pacifying, and civilizing influence.
Together, these phrases depict Telemachus as someone who will govern with wisdom, tact, and a gradual approach to bring order and calm to his people, rather than through force or impulsiveness.
0
Updated: 1 month ago
"In Memoriam" is a seminal work in English literature not only for its emotional depth but also for its contribution to:
Created: 1 month ago
A
The development of the novel.
B
The philosophical poem, engaging directly with contemporary intellectual debates.
C
Popular light verse.
D
Dramatic theatre.
ভিক্টোরিয়ান বিশ্বাসের সংকট মোকাবিলা: In Memoriam রচনা করা হয়েছিল একটি সময়ে যখন বৈজ্ঞানিক আবিষ্কার প্রচলিত ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করছিল, বিশেষ করে ভূতত্ত্ব এবং প্রাথমিক বিবর্তন তত্ত্বে। টেনিসনের বক্তা খ্রিস্টীয় বিশ্বাসকে উদীয়মান বৈজ্ঞানিক ধারণার সঙ্গে কীভাবে মিলিয়ে নেয়া যায় তা নিয়ে সংগ্রাম করেন। এটি কবিতাকে সময়ের বৌদ্ধিক ও আধ্যাত্মিক উদ্বেগের সঙ্গে গভীর সংলাপ হিসেবে দাঁড় করায়।
-
ব্যক্তিগত শোকের বাইরে: যদিও কবিতাটি মূলত টেনিসনের বন্ধু আর্থার হেনরি হলামের মৃত্যু থেকে উদ্ভূত ব্যক্তিগত শোকের ভিত্তিতে লেখা, তিনি এটি জীবন, মৃত্যু ও বিশ্বাসের বিস্তৃত দার্শনিক প্রশ্নে প্রসারিত করেন।
-
তিনি অনুসন্ধান করেন যে, প্রকৃতির উদাসীন প্রক্রিয়ার অধীনে মানবজীবন কি কোনো বৃহত্তর উদ্দেশ্য রাখে কি না।
-
“একটি যুগের মাইক্রোকসম”: ব্যক্তিগত শোক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জনসাধারণের প্রতিফলনে রূপান্তর কবিতার গুরুত্বকে প্রতিষ্ঠিত করেছে।
-
এটি ১৯শ শতকের ভিক্টোরিয়ানদের জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে কাজ করে, যারা একই বৌদ্ধিক ও আধ্যাত্মিক দ্বিধার সঙ্গে সংগ্রাম করছিলেন, এবং কবিতাটি ছিল সেই সময়ের মানুষের শোক ও সংকটের ছোট প্রতিলিপি।
0
Updated: 1 month ago
Why does Ulysses call himself “an idle king”?
Created: 1 month ago
A
Because he is powerless
B
Because he dislikes passive rule
C
Because he has lost his throne
D
Because he is too old to rule
কবিতার শুরুতেই ইউলিসিস নিজেকে “an idle king” বলে উল্লেখ করেন। এর মানে, তিনি রাজা হলেও শুধু ঘরে বসে আইন তৈরি করা এবং শাসন করা তার কাছে নিষ্ক্রিয়তা। তাঁর প্রজারা তাকে বোঝে না; তারা শুধু খায়, ঘুমায় আর সম্পদ জমায়।
ইউলিসিসের মন চায় অভিযান, ভ্রমণ, যুদ্ধ এবং জ্ঞানান্বেষণ। তাই তিনি রাজত্বকে অকর্মণ্যতা হিসেবে দেখেন। এই অভিব্যক্তির মাধ্যমে টেনিসন ইউলিসিসকে এমন এক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন, যিনি সাধারণ কর্তব্যের বাইরে গিয়ে জীবনকে পূর্ণতা দিতে চান।
0
Updated: 1 month ago
"The old order changeth, yielding place to new" - This line is created by -
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
John Milton
C
Matthew Arnold
D
Robert Browning
Morte d'Arthur (Poem)
-
রচনা: Alfred Tennyson
-
Theme: Loyalty & chivalry; Knights-এর জীবন ও আনুগত্য।
-
সূচনা: Arthur-এর শেষ যুদ্ধে আহত অবস্থায়, Sir Bedivere-এর সঙ্গে।
-
Famous line: "The old order changeth, yielding place to new"
Alfred Tennyson
-
English poet, chief representative of Victorian age।
-
বিখ্যাত কবিতা: The Lotos Eaters, Morte d'Arthur, Tithonus, Ulysses, In Memoriam, The Charge of the Light Brigade
Morte d'Arthur (Prose)
-
রচনা: Sir Thomas Malory
-
প্রথম English prose version of Arthurian legend।
0
Updated: 1 month ago