৬ টি রশ্মি দ্বারা কতগুলো কোণ আঁকা সম্ভব?
A
৬ টি
B
৭ টি
C
১০ টি
D
১৫ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৬ টি রশ্মি দ্বারা কতগুলো কোণ আঁকা সম্ভব?
সমাধান:
আমরা জানি,
কোণ সংখ্যা = (রশ্মি সংখ্যা) × {(রশ্মি সংখ্যা/২) - (১/২)}এখন,
৬ টি রশ্মি দ্বারা গঠিত কোণসংখ্যা,
= ৬ × {(৬/২) - (১/২)}
= ৬ × {৩ - (১/২}
= ৬ × {(৬ - ১)/২}
= ৬ × (৫/২)
= (৩ × ৫) টি
= ১৫ টি
সমাধান:
আমরা জানি,
কোণ সংখ্যা = (রশ্মি সংখ্যা) × {(রশ্মি সংখ্যা/২) - (১/২)}
৬ টি রশ্মি দ্বারা গঠিত কোণসংখ্যা,
= ৬ × {(৬/২) - (১/২)}
= ৬ × {৩ - (১/২}
= ৬ × {(৬ - ১)/২}
= ৬ × (৫/২)
= (৩ × ৫) টি
= ১৫ টি

0
Updated: 21 hours ago
If x + 1/x = 7, find the value of 3x/(x2 - 6x + 1)
Created: 13 hours ago
A
1
B
3
C
0
D
- 2
Question: If x + 1/x = 7, find the value of 3x/(x2 - 6x + 1)
Solution:
Given,
x + 1/x = 7
⇒ (x2 + 1)/x = 7
∴ x2 + 1 = 7x
Now,
3x/(x2 - 6x + 1)
= 3x/(x2 + 1 - 6x)
= 3x/(7x - 6x)
= 3x/x
= 3

0
Updated: 13 hours ago
যদি x + y = 10 এবং xy = 21 হয়, তবে x - y এর মান কত?
Created: 2 days ago
A
2
B
4
C
8
D
16
প্রশ্ন: যদি x + y = 10 এবং xy = 21 হয়, তবে x - y এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x + y = 10 এবং xy = 21
আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
⇒ (x - y)2 = (10)2 - 4 × 21
⇒ (x - y)2 = 100 - 84
⇒ (x - y)2 = 16
⇒ x - y = √16
∴ x - y = 4

0
Updated: 2 days ago
a + b = 25 এবং a - b = 5 হলে, ab এর মান কত?
Created: 2 days ago
A
125
B
100
C
150
D
120
প্রশ্ন: a + b = 25 এবং a - b = 5 হলে, ab এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
a + b = 25
a - b = 5
আমরা জানি,
4ab = (a + b)2 - (a - b)2
⇒ 4ab = (25)2 - (5)2
⇒ 4ab = 625 - 25
⇒ 4ab = 600
⇒ ab = 600/4
∴ ab = 150

0
Updated: 2 days ago