What is Ulysses' primary desire or motivation expressed throughout the poem?
A
To settle down and enjoy a peaceful old age
B
To teach his son, Telemachus, how to rule
C
To continue his journey of exploration and seek new experiences
D
To reclaim his lost glory through military conquest
উত্তরের বিবরণ
Ulysses' primary desire or motivation expressed throughout the poem is: To continue his journey of exploration and seek new experiences. He explicitly states his longing to -
"sail beyond the sunset, and the baths
Of all the western stars, until I die."
He feels that
"all experience is an arch where thro'
Gleams that untravell'd world whose margin fades
For ever and for ever when I move."
He cannot simply rest after his past adventures; his spirit demands continuous striving and discovery.
0
Updated: 1 month ago
Which constellation is mentioned in the poem?
Created: 1 month ago
A
Orion
B
Hyades
C
Pleiades
D
Ursa Major
কবিতায় ইউলিসিস “the rainy Hyades” উল্লেখ করেন। Hyades একটি নক্ষত্রমণ্ডল যা প্রাচীন জ্যোতির্বিদ্যায় বর্ষার সাথে সম্পর্কিত। ইউলিসিস এই নক্ষত্রকে ব্যবহার করে তাঁর সমুদ্রযাত্রার কঠিন সময়ের কথা স্মরণ করেন, যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি তাঁকে কষ্ট দিয়েছে। এটি তাঁর দুঃসাহসী জীবনের একটি অংশ, যা শুধু আনন্দ নয়, কষ্ট ও বিপদেও পূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউলিসিস প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছেন এবং অভিজ্ঞতাকে গ্রহণ করেছেন, সেটা আনন্দ হোক বা দুঃখ।
3
Updated: 1 month ago
Who wrote In Memoriam?
Created: 2 months ago
A
Alfred Tennyson
B
Robert Browning
C
Matthew Arnold
D
William Wordsworth
0
Updated: 2 months ago
"In Memorium", The poet fears that his grief makes him like...
Created: 1 month ago
A
"An infant crying in the night."
B
A "king without a crown."
C
A "ship without a sail."
D
A "soldier in a forgotten war."
“An infant crying in the night”-এ “night” আত্মিক সংশয় ও জীবন-মৃত্যুর বিষয়ক অস্পষ্টতার প্রতীক।
-
রাত্রে কাঁদা শিশু কবির নিজস্ব অনুভূতিকে প্রতিফলিত করে—ছোট, ভঙ্গুর এবং অত্যধিক শোকের মধ্যে হারিয়ে যাওয়া।
-
“An infant crying for the light” অংশটি শিশুর আলো খোঁজা-এর মাধ্যমে কবির দৈব সত্য, আধ্যাত্মিক জ্ঞান বা বন্ধুর মৃত্যুর উদ্দেশ্য বোঝার আকাঙ্ক্ষা প্রকাশ করে।
-
“And with no language but a cry” লাইনটি কবির গভীর শোক ও ব্যথাকে ফুটিয়ে তোলে।
-
কবি অনুভব করেন যে তার কবিতার শব্দও শেষ পর্যন্ত কেবল একটি আকস্মিক কান্না, যা পরিপূর্ণভাবে ব্যাখ্যা বা সান্ত্বনার উৎস নয়।
-
এই শক্তিশালী উপমা টেনিসনের বিশ্বাসের সংকট এবং শোকের কেন্দ্রকে তুলে ধরে, তার অভিভূত ও বিভ্রান্ত অনুভূতিকে দৃশ্যমান করে।
0
Updated: 1 month ago