Which of the following poems includes a choric song?
A
In Memoriam
B
Mariana
C
Locksley Hall
D
The Lotos-Eaters
উত্তরের বিবরণ
A choric song is a song sung by a chorus, and in Tennyson's poem "The Lotos-Eaters," the sailors on Odysseus' ship sing a song while on the island of the Lotos-eaters.
Key points about the other options:
"In Memoriam": This poem is an elegy, a poem of mourning, written by Tennyson to commemorate the death of his friend Arthur Hallam. It does not include a choric song.
"Mariana": This poem by Tennyson depicts a lonely woman waiting for her lover to return. It is a poem of solitude and longing, not featuring a choric song.
"Locksley Hall": This poem by Tennyson tells the story of a rejected lover and his reflections on his life. It is a narrative poem, not including a choric song.
0
Updated: 1 month ago
What role does faith play in In Memoriam?
Created: 3 weeks ago
A
Faith is depicted as irrelevant to coping with loss
B
Faith helps the poet find peace and understanding in the face of grief
C
Faith is used to justify the inevitability of suffering
D
Faith leads the poet to deny the reality of death
In Memoriam কবিতায়, বিশ্বাস এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কবি তার শোক এবং দুঃখের মধ্যেও বিশ্বাসের শক্তির মাধ্যমে শান্তি এবং বোঝাপড়া খুঁজে পান। কবি তার প্রিয়জনের মৃত্যুর পর, আধ্যাত্মিক বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থা থেকে শান্তি খুঁজে পেতে সক্ষম হন।
তার বিশ্বাস তাকে জীবনের চিরস্থায়ী শক্তির প্রতি আস্থা জোগায় এবং মৃত্যুকে একটি প্রস্থান হিসেবে নয়, বরং একটি নতুন জীবনের সূচনা হিসেবে দেখাতে সাহায্য করে। এভাবে, কবির বিশ্বাস তাকে শোকের মধ্যে সমাধান এবং শক্তি প্রদান করে।
0
Updated: 3 weeks ago
"The Lotus-Eaters" serves as a powerful exploration of the temptation to...
Created: 1 month ago
A
Start a new business.
B
Escape from responsibility and duty.
C
Learn a new language.
D
Run a marathon.
“The Lotos-Eaters” কবিতার মূল থিম হলো অলসতা ও নিষ্ক্রিয়তার প্রলোভন এবং জীবনের কঠোর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার আকাঙ্ক্ষা।
-
দীর্ঘ যাত্রার ক্লান্ত নাবিকেরা লোটাসের প্রভাবে সৃষ্টি হওয়া বিস্মৃতি ও বিশ্রামের অবস্থাতে আকৃষ্ট হয়।
-
তারা এতটাই প্রলুব্ধ হয় যে নিজেদের দায়িত্ব ও কর্তব্য ত্যাগ করার চিন্তায় ফেলে।
-
কবিতাটি মূলত পরিশ্রমী জীবনের চাপ বনাম অলসতার প্রলোভনকে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago
Who does Ulysses wish to meet in the Happy Isles?
Created: 1 month ago
A
Hector
B
Achilles
C
Agamemnon
D
Ajax
ইউলিসিস আশা করেন মৃত্যুর পর “Happy Isles”-এ গিয়ে তিনি মহান বীর অ্যাকিলিসকে দেখবেন। এটি গ্রীক পুরাণের বীরোচিত ঐতিহ্যকে বোঝায়। তাঁর অভিযাত্রী মন মৃত্যুর পরও বীরদের সঙ্গ কামনা করে।
1
Updated: 1 month ago