At the beginning of the poem, Ulysses expresses dissatisfaction with his current situation. Where is he and what is he doing?
A
Sailing the seas, battling monsters
B
On his throne in Ithaca, governing his people
C
Exploring new lands, seeking knowledge
D
Fighting in the Trojan War
উত্তরের বিবরণ
At the beginning of the poem, Ulysses expresses dissatisfaction with his current situation while he is:
খ) On his throne in Ithaca, governing his people
He describes his life there as idle and unfulfilling after all his grand adventures. He feels he is "matched with an aged wife" and is "an idle king, by this still hearth, among these barren crags." He finds no joy in doling out "unequal laws" to a "savage race" that knows him not.

0
Updated: 21 hours ago
What does the dawn, which Aurora brings each day, now represent to Tithonus?
Created: 20 hours ago
A
Hope for a new beginning
B
A painful reminder of the renewal he cannot experience
C
A sign of Aurora's love
D
The promise of his eventual release
টিথোনাস, যাকে অমরত্ব দেওয়া হয়েছিল কিন্তু চিরন্তন যুবকত্ব নয়, অবিরাম বৃদ্ধির যন্ত্রণা ভোগ করে।
-
প্রতিটি সকালে তিনি তার অমর প্রেমিকা, অরোরা (ভোরের দেবী)-কে তার প্রাণবন্ত যুবতায় নবায়ন হতে দেখেন।
-
তার বিপরীতে, টিথোনাস কেবল আরও সঙ্কুচিত ও দুর্বল হয়ে যান।
-
অরোরা-এর সৌন্দর্য এবং দিনের নবায়ন তার নিজের অবিসম্পন্ন ক্ষয়-এর সঙ্গে দুঃখজনক ও চিরস্থায়ী বিরোধ তৈরি করে।

0
Updated: 20 hours ago
"The Lotus-Eaters" serves as a powerful exploration of the temptation to...
Created: 20 hours ago
A
Start a new business.
B
Escape from responsibility and duty.
C
Learn a new language.
D
Run a marathon.
“The Lotos-Eaters” কবিতার মূল থিম হলো অলসতা ও নিষ্ক্রিয়তার প্রলোভন এবং জীবনের কঠোর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার আকাঙ্ক্ষা।
-
দীর্ঘ যাত্রার ক্লান্ত নাবিকেরা লোটাসের প্রভাবে সৃষ্টি হওয়া বিস্মৃতি ও বিশ্রামের অবস্থাতে আকৃষ্ট হয়।
-
তারা এতটাই প্রলুব্ধ হয় যে নিজেদের দায়িত্ব ও কর্তব্য ত্যাগ করার চিন্তায় ফেলে।
-
কবিতাটি মূলত পরিশ্রমী জীবনের চাপ বনাম অলসতার প্রলোভনকে ফুটিয়ে তোলে।

0
Updated: 20 hours ago
What does Ulysses say about death?
Created: 1 week ago
A
It is far away
B
It closes all
C
It brings glory
D
It is an illusion
ইউলিসিস বলেন—“Death closes all”। অর্থাৎ মৃত্যু সবকিছুর ইতি টানে। তবে তিনি মনে করেন, মৃত্যুর আগে কিছু মহৎ কাজ করা সম্ভব। মৃত্যু অনিবার্য হলেও মানুষকে শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে।

1
Updated: 1 week ago