In "Ulysses" poet's use of rich, elevated language and classical allusion is collected strongly to which literary tradition?
A
Realism
B
Modernism
C
Epic and Classical literature
D
Naturalism
উত্তরের বিবরণ
Classical Allusion: Tennyson’s poem "Ulysses" is a dramatic monologue spoken by Ulysses (Odysseus), a character originating from Homer's epic poems, the Iliad and the Odyssey. The poem heavily draws on these classical sources and Dante's depiction in the Inferno.
Elevated Language: Epic and classical literature often employs a formal, elevated style, which is reflected in Tennyson's "Ulysses".
Heroic Themes: The poem explores themes such as heroism, adventure, and the pursuit of knowledge, all common in classical epics.
0
Updated: 1 month ago
The Epilogue, of "In Memorium" which concludes the entire work, describes what event?
Created: 1 month ago
A
The poet's own death
B
A final vision of Arthur in heaven
C
The marriage of Tennyson's sister
D
The publication of the poem
কবিতায় শোক থেকে আশা পর্যন্ত যাত্রা: এটি টেনিসনের বন্ধু আর্থার হেনরি হলামের মৃত্যুকে কেন্দ্র করে একটি এলেজি, যা কবির দীর্ঘ শোক, সংশয় এবং দার্শনিক অনুসন্ধানের যাত্রাকে Chronicle করে। উপসংহার পুরো টোনকে পরিবর্তন করে, শোক থেকে উৎসব ও উদযাপনের দিকে নিয়ে যায়।
-
নতুন সূচনা: এতে কবির বোন সিসিলিয়ার এডমুন্ড লুশিংটনের সঙ্গে বিবাহ বর্ণিত হয়েছে, যা নতুন জীবন এবং পারিবারিক ধারাবাহিকতার প্রতীক, পূর্বের গভীর ক্ষতির উপর বিজয়ী।
-
কবির আধ্যাত্মিক যাত্রার পরিণতি: উপসংহার দেখায় যে কবি নতুন বিশ্বাস এবং বোঝাপড়ার অবস্থানে পৌঁছেছেন।
-
তিনি আনন্দ এবং আশা খুঁজে পান, যা নির্দেশ করে যে মৃত্যুর মুখেও ভালোবাসা একটি শক্তিশালী শক্তি, যা মানবজাতিকে উচ্চতর, ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে পরিচালিত করে।
-
বোনের বিবাহ এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির চূড়ান্ত নিশ্চিতকরণ হিসেবে কাজ করে।
0
Updated: 1 month ago
While Ulysses is a novel by James Joyce, the poem titled Ulysses was written by -
Created: 2 months ago
A
T. S. Eliot
B
J. M. Synge
C
W. B. Yeats
D
Lord Alfred Tennyson
• While Ulysses is a novel by James Joyce, the poem titled Ulysses was written by – Alfred Lord Tennyson.
• Ulysses (poem)
-
কবিতাটি blank-verse এ লেখা।
-
লেখা হয় ১৮৩৩ সালে এবং প্রকাশিত হয় Poems (1842) দুই খণ্ডের সংকলনে।
-
হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রাণিত।
-
এটি মূলত একটি Dramatic Monologue।
-
বিখ্যাত উক্তি:
-
“Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield.”
-
“I will never rest from travels; I will drink life to the lees.”
-
• Lord Alfred Tennyson (1809–1892)
-
Victorian Period-এর অন্যতম প্রধান কবি।
-
1850 সালে Poet Laureate নিযুক্ত হন।
-
তাঁর Melodious language এর জন্য প্রসিদ্ধ; তাকে Lyric Poet বলা হয়।
-
In Memoriam – এক elegy, তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর শোকে রচিত।
• His Famous Poems
-
Oenone, Ulysses, The Lotos-Eaters, Locksley Hall, In Memoriam, Morte D'Arthur, The Princess, The Two Voices, The Lady of the Shalott ইত্যাদি।
• Famous Comedies
-
Queen Mary, The Falcon।
• Ulysses (novel)
-
James Joyce রচিত, প্রকাশিত ১৯২২ সালে।
-
Stylistically dense and exhilarating, English Literature-এ একটি masterpiece।
-
Homer's Odyssey এর আধুনিক ভার্সন হিসেবে বিবেচিত।
-
কাহিনী: ডাবলিনে একদিনের (১৬ জুন, ১৯০৪) ঘটনা বর্ণনা, কিন্তু ঘটনাবলি বিস্তৃত।
-
পৃষ্ঠা সংখ্যা: ৭৮৩।
-
Three central characters:
-
Stephen Dedalus → Telemachus-এর আধুনিক রূপ
-
Leopold Bloom → Ulysses/Odysseus-এর আধুনিক রূপ
-
Molly Bloom → Penelope-এর আধুনিক রূপ
-
• James Joyce
-
জন্ম: ১৮৮২।
-
একজন আইরিশ Novelist, Poet, এবং Short Story Writer।
-
Modern Period-এর বিখ্যাত Novelist।
-
Ulysses হলো বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
-
পরিচিত Stream-of-consciousness Narrative Technique-এর জন্য।
-
Dubliners (1914) – ১৫টি ছোট গল্পের সংকলন।
• Notable Works
Short Stories:
-
After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case ইত্যাদি।
Plays:
-
Exiles
Poems:
-
Chamber Music, I Hear an Army, Penyeach
Source: Britannica, An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago
What rhyme scheme and meter are used in stanzas of In Memoriam?
Created: 2 weeks ago
A
AAAA iambic pentameter
B
AABB-dactylic hexameter
C
ABBA-iambic tetrameter
D
ABAB-trochaic tetrameter
টেনিসনের In Memoriam কবিতার ছন্দ ও গঠন তার অন্যতম বৈশিষ্ট্য। এখানে প্রতিটি স্তবক চারটি লাইনে (quatrain) গঠিত, যা একটি নির্দিষ্ট rhyme pattern অনুসরণ করে।
-
কবিতার rhyme scheme হলো ABBA, অর্থাৎ প্রথম ও চতুর্থ লাইনের ছন্দ এক, এবং দ্বিতীয় ও তৃতীয় লাইনের ছন্দ এক।
-
প্রতিটি লাইন লেখা হয়েছে iambic tetrameter-এ, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি iambic foot থাকে—একটি অপ্রধান (unstressed) শব্দাংশের পর একটি প্রধান (stressed) শব্দাংশ।
-
এই ছন্দ ও গঠন একসঙ্গে কবিতায় এক ধরনের সুরেলা, মেলানকলিক ও সংগঠিত ভাব তৈরি করে, যা টেনিসনের ভাবপ্রবণ শোক ও চিন্তার সাথে গভীরভাবে মানানসই।
0
Updated: 2 weeks ago