'অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট' প্রবাদ প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
A
যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর
B
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এড়িয়ে কাজ হাসিলের চেষ্টা
C
সাধারণ লোকের বিরাট বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ
D
অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড
উত্তরের বিবরণ
বাংলা প্রবাদ-প্রবচন সংক্ষিপ্তভাবে জীবন ও কাজের নানা বাস্তবতা প্রকাশ করে। এগুলো থেকে শিক্ষণীয় দিকগুলো বোঝা যায়। নিচে কয়েকটি প্রবাদ-প্রবচনের ব্যাখ্যা দেওয়া হলো—
-
অধিক/অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট অর্থ অতিরিক্ত লোকের নজরদারিতে কাজ ব্যর্থ বা পণ্ড হয়।
-
ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার অর্থ যোগ্যতা বা ক্ষমতাহীন ব্যক্তির ভণ্ডামি বা আড়ম্বর।
-
আদার ব্যাপারির জাহাজের খবর অর্থ সাধারণ লোকের বড় বিষয় বা ব্যাপারে অপ্রয়োজনীয় আগ্রহ প্রকাশ।
-
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এড়িয়ে বা তাদের অজান্তে কাজ হাসিলের চেষ্টা।
উৎস:
0
Updated: 1 month ago
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারক কে?
Created: 1 month ago
A
বড়ু চণ্ডীদাস
B
হরপ্রসাদ শাস্ত্রী
C
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ
শ্রীকৃষ্ণকীর্তন একটি বৈষ্ণব কাব্য যা রচনা করেছেন বড়ু চণ্ডীদাস। যদিও রচনাকাল সঠিকভাবে নির্ণীত হয়নি, এটি সাধারণত প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়। ১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায় পুথিটি আবিষ্কার করেন, যা বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর নিকট থেকে পাওয়া যায়। এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ।
-
কাব্যের কাঠামো:
-
মোট ১৩ খন্ডে বিভক্ত
-
মোট ৪১৮টি পদে বিন্যস্ত
-
-
প্রধান চরিত্র:
-
রাধা
-
কৃষ্ণ
-
বড়ায়ি
-
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
অশ্রুজলে চোখ ভেসে গেল।
B
সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
C
অঙ্ক কষিতে ভুল করিওনা
D
আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
শুদ্ধ বাক্য: সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
0
Updated: 1 month ago
‘বিভাবরী’ শব্দের অর্থ -
Created: 1 month ago
A
যুদ্ধ
B
অজানা
C
রাত্রি
D
সূর্য
বিভাবরী শব্দের অর্থ হলো রাত্রি।
বিভাবরী এর সমার্থক শব্দ:
-
রাত্রি
-
রজনী
-
ক্ষণদা
-
নিশা
-
যামিনী
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
অচিন = অচেনা, অজানা
-
আহব = যুদ্ধ
উৎস:
0
Updated: 1 month ago