"To strive, to seek, to find, and not to yield." - this famous line is quoted from?
A
The Lotus Eaters
B
Ulysses
C
Tithonus
D
In Memoriam
উত্তরের বিবরণ
Ulysses's Character: In the poem, Ulysses (the Roman name for Odysseus) is an aging king who has returned home after his epic journey described in Homer's Odyssey. However, he finds his settled life with his wife and son to be unfulfilling and stagnant. He yearns for new adventures, knowledge, and experiences.
The Desire for Continued Endeavor: The line "To strive, to seek, to find, and not to yield" is Ulysses's declaration of his unyielding spirit.
"To strive": To make great efforts to achieve or obtain something; to struggle or contend. This speaks to the effort required for new ventures.
"To seek": To attempt to find something; to search for. This refers to the pursuit of knowledge and new experiences.
"To find": To discover or perceive after a search. This is the reward, the new understanding or destination.
"And not to yield": This is the core of his resolve – never to give up, never to surrender to old age, weariness, or the comfort of a settled life. It's a defiant statement against complacency.
Victorian Spirit: As we discussed, this line also strongly reflects the Victorian spirit of exploration and progress. It's an affirmation of the human desire to constantly push boundaries, explore the unknown, and never be content with past achievements, no matter how great. It's about living life to the fullest until the very end.
So, when Ulysses speaks this line, he is essentially rallying his old mariners for one last voyage into the unknown, driven by an insatiable hunger for experience and discovery, even if it leads to their demise. It's a powerful statement about the human spirit's capacity for endless ambition and resilience.

0
Updated: 21 hours ago
The opening line of "Tithonus", "the woods decay, the woods decay and fall," establishes what theme?
Created: 20 hours ago
A
The beauty of autumn
B
The natural cycle of life and death
C
Tithonus's skill as a woodsman
D
The power of the gods over nature
কবিতার প্রথম লাইনেই বিশ্বের প্রাকৃতিক ক্ষয় ও পুনর্নবীকরণের ধারাবাহিক প্রক্রিয়া এবং টিথোনাসের অপ্রাকৃতিক, অনন্ত অস্তিত্বের মধ্যে একটি বিরোধ তৈরি হয়।
-
এটি তার বিলাপের পরিপ্রেক্ষিত স্থাপন করে, যেখানে সে zaz দেখে অভিমান করে যে বন এবং অন্যান্য মৃত্যুমানবীয় জিনিসগুলো তাদের প্রাকৃতিক চক্র সম্পূর্ণ করে এবং মৃত্যুর মধ্যে বিশ্রাম পায়।
-
লাইনটি টিথোনাসের অমরত্বের দুঃখ ও প্রাকৃতিক মৃত্যুর শান্তির প্রতি আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

0
Updated: 20 hours ago
Which constellation is mentioned in the poem?
Created: 1 week ago
A
Orion
B
Hyades
C
Pleiades
D
Ursa Major
কবিতায় ইউলিসিস “the rainy Hyades” উল্লেখ করেন। Hyades একটি নক্ষত্রমণ্ডল যা প্রাচীন জ্যোতির্বিদ্যায় বর্ষার সাথে সম্পর্কিত। ইউলিসিস এই নক্ষত্রকে ব্যবহার করে তাঁর সমুদ্রযাত্রার কঠিন সময়ের কথা স্মরণ করেন, যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি তাঁকে কষ্ট দিয়েছে। এটি তাঁর দুঃসাহসী জীবনের একটি অংশ, যা শুধু আনন্দ নয়, কষ্ট ও বিপদেও পূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউলিসিস প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছেন এবং অভিজ্ঞতাকে গ্রহণ করেছেন, সেটা আনন্দ হোক বা দুঃখ।

2
Updated: 1 week ago
What literary device is in “Death closes all”?
Created: 1 week ago
A
Simile
B
Metaphor
C
Personification
D
Hyperbole
“Death closes all” লাইনে মৃত্যু এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন সে মানুষ, যে দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ মৃত্যুকে মানবীয় বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এখানে মৃত্যু অনিবার্য, যা জীবনের সব সুযোগ-সম্ভাবনার ইতি টানে। এই ব্যক্তিকরণ (Personification) ইউলিসিসের দর্শনকে আরও শক্তিশালী করে তোলে—যে মৃত্যু অবধারিত হলেও তার আগে মহৎ কিছু করা উচিত।

0
Updated: 1 week ago