Which of these characteristics is most representative of Tennyson's typical writing style?
A
Simple, colloquial language
B
Highly experimental and abstract
C
Lyrical, melodious, and rich in imagery
D
Stark, direct, and prose-like
উত্তরের বিবরণ
Tennyson was known for his masterful use of language to create beautiful, often melancholic, soundscapes and vivid pictures in the reader's mind. His poetry often has a musical quality, and he paid great attention to meter, rhythm, and the aesthetic appeal of words.

0
Updated: 21 hours ago
The poem is famous for its unique ABBA rhyme scheme, which is now known as the...
Created: 20 hours ago
A
"Grief Rhyme"
B
"Tennyson Turn"
C
"'In Memoriam' Stanza"
D
"Victorian Quatrain"
“In Memoriam A.H.H.”-এর ১৩১টি ক্যান্টোর প্রতিটি অংশে একটি অনন্য চতুর্ভুজ (quatrain) ব্যবহৃত হয়েছে, যার ABBA ছন্দপদ্ধতি রয়েছে।
-
এই বিশেষ ছন্দের চতুর্ভুজটি নিয়মিতভাবে পুরো কবিতায় ব্যবহৃত হয়েছে।
-
এটি পরে “‘In Memoriam’ Stanza” নামে পরিচিতি লাভ করে।
-
কবিতার ছন্দ ও গঠনকে এই অদ্বিতীয় স্টানজা বৈশিষ্ট্যপূর্ণ করে তোলে।

0
Updated: 20 hours ago
What do “twinkling lights from the rocks” symbolize?
Created: 1 week ago
A
Stars
B
Evening and nearing death
C
Fireflies
D
Ships
ইউলিসিস বলেন—“The lights begin to twinkle from the rocks”। এখানে সন্ধ্যার আগমন ও পাহাড়ে জ্বলা আলো জীবনের শেষ প্রহরের প্রতীক। দিন শেষ হয়ে আসছে, অর্থাৎ তার জীবনও শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। একইসঙ্গে এই আলোকচিত্র মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেয়। টেনিসন সূর্যাস্ত ও চাঁদ ওঠার সঙ্গে সাগরের গর্জন মিলিয়ে এমন এক পরিবেশ আঁকেন, যা বার্ধক্য ও মৃত্যুর প্রতীক। আলো জ্বলার এই চিত্র মানবজীবনের ক্ষণস্থায়িত্বকে স্মরণ করায়।

1
Updated: 1 week ago
What is the final chorus line of the sailors?
Created: 1 week ago
A
“We will not wander more”
B
“We will conquer the seas”
C
“We shall return to home”
D
“We will sing forever”
শেষে নাবিকরা একসাথে গেয়ে ওঠে—“O, rest ye, brother mariners, we will not wander more.” এর মাধ্যমে তারা ঘোষণা করে যে তারা আর কখনো শ্রম করবে না, যুদ্ধ করবে না বা ঘরে ফিরবে না। তারা লোটাসভূমির বিশ্রাম ও বিস্মৃতির জীবন বেছে নেয়। এটি কবিতার সবচেয়ে শক্তিশালী লাইন, যা বিশ্রাম বনাম কর্তব্যের দ্বন্দ্বের চূড়ান্ত সমাধান হিসেবে কাজ করে।

1
Updated: 1 week ago