The poem "Ulysses" can be interpreted as an allegory for:
A
The dangers of unchecked ambition
B
The importance of familial duty
C
The Victorian spirit of exploration, progress, and facing the unknown
D
The futility of human endeavor
উত্তরের বিবরণ
The poem reflects the Victorian era's emphasis on pushing boundaries, seeking new knowledge, and continuing to strive despite age or past achievements. Ulysses's desire to "strive, to seek, to find, and not to yield" perfectly encapsulates this spirit.

0
Updated: 21 hours ago
Some work of noble note, may yet be done."
This reflects Ulysses's desire for:
Created: 21 hours ago
A
Immortality through fame
B
A meaningful purpose in the face of inevitable mortality
C
Revenge against his enemies
D
A peaceful death
উদ্ধৃতিটি উলিসিসের মানসিকতা ও জীবনদর্শনের প্রতিফলন। তিনি মৃত্যুর অনিবার্যতা স্বীকার করেন, তবে মৃত্যুর আগেই কিছু মহৎ কাজ সম্পন্ন করার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তার দৃষ্টিভঙ্গি কেবল খ্যাতি অর্জনের জন্য নয়, বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অর্থবহ ও সক্রিয় থেকে সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগানো।
-
"Death closes all" দ্বারা তিনি স্বীকার করেছেন যে মৃত্যু অবশ্যম্ভাবী।
-
মৃত্যুর আগে "some work of noble note" সম্পন্ন করার মাধ্যমে তিনি মৃত্যুকে অতিক্রম করার চেষ্টা করেন।
-
তার মূল প্রেরণা হলো অর্থবহ উদ্দেশ্য, শুধুমাত্র নাম বা খ্যাতি নয়।
-
তিনি চান জীবনের প্রতিটি মুহূর্তে কর্মপ্রবণতা, অনুসন্ধান ও অগ্রযাত্রা বজায় রাখতে।
-
তিনি জীবনের সমাপ্তির অপেক্ষায় নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে অস্বীকার করেন।

0
Updated: 21 hours ago
What does Ulysses mean by “mete and dole / Unequal laws unto a savage race”?
Created: 1 week ago
A
He rules fairly over wise men
B
He gives unjust laws to uncivilized people
C
He ignores governance entirely
D
He loves his people deeply
ইউলিসিস অভিযোগ করেন যে তাঁর কাজ শুধু আইন বিতরণ করা। তিনি বলেন, তাঁর প্রজারা হলো এক “savage race” বা অসভ্য জাতি, যারা রাজাকে বোঝে না। তারা কেবল খাওয়া-দাওয়া, ঘুম আর সম্পদ সঞ্চয়ে ব্যস্ত। এর ফলে তাঁর আইনকানুনের মূল্য তাদের কাছে নেই। ইউলিসিসের এই মন্তব্য দেখায় যে রাজ্যপাট তাঁর কাছে অর্থহীন হয়ে উঠেছে।
তিনি মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও গৌরবের তুলনায় রাজকীয় দায়িত্ব খুব ক্ষুদ্র। তাই তাঁর মনে হয় তিনি যেন অন্যায় আইন বিতরণ করছেন। এটি মূলত রাজ্যজীবনের প্রতি তাঁর অবসাদ ও বিরক্তি প্রকাশ করছে।

1
Updated: 1 week ago
What is the final resolution of Ulysses?
Created: 1 week ago
A
To rest in Ithaca
B
To travel till death
C
To give up hope
D
To stay with wife
কবিতার শেষে ইউলিসিস ঘোষণা করেন যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত যাত্রা চালিয়ে যাবেন। তার কাছে জীবন মানেই ভ্রমণ, জ্ঞান অনুসন্ধান ও সংগ্রাম। তিনি প্রজাদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে নাবিকদের সঙ্গে নতুন যাত্রায় বের হওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত ইউলিসিসের অদম্য মনোবল ও অভিযাত্রী আত্মার প্রতিফলন।

0
Updated: 1 week ago