'নয়-ছয়' বাগ্ধারার অর্থ-
A
অবজ্ঞা করা
B
অপচয়
C
তুচ্ছ জ্ঞান করা
D
ন্যাকামি করা
উত্তরের বিবরণ
বাংলা বাগ্ধারা ও প্রবাদে মানুষের অভ্যাস, আচরণ ও সামাজিক বাস্তবতা সুন্দরভাবে প্রকাশ পায়। নিচে কয়েকটি বাগ্ধারার অর্থ ও একটি উদাহরণ দেওয়া হলো—
-
নয়-ছয় অর্থ অপচয় বা বিশৃঙ্খল অবস্থা।
বাক্য: সবগুলো টাকা নয়-ছয় করে উড়িয়ে দিও না, কিছু টাকা অন্তত সঞ্চয় কর। -
নাক সিঁটকানো অর্থ অবজ্ঞা করা।
-
নকড়া ছকড়া করা অর্থ তুচ্ছ জ্ঞান করা।
-
আদিখ্যেতা অর্থ ন্যাকামি বা অতিরিক্ত ভণিতা।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?
Created: 2 months ago
A
৮টি
B
১০টি
C
৪টি
D
৬টি
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ
-
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ: কার
-
স্বরবর্ণে কার আছে ১০টি
-
'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই → তাই 'অ' একটি নিলীন বর্ণ
-
-
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ: ফলা
-
ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬টি
-
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago
শুদ্ধ বাক্য কোনটি?
Created: 1 month ago
A
ঘটনা বর্ণনা হয়েছে।
B
আমি সন্তোষ হলাম।
C
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
D
আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
শুদ্ধ বাক্য: আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: ঘটনা বর্ণনা হয়েছে।
শুদ্ধ: ঘটনা বর্ণিত হয়েছে। -
অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম। -
অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
0
Updated: 1 month ago
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
Created: 1 month ago
A
দীর্ঘ
B
অতিদীর্ঘ
C
সংক্ষিপ্ত
D
অপরিবর্তিত
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া সংক্ষিপ্ত হয়
0
Updated: 1 month ago