'ধুম-ধূম' প্রায় সমোচ্চারিত শব্দ দুইটি কী অর্থ প্রকাশ করে?
A
বলিষ্ঠ - অনেক
B
উজ্জ্বল - প্রাচুর্য
C
প্রাচুর্য - ধোঁয়া
D
দাপট - নতুন
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো উচ্চারণে কাছাকাছি হলেও অর্থে সম্পূর্ণ ভিন্ন। এগুলো সঠিকভাবে ব্যবহার না করলে বাক্যের অর্থ বদলে যেতে পারে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় দেওয়া হলো—
-
ধুম অর্থ প্রাচুর্য।
-
ধূম অর্থ ধোঁয়া।
-
দৃপ্ত অর্থ বলিষ্ঠ।
-
দীপ্ত অর্থ উজ্জ্বল।
-
দেশ অর্থ রাজ্য।
-
দ্বেষ অর্থ হিংসা।
-
ধরণ অর্থ ধরা।
-
ধরন অর্থ প্রকার।
-
ধাতৃ অর্থ বিধাতা।
-
ধাত্রী অর্থ দাই।
-
ধাপ অর্থ সিঁড়ির সোপান।
-
দাপ অর্থ দাপট।
-
ধোয়া অর্থ ধৌত।
-
ধোঁয়া অর্থ ধূম।
-
নভ অর্থ আকাশ।
-
নব অর্থ নতুন।
উৎস:

0
Updated: 21 hours ago
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়
Created: 2 weeks ago
A
শিরোনাম
B
পত্রগর্ভ
C
সম্ভাষণ
D
মূল বক্তব্য
পত্রের প্রধানত দুটি অংশ। যথা: (১) শিরোনাম বা বাইরের অংশ (২) গর্ভ বা অন্তর্ভাগ। গর্ভ বা অন্তর্ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। মোট কথা ছয়টি অংশ থাকে একটি পত্রে।যথাঃ মঙ্গলসূচক শব্দ, পত্রগর্ভ, স্থান ও তারিখ, সম্বোধন, লেখকের স্বাক্ষর, শিরোনাম।

0
Updated: 2 weeks ago
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
জেঠী
B
পাগলী
C
বেঙ্গামী
D
সৎমা
নিত্য স্ত্রী বাচক শব্দ - সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।

0
Updated: 1 week ago
নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়?
Created: 3 days ago
A
ঋণ
B
শোণিত
C
বর্ণনা
D
ভীষণ
'শোণিত' শব্দে স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়।
• ণ-ত্ব বিধান সূত্র:
- ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন : ঋণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
• কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়।
যেমন:
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা।
কল্যাণ, শোণিত, মণি, স্বাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু বিপণি, গণিকা। আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ।
চিক্কণ, নিক্কণ, তৃণ, কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পণ্য, বাণ।

0
Updated: 3 days ago