শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
A
√কৃ+ অন = করণ
B
√নো + অন = নয়ন
C
√ভৈ + অন = ভুবন
D
√শয় + অন = শয়ন
উত্তরের বিবরণ
সংস্কৃত কৃৎ প্রত্যয় – ‘অন’ (< অনট্)
১. কর্তৃবাচ্যে (Active sense)
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| নিন্দ্ | অন | নন্দন | প্রশংসনীয় ব্যক্তি/বস্তু |
| সাধ্ | অন | সাধন | সাধন করা/সম্পাদন |
| তপ্ | অন | তপন | তপস্যা/উপবাস করা |
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| গম | অন | গমন | যাত্রা/যাওয়া |
| শী | অন | শয়ন | শোয়া |
| কৃ | অন | করণ | করা/কাজ |
| উদ্ + গৃ | অন | উদ্গিরণ | উচ্চারণ/উৎপাদন |
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| নী | অন | নয়ন | চোখ |
| চর্ | অন | চরণ | পদ/পা |
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| শী | অন | শয়ন | শোয়ার স্থান |
| স্থা | অন | স্থান | জায়গা |
| ভূ | অন | ভুবন | পৃথিবী |
| উদ্ + যা | অন | উদ্যান | বাগান |
0
Updated: 1 month ago
'ক্রেতা' শব্দটির ক্ষেত্রে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে?
Created: 2 weeks ago
A
তা
B
আ
C
তৃচ্
D
ত্ব
• 'ক্রেতা' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়- √ ক্রী + তৃচ। এখানে, 'তৃচ' - প্রত্যয়টি যুক্ত হয়েছে।
• তৃচ-প্রত্যয় ('চ' ইৎ 'তৃ' থাকে) : প্রথমা একবচনে 'তৃ' স্থলে 'তা' হয়।
যেমন-
- √দা + তৃচ=√দা + তৃ=√দা + তা= দাতা;
- √মা + তৃচ্ = মাতা,
- √ক্রী + তৃচ্ = ক্রেতা।
0
Updated: 2 weeks ago
‘দাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√দা+তৃচ
B
√দাতৃ+আ
C
√দা+তা
D
√দাতা+আ
দাতা (বিশেষ্য) - সংস্কৃত শব্দ প্রকৃতি প্রত্যয় = √দা+তৃ অর্থ: যে ব্যক্তি দান করে। কিন্তু, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, 'দাতা' -এর প্রকৃতি প্রত্যয় = √দা+তৃচ্ = √দা+তৃ = √দা+তা
0
Updated: 1 month ago
'প্রত্যহ + ইক= প্রাত্যহিক' শব্দে 'ইক' কোন ধরনের প্রত্যয়?
Created: 3 weeks ago
A
সংস্কৃত কৃৎ প্রত্যয়
B
বাংলা কৃৎ প্রত্যয়
C
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
D
বাংলা তদ্ধিত প্রত্যয়
‘প্রাত্যহিক’ শব্দে প্রত্যহ + ইক দ্বারা ‘ইক’ হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
-
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলা হয়। -
উদাহরণ:
-
মনু + ষ্ণ = মানব
-
লোক + ষ্ণিক বা ইক = লৌকিক
-
দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন
-
0
Updated: 3 weeks ago