'উনপাঁজুরে' বাগ্ধারার অর্থ কী?
A
হতবুদ্ধি
B
অমিতব্যয়ী
C
ব্যক্তিত্বহীন
D
সামান্য ব্যক্তি
উত্তরের বিবরণ
বাংলা বাগ্ধারা সংক্ষিপ্তভাবে মানুষের স্বভাব, দুর্বলতা বা বিশেষ পরিস্থিতি প্রকাশ করে। নিচে কয়েকটি বাগ্ধারার অর্থ দেওয়া হলো—
-
উনপাঁজুরে অর্থ দুর্বল ও ব্যক্তিত্বহীন।
-
আক্কেল গুড়ুম অর্থ হতবুদ্ধি হয়ে যাওয়া।
-
উড়নচণ্ডী অর্থ অমিতব্যয়ী বা অস্থিরচরিত্র।
-
চুনোপুটি অর্থ সামান্য বা তুচ্ছ ব্যক্তি।
উৎস:

0
Updated: 21 hours ago
নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
Created: 2 months ago
A
ডিসেম্বর ১৬, ১৯৭১
B
২৬ মার্চ, ১৯৭১
C
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
D
পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত
- যতিচিহ্নের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে ‘ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২’ বাক্যে।
• বাক্যটির শুদ্ধরূপ হবে- ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২।
------------------------
• যতিচিহ্ন:
মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়। বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়।যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।
• কমা:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। কমা পূর্ণযতি নয়, তাই কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না। কমা চিহ্নের বাংলা নাম পাদচ্ছেদ।
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
• সম্বোধন পদের পরে সাধারণত কমা বসে।
যেমন:
- স্যার, আমাকে ব্যাপারটি বুঝিয়ে দেবেন?
- রব, এদিকে এসো।
• বাক্যে একাধিক বিশেষ্য কিংবা বিশেষণ পদের বিবৃতি প্রকাশের ক্ষেত্রে কমা বসাতে হয়।
যেমন:
- জনি বুদ্ধিমান, সাহসী ও জ্ঞানী।
- মীম, সানি, হারুন ও রব কক্সবাজার গিয়েছে।
• তারিখ লিখতে বার ও মাসের পরে ‘কমা’ বসে।
যেমন:
- ১৯শে আশ্বিন, বৃহস্পতিবার, ১৪২৫ সালে মীম বান্দরবান জেলায় জন্মগ্রহণ করে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

0
Updated: 2 months ago
'দুরাত্মা' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
দুরহ্ + আত্মা
B
দুর্ + আত্মা
C
দুঃ + আত্মা
D
দুরা্ + আত্মা
বাংলা
তৎসম বিসর্গ সন্ধি
ধাতু (বাংলা ব্যাকরণ)
বাক্য শুদ্ধিকরণ
বানান শুদ্ধিকরণ
বাংলা ব্যকরণ
No subjects available.
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি ঘটে যখন পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকে। এই ক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়।
নিয়মাবলী ও উদাহরণ
-
ইঃ + অ → ই + র্
-
নিঃ + অন্ন → নিরন্ন
-
বহিঃ + অঙ্গ → বহিরঙ্গ
-
-
ইঃ + আ → ই + রা
-
নিঃ + আকার → নিরাকার
-
নিঃ + আশা → নিরাশা
-
-
উঃ + অ → উ + র
-
দুঃ + অবস্থা → দুরবস্থা
-
চতুঃ + অঙ্গ → চতুরঙ্গ
-
-
উঃ + আ → উ + রা
-
দুঃ + আত্মা → দুরাত্মা
-
দুঃ + আশা → দুরাশা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে?
Created: 1 day ago
A
ব্যাসবাক্য
B
সমস্যমান পদ
C
সমস্তপদ
D
উত্তরপদ
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ। সমাস এর পরিভাষা পাঁচটি। সমস্যমান পদ, ব্যাসবাক্য, সমস্তপদ, পূর্বপদ, পরপদ। সমাস যুক্তপ্রদেশ প্রথম অংশকে পূর্বপদ বলে। সমাস যুক্ত পদের পরবর্তী অংশকে পরপদ বলে।
সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ কে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য।

0
Updated: 1 day ago