'নয়-ছয়' বাগ্ধারার অর্থ-
A
অবজ্ঞা করা
B
অপচয়
C
তুচ্ছ জ্ঞান করা
D
ন্যাকামি করা
উত্তরের বিবরণ
বাংলা বাগ্ধারা ও প্রবাদে মানুষের অভ্যাস, আচরণ ও সামাজিক বাস্তবতা সুন্দরভাবে প্রকাশ পায়। নিচে কয়েকটি বাগ্ধারার অর্থ ও একটি উদাহরণ দেওয়া হলো—
-
নয়-ছয় অর্থ অপচয় বা বিশৃঙ্খল অবস্থা।
বাক্য: সবগুলো টাকা নয়-ছয় করে উড়িয়ে দিও না, কিছু টাকা অন্তত সঞ্চয় কর। -
নাক সিঁটকানো অর্থ অবজ্ঞা করা।
-
নকড়া ছকড়া করা অর্থ তুচ্ছ জ্ঞান করা।
-
আদিখ্যেতা অর্থ ন্যাকামি বা অতিরিক্ত ভণিতা।
উৎস:

0
Updated: 21 hours ago
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
Created: 2 months ago
A
কল্যাণীয়াষু
B
সুচরিতেষু
C
শ্রদ্ধাস্পদাসু
D
প্রীতিভাজনেষু
• পত্রে নারীকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ- শ্রদ্ধাস্পদাসু।
• শ্রদ্ধাভাজন, স্নেহভাজন নারীদের লিখিত পত্রের সম্বোধনগুলো হলো:
- শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাস্পদাসু, কল্যাণীয়াসু ইত্যাদি।
• শ্রদ্ধাভাজন, স্নেহভাজন পুরুষ ও বন্ধুদের লিখিত পত্রের সম্বোধনগুলো হলো:
- শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু, সুচরিতেষু, প্রীতিভাজন ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
'ভিমরুলের চাকে ঢিল মারা' প্রবাদটির অর্থ-
Created: 21 hours ago
A
অহেতুক দুর্ভাবনা পোহানো
B
সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
C
অপরের ক্ষতি করার অভিপ্রায়ে নিজের ক্ষতি সাধন
D
নির্বুদ্ধিতায় শত্রুদের সজাগ করা
বাংলা বাগ্ধারা সাধারণ অভিজ্ঞতা ও বাস্তব জীবনের ঘটনাকে রূপকভাবে প্রকাশ করে। এগুলো সংক্ষিপ্ত হলেও অর্থে সমৃদ্ধ। নিচে কয়েকটি বাগ্ধারার ব্যাখ্যা দেওয়া হলো—
-
ভিমরুলের চাকে ঢিল মারা অর্থ নির্বুদ্ধিতার কারণে শত্রু বা প্রতিপক্ষকে সজাগ করে তোলা।
-
মাথা নেই তার মাথাব্যথা অর্থ অহেতুক দুর্ভাবনা বা অকারণে দুশ্চিন্তা করা।
-
মাছি মেরে হাত কালো করা অর্থ সামান্য লাভের জন্য অপমান বা অসম্মানের ভাগী হওয়া।
-
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ অর্থ অন্যকে ক্ষতি করার উদ্দেশ্যে নিজের ক্ষতি করে ফেলা।
উৎস:

0
Updated: 21 hours ago
"চৌকা > চৌকো" - কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
Created: 1 day ago
A
প্রগত স্বরসঙ্গতি
B
পরাগত স্বরসঙ্গতি
C
মধ্যগত স্বরসঙ্গতি
D
অন্যোন্য স্বরসঙ্গতি
স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যথা-
• প্রগত স্বরসঙ্গতি:
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মুলা > মুলো;
- শিকা > শিকে;
- চৌকা > চৌকো;
- তুলা > তুলো।
• পরাগত স্বরসঙ্গতি:
অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- আখো > আখুয়া > এখো;
- দেশি > দিশি।
• মধ্যগত স্বরসঙ্গতি:
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- বিলাতি > বিলিতি।
• অন্যোন্য স্বরসঙ্গতি:
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মোজা > মুজো।

0
Updated: 1 day ago