'ভিমরুলের চাকে ঢিল মারা' প্রবাদটির অর্থ-
A
অহেতুক দুর্ভাবনা পোহানো
B
সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
C
অপরের ক্ষতি করার অভিপ্রায়ে নিজের ক্ষতি সাধন
D
নির্বুদ্ধিতায় শত্রুদের সজাগ করা
উত্তরের বিবরণ
বাংলা বাগ্ধারা সাধারণ অভিজ্ঞতা ও বাস্তব জীবনের ঘটনাকে রূপকভাবে প্রকাশ করে। এগুলো সংক্ষিপ্ত হলেও অর্থে সমৃদ্ধ। নিচে কয়েকটি বাগ্ধারার ব্যাখ্যা দেওয়া হলো—
-
ভিমরুলের চাকে ঢিল মারা অর্থ নির্বুদ্ধিতার কারণে শত্রু বা প্রতিপক্ষকে সজাগ করে তোলা।
-
মাথা নেই তার মাথাব্যথা অর্থ অহেতুক দুর্ভাবনা বা অকারণে দুশ্চিন্তা করা।
-
মাছি মেরে হাত কালো করা অর্থ সামান্য লাভের জন্য অপমান বা অসম্মানের ভাগী হওয়া।
-
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ অর্থ অন্যকে ক্ষতি করার উদ্দেশ্যে নিজের ক্ষতি করে ফেলা।
উৎস:

0
Updated: 21 hours ago
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Created: 1 week ago
A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
ইংরেজি
বাংলা ভাষায় সমাসের ব্যবহার সংস্কৃত ব্যাকরণের প্রভাবেই এসেছে। সমাস প্রাচীন সংস্কৃত ব্যাকরণে পাণিনির "অষ্টাধ্যায়ী" গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে।

0
Updated: 1 week ago
’ণ-ত্ব’ বিধান অনুযায়ী কোনটি সঠিক?
Created: 3 days ago
A
ট-বর্গীয় ধ্বনির পরে তৎসম শব্দে ‘ণ’ লেখা হয়
B
ঋ, র, ষ-এর পরে সবসময় ‘ণ’ ব্যবহৃত হয়
C
ঔ, ও-এর পরে ‘ণ’ ব্যবহার হয়
D
বিদেশি শব্দে ’ণ’ হয়
ণ-ত্ব বিধান:
বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
'ণ' ব্যবহারের নিয়ম:
-ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
-কতকগুলো শব্দে স্বভাবতই 'ণ' হয়।
যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

0
Updated: 3 days ago
'বিষবৃক্ষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 week ago
A
প্রতিবন্ধক
B
অনিষ্টকারী
C
অদৃশ্য বস্তু
D
নষ্ট করা
বাংলা কথাবার্তা ও প্রবাদসমূহ
-
বিষবৃক্ষ
-
অর্থ: অনিষ্টকারী
-
বাক্য উদাহরণ: চোরের ছেলে বাটপাড় হয়েছে—বিষবৃক্ষের ফল আর কী হবে?
-
-
পথের কাঁটা
-
অর্থ: প্রতিবন্ধক
-
-
ডুমুরের ফুল
-
অর্থ: অদৃশ্য বস্তু
-
-
মাথা খাওয়
-
অর্থ: নষ্ট করা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago