'তালপাতার সেপাই' এর সমার্থক বাগ্ধারা কোনটি?
A
তালকানা
B
ছা-পোষা
C
টুপ ভুজঙ্গ
D
ডিমে রোগা
উত্তরের বিবরণ
• 'তালপাতার সেপাই' অর্থ- রুগ্ণ/ছিপছিপে।
• 'ডিমে রোগা' অর্থ- সর্বদা রুগ্ণ।
অন্যদিকে,
• 'টুপ ভুজঙ্গ' অর্থ- নেশাগ্রস্ত।
• 'তালকানা' অর্থ- কান্ডজ্ঞানহীন।
• 'ছা-পোষা' অর্থ- পোষ্য-ভারাক্রান্ত।
উৎস:
0
Updated: 1 month ago
'এখন যেতে পার।' এখানে 'যেতে পার' কোন ক্রিয়ার উদাহরণ?
Created: 1 month ago
A
মিশ্র ক্রিয়া
B
প্রযোজক ক্রিয়া
C
দ্বিকর্মক ক্রিয়া
D
যৌগিক ক্রিয়া
যৌগিক ক্রিয়া (Compound Verbs) – সংজ্ঞা ও উদাহরণ
সংজ্ঞা:
যদি একটি সমাপিকা ক্রিয়া (finite verb) এবং একটি অসমাপিকা ক্রিয়া (non-finite verb) একত্রে মিলিত হয়ে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তাকে যৌগিক ক্রিয়া বলা হয়।
উদাহরণ:
-
ঘটনাটা শুনে রাখ।
-
তিনি বলতে লাগলেন।
-
সাইরেন বেজে উঠল।
যৌগিক ক্রিয়ার অন্যান্য উদাহরণ ও অর্থানুসারে শ্রেণীবিন্যাস:
-
নিরন্তরতা প্রকাশে: তিনি বলতে লাগলেন।
-
কার্যসমাপ্তি প্রকাশে: ছেলেমেয়েরা শুয়ে পড়ল।
-
অভ্যস্ততা প্রকাশে: শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।
-
অনুমোদন প্রকাশে: এখন যেতে পার।
উল্লেখ্য: সব উদাহরণই যৌগিক ক্রিয়ার অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago
'উদর সম্পর্কিত' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
ঔদনিক
B
ঔদ্ধারিক
C
ঔদবাহিক
D
ঔদরিক
ঔদরিক
-
প্রকার: বিশেষণ পদ
-
অর্থ: উদর-সম্বন্ধীয়, উদরসর্বস্ব, উদরপরায়ণ, পেটুক
-
উদাহরণ: ‘উদর সম্পর্কিত’ বিষয়কে এক কথায় বলা যায় ঔদরিক।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ:
-
ঔদনিক: পাচক; সূপকার
-
ঔদবাহিক: বিবাহসংক্রান্ত, বৈবাহিকসূত্রে প্রাপ্ত
-
ঔদ্ধারিক: উদ্ধারবিষয়ক, ঋণ পরিশোধসংক্রান্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'ভয়ে গা ছম ছম করছে।' - এখানে দ্বিরুক্ত শব্দ 'ছম ছম' কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
ধ্বনিব্যঞ্জনা
B
বিশেষণ
C
অনুভূতি
D
পৌনঃপুনিকতা
বাংলা ব্যাকরণে অব্যয় পদের কিছু দ্বিরুক্তির উদাহরণ এবং তাদের ব্যবহার নিচে দেওয়া হলো।
-
ভাবের গভীরতা বোঝাতে: সবাই হায় হায় করতে লাগল।
-
পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
-
অনুভূতি বা ভাব প্রকাশে: ভয়ে গা ছম ছম করছে।
-
বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
-
ধ্বনিব্যঞ্জনা প্রকাশে: ঝির ঝির করে বাতাস বইছে।
0
Updated: 1 month ago