'কুট-কূট' শব্দদ্বয় কী অর্থ প্রকাশ করে?
A
পর্বত-কপট
B
জটিল-বৃক্ষ
C
বক্র-ত্রুটি
D
কুটিল-খণ্ড
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো উচ্চারণে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন। এগুলোকে সঠিকভাবে ব্যবহার না করলে বাক্যের অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো—
-
কুট অর্থ পর্বত বা দুর্গ।
-
কূট অর্থ কপট বা কুটিল।
-
কাঁচা অর্থ অপরিপক্ব।
-
কাচা অর্থ পরিষ্কার করা বা ধোওয়া।
-
কাঁটা অর্থ কণ্টক।
-
কাটা অর্থ কর্তন করা।
-
কটি অর্থ কোমর।
-
কোটি অর্থ শত লক্ষ।
-
কৃত অর্থ যা করা হয়েছে।
-
ক্রীত অর্থ যা ক্রয় করা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
নীল
B
সূর্য
C
চন্দ্র
D
হলুদাভ নীল
• 'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ - হলুদ আভা-যুক্ত নীল রঙ।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেছিলেন?
Created: 2 weeks ago
A
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
B
মনোএল দা আসসুম্পসাঁউ
C
রাজা রামমোহন রায়
D
উইলিয়াম কেরি
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস বাংলা ভাষার বিকাশযাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্যাকরণ রচনার মাধ্যমে ভাষার গঠন, নিয়ম, রীতি ও ব্যবহারকে সুসংহত ও নীতিনিষ্ঠ রূপ দেওয়া সম্ভব হয়েছে। এই ইতিহাসকে প্রধানত তিনটি পর্যায়ে ভাগ করা যায়।
প্রথম পর্যায় (প্রারম্ভিক ধাপ):
-
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে।
-
এটি ছিল পর্তুগিজ ভাষায় রচিত, এবং এর লেখক ছিলেন মনোএল দা আসসুম্পসাঁউ (Manoel da Assumpção)।
-
অর্থাৎ, প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন মনোএল দা আসসুম্পসাঁউ।
-
তিনি তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকাংশ হিসেবে এই ব্যাকরণটি সংযোজন করেন।
ইংরেজি ভাষায় রচিত বাংলা ব্যাকরণ:
-
১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত A Grammar of the Bengal Language — যা ছিল ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
পরবর্তীতে ১৮০১ সালে উইলিয়াম কেরি রচনা করেন A Grammar of the Bengalee Language।
-
এই গ্রন্থের বঙ্গানুবাদ করেন জন রবিনসন — প্রকাশকাল ১৮৪৬ সাল।
বাংলা ভাষায় রচিত ব্যাকরণ:
-
১৮৩৩ সালে প্রকাশিত হয় রাজা রামমোহন রায় রচিত গৌড়ীয় ব্যাকরণ।
-
এটি ছিল বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
0
Updated: 2 weeks ago
'Subjudice' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
অবিচার
B
বিচারাধীন
C
অধস্তন
D
স্বচ্ছ
আইনি ও প্রশাসনিক পরিভাষায় সঠিক শব্দচয়ন প্রয়োজন, যা বাংলায় ভাবের যথাযথ প্রকাশ নিশ্চিত করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Subjudice : বিচারাধীন
-
Act : আইন
-
Addendum : পরিশিষ্ট, সংযোজন
-
Adjournment : মুলতবি
-
Ad-hoc : তদর্থক
-
Adjustment : সমন্বয়ন
-
Affidavit : হলফনামা
-
Affiliation : সম্বন্ধীকরণ
-
Agenda : আলোচ্যসূচি
উৎস:
0
Updated: 1 month ago